সিলেট প্রতিনিধি

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতরের সিটগুলো পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আজ বুধবার রাতে সিলেট নগরের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা ও জেলা বাস মালিক সমিতির সভাপতি ময়নুল ইসলাম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বুধবার রাতে ঢাকা মেট্রো-জ-১১০২২৮ খাজা এন্টারপ্রাইজ নামে একটি আঞ্চলিক বাস কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যমুনা মার্কেটের সামনে এসে দাঁড়ায়। বাসটির চালক ও হেল্পার পাশের রেস্টুরেন্টে চা-নাশতা করতে গিয়েছিলেন। হঠাৎ কয়েকটি মোটরসাইকেলে করে কে বা কারা বাসটিতে আগুন লাগিয়ে দিয়ে দ্রুত সটকে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে তার আগেই বাসের ভেতরের সিটগুলো পুড়ে যায়। তবে তখন বাসের ভেতর কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটে নি।
এ বিষয়ে সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতি ময়নুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বাসে আগুন লাগার ঘটনা জেনেছি। কারা লাগালো নাকি গাড়ির ইঞ্জিন থেকে লাগলো, সেটা আশপাশের সিসিটিভি ফুটেজ চেক করলে পাওয়া যাবে। থানা-পুলিশ ঘটনাস্থলে আছেন, তারা তদন্ত করে জানাতে পারবেন।’
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন লেগে গাড়ির ভেতরে ১৫-১৬ টি সিট পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। হরতাল-অবরোধকারীরা এ ঘটনা ঘটাতে পারে বলে আপাতত ধারণা করা যাচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতরের সিটগুলো পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আজ বুধবার রাতে সিলেট নগরের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা ও জেলা বাস মালিক সমিতির সভাপতি ময়নুল ইসলাম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বুধবার রাতে ঢাকা মেট্রো-জ-১১০২২৮ খাজা এন্টারপ্রাইজ নামে একটি আঞ্চলিক বাস কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যমুনা মার্কেটের সামনে এসে দাঁড়ায়। বাসটির চালক ও হেল্পার পাশের রেস্টুরেন্টে চা-নাশতা করতে গিয়েছিলেন। হঠাৎ কয়েকটি মোটরসাইকেলে করে কে বা কারা বাসটিতে আগুন লাগিয়ে দিয়ে দ্রুত সটকে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে তার আগেই বাসের ভেতরের সিটগুলো পুড়ে যায়। তবে তখন বাসের ভেতর কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটে নি।
এ বিষয়ে সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতি ময়নুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বাসে আগুন লাগার ঘটনা জেনেছি। কারা লাগালো নাকি গাড়ির ইঞ্জিন থেকে লাগলো, সেটা আশপাশের সিসিটিভি ফুটেজ চেক করলে পাওয়া যাবে। থানা-পুলিশ ঘটনাস্থলে আছেন, তারা তদন্ত করে জানাতে পারবেন।’
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘আগুন লেগে গাড়ির ভেতরে ১৫-১৬ টি সিট পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। হরতাল-অবরোধকারীরা এ ঘটনা ঘটাতে পারে বলে আপাতত ধারণা করা যাচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

গতকাল রোববার মোংলা ঘাট থেকে সুন্দরবনের করমজল ও বনের অন্যান্য এলাকায় চলাচলকারী পর্যটকবাহী ট্রলার ও জালিবোটকে নৌপরিহবন মন্ত্রণালয়ের নিবন্ধনের আওতায় আনতে অভিযান চালানো হয়।
১০ মিনিট আগে
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আইনজীবী নাঈম কিবরিয়াকে পিটিয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার আসামি মো. জোবায়ের হোসেন পাপ্পু (২৯)। আজ সোমবার (৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের খাস কামরায় জবানবন্দি দেন আসামি।
১৪ মিনিট আগে
চট্টগ্রামে পুলিশ সদস্যের কাছ থেকে ইয়াবা উদ্ধারের পর তাঁকে ছেড়ে দেওয়া ও মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের নির্দেশে তাঁদের বরখাস্ত করা হয়।
২১ মিনিট আগে
রাজধানীর বসুন্ধরায় আইনজীবী নাঈম কিবরিয়াকে (৩৫) হত্যার অভিযোগে মূল আসামি যোবায়ের হোসেন পাপ্পুকে (২৯) গ্রেপ্তার করেছে র্যাব। বারিধারা এলাকা থেকে র্যাব-১ গতকাল বিকেলে তাঁকে গ্রেপ্তার করে বলে রাতে জানিয়েছেন ব্যাটালিয়নটির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. রাকিব হাসান।
৩৪ মিনিট আগে