সিলেট প্রতিনিধি

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতরের সিটগুলো পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আজ বুধবার রাতে সিলেট নগরের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা ও জেলা বাস মালিক সমিতির সভাপতি ময়নুল ইসলাম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বুধবার রাতে ঢাকা মেট্রো-জ-১১০২২৮ খাজা এন্টারপ্রাইজ নামে একটি আঞ্চলিক বাস কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যমুনা মার্কেটের সামনে এসে দাঁড়ায়। বাসটির চালক ও হেল্পার পাশের রেস্টুরেন্টে চা-নাশতা করতে গিয়েছিলেন। হঠাৎ কয়েকটি মোটরসাইকেলে করে কে বা কারা বাসটিতে আগুন লাগিয়ে দিয়ে দ্রুত সটকে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে তার আগেই বাসের ভেতরের সিটগুলো পুড়ে যায়। তবে তখন বাসের ভেতর কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটে নি।
এ বিষয়ে সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতি ময়নুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বাসে আগুন লাগার ঘটনা জেনেছি। কারা লাগালো নাকি গাড়ির ইঞ্জিন থেকে লাগলো, সেটা আশপাশের সিসিটিভি ফুটেজ চেক করলে পাওয়া যাবে। থানা-পুলিশ ঘটনাস্থলে আছেন, তারা তদন্ত করে জানাতে পারবেন।’
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন লেগে গাড়ির ভেতরে ১৫-১৬ টি সিট পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। হরতাল-অবরোধকারীরা এ ঘটনা ঘটাতে পারে বলে আপাতত ধারণা করা যাচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতরের সিটগুলো পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আজ বুধবার রাতে সিলেট নগরের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা ও জেলা বাস মালিক সমিতির সভাপতি ময়নুল ইসলাম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বুধবার রাতে ঢাকা মেট্রো-জ-১১০২২৮ খাজা এন্টারপ্রাইজ নামে একটি আঞ্চলিক বাস কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যমুনা মার্কেটের সামনে এসে দাঁড়ায়। বাসটির চালক ও হেল্পার পাশের রেস্টুরেন্টে চা-নাশতা করতে গিয়েছিলেন। হঠাৎ কয়েকটি মোটরসাইকেলে করে কে বা কারা বাসটিতে আগুন লাগিয়ে দিয়ে দ্রুত সটকে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে তার আগেই বাসের ভেতরের সিটগুলো পুড়ে যায়। তবে তখন বাসের ভেতর কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটে নি।
এ বিষয়ে সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতি ময়নুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বাসে আগুন লাগার ঘটনা জেনেছি। কারা লাগালো নাকি গাড়ির ইঞ্জিন থেকে লাগলো, সেটা আশপাশের সিসিটিভি ফুটেজ চেক করলে পাওয়া যাবে। থানা-পুলিশ ঘটনাস্থলে আছেন, তারা তদন্ত করে জানাতে পারবেন।’
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন লেগে গাড়ির ভেতরে ১৫-১৬ টি সিট পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। হরতাল-অবরোধকারীরা এ ঘটনা ঘটাতে পারে বলে আপাতত ধারণা করা যাচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১০ মিনিট আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
২ ঘণ্টা আগে