Ajker Patrika

দুই ওলির মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউসে শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১৫: ১১
দুই ওলির মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউসে শেখ হাসিনা

সিলেটের দুই ধর্মীয় স্থান হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিয়ারত শেষে তিনি বর্তমানে সিলেট সার্কিট হাউসে অবস্থান করছেন। এখানে দুপুরের খাবার খেয়ে বেলা ৩টার দিকে তিনি পৌঁছাবেন সিলেট আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আওয়ামী লীগ আয়োজিত জনসভায়। 

সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এই জনসভায় যোগ দিতে আজ সকালে সিলেটে পৌঁছান শেখ হাসিনা। 

বুধবার আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজরত শাহ জালালের ও শাহ পরানের মাজার জিয়ারতের মাধ্যমে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচার শুরু করেন। ছবি: সংগৃহীতসিলেটে পৌঁছেই হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাজার জিয়ারত শেষে তিনি যান সিলেটের সার্কিট হাউসে। সেখানে দুপুরের খাবার শেষে বেলা ৩টার মধ্যে সমাবেশস্থলে পৌঁছাবেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। 

এর আগে শেখ হাসিনা আজ বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬০১-এর একটি ফ্লাইটে বেলা ১১টা ৩৫ মিনিটে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক ১০টি লাভজনক কোম্পানি শেয়ারবাজারে আনার সিদ্ধান্ত

জকসুতে ভিপি, জিএস ও এজিএস হলেন শিবির-সমর্থিত প্রার্থীরা

সাবেক উপদেষ্টার বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ুমিছিল

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া

জাতীয় সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৫০১ জন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত