নিজস্ব প্রতিবেদক, সিলেট

আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের হাওয়া বইছে নগরজুড়ে। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে ভোটের তারিখ। শুরু হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রি।
সিলেট সিটিতে মেয়র হতে ইচ্ছুক আওয়ামী লীগের পাঁচ নেতা প্রথম দিন রোববার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কেউ রোববারই জমা দিয়ে দিয়েছেন, আবার কেউ দেবেন ১২ এপ্রিল।
এদিকে মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমের দ্বিতীয় দিন আজ সোমবার সিলেট আওয়ামী লীগের আরও দুই নেতা আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ টি এম এ হাসান জেবুল নিজে ও মহানগর আওয়ামী লীগ নেতা প্রিন্স সদরুজ্জামান চৌধুরী লোক মারফত মনোনয়নপত্র কিনেছেন। বিষয়টি তাঁরা আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
অপর দিকে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এবং সাবেক সিসিক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আবদুল খালিক আগামী মঙ্গলবার দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে তাঁরা জানিয়েছেন।
আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে গতকাল সকালে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম শুরু করেন দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান।
প্রথম দিন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিসিক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু মনোনয়নপত্র সংগ্রহ করেন।
আগামী ২৩ মে সিসিক নির্বাচনের মনোনয়ন দাখিল, প্রত্যাহার ১ জুন এবং ২১ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের হাওয়া বইছে নগরজুড়ে। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে ভোটের তারিখ। শুরু হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রি।
সিলেট সিটিতে মেয়র হতে ইচ্ছুক আওয়ামী লীগের পাঁচ নেতা প্রথম দিন রোববার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কেউ রোববারই জমা দিয়ে দিয়েছেন, আবার কেউ দেবেন ১২ এপ্রিল।
এদিকে মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমের দ্বিতীয় দিন আজ সোমবার সিলেট আওয়ামী লীগের আরও দুই নেতা আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ টি এম এ হাসান জেবুল নিজে ও মহানগর আওয়ামী লীগ নেতা প্রিন্স সদরুজ্জামান চৌধুরী লোক মারফত মনোনয়নপত্র কিনেছেন। বিষয়টি তাঁরা আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
অপর দিকে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এবং সাবেক সিসিক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আবদুল খালিক আগামী মঙ্গলবার দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে তাঁরা জানিয়েছেন।
আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে গতকাল সকালে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম শুরু করেন দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান।
প্রথম দিন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিসিক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু মনোনয়নপত্র সংগ্রহ করেন।
আগামী ২৩ মে সিসিক নির্বাচনের মনোনয়ন দাখিল, প্রত্যাহার ১ জুন এবং ২১ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৪ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে