Ajker Patrika

শনিবার সিলেটে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না 

সিলেট প্রতিনিধি
শনিবার সিলেটে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না 

বিতরণ লাইন ও জরুরি মেরামত কাজের জন্য সিলেট নগরীর বিভিন্ন স্থানে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৩ কেভি এবং ১১ কেভি ফিডারের আওতাধীন ওই সব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট–২ এর নির্বাহী প্রকৌশলী শামছ–ই–আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, বিতরণ লাইন, ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ৩৩ কেভি রিং ফিডারের ১১ কেভি বালুচর ফিডারের আওতাধীন বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস ও আশপাশের এলাকা।

১১ কেভি সেনপাড়া ফিডারের আওতাধীন শিবগঞ্জ, সেনপাড়া, হাতিমবাগ, লামাপাড়া ও আশপাশের এলাকা এবং ১১ কেভি রায়নগর ফিডারের সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার, খারপাড়া ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত