সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাড়ির সামনে পালিত ঘোড়া বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শিমুলবাক ইউনিয়নের থালেরবন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন থলেরবন্দ গ্রামের মৃত রহিম আলীর ছেলে নুর মোহাম্মদ (২২) এবং একই গ্রামের মৃত নৈমুল্লাহর ছেলে আব্দুল আওয়াল (৫৫)।
পুলিশ বলছে, সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে থলেরবন্দ গ্রামে আশিক মিয়ার বাড়ির সামনে শের আলী তাঁর পালিত একটি ঘোড়া বেঁধে রাখেন। একসময় ওই ঘোড়ার লাথিতে আশিক মিয়ার ছেলে আঘাত পান। এ নিয়ে আশিক আলীর ভাই সাহার আলী বাড়ির সামনে ঘোড়া বেঁধে রাখার কারণ জিজ্ঞাসা করলে শের আলীর লোকজন তাঁকে মারধর করে। এরই জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুর করে।
এ সময় মারামারিতে উভয় পক্ষের প্রায় সাত থেকে আট জন আহত হয়। সংঘর্ষে আশিক আলীর পক্ষের নুর মোহাম্মদ লাঠির আঘাতে মাথায় গুরুতর জখম হন এবং শের আলীর পক্ষের আব্দুল আওয়াল ইট-পাটকেলের আঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে আব্দুল আওয়ালকে ভর্তি করা হয়। অবস্থা বেশি গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসকেরা নুর মোহাম্মদকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সিলেটে যাওয়ার পথে মৃত্যু হয় নুর মোহাম্মদের।
এ ঘটনায় অভিযান চালিয়ে আশিক আলীর পক্ষের দুজন এবং শের আলীর পক্ষের চারজনকে আটক করা হয়।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘোড়ার লাথি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন মারা যাওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে।’

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাড়ির সামনে পালিত ঘোড়া বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শিমুলবাক ইউনিয়নের থালেরবন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতেরা হলেন থলেরবন্দ গ্রামের মৃত রহিম আলীর ছেলে নুর মোহাম্মদ (২২) এবং একই গ্রামের মৃত নৈমুল্লাহর ছেলে আব্দুল আওয়াল (৫৫)।
পুলিশ বলছে, সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে থলেরবন্দ গ্রামে আশিক মিয়ার বাড়ির সামনে শের আলী তাঁর পালিত একটি ঘোড়া বেঁধে রাখেন। একসময় ওই ঘোড়ার লাথিতে আশিক মিয়ার ছেলে আঘাত পান। এ নিয়ে আশিক আলীর ভাই সাহার আলী বাড়ির সামনে ঘোড়া বেঁধে রাখার কারণ জিজ্ঞাসা করলে শের আলীর লোকজন তাঁকে মারধর করে। এরই জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুর করে।
এ সময় মারামারিতে উভয় পক্ষের প্রায় সাত থেকে আট জন আহত হয়। সংঘর্ষে আশিক আলীর পক্ষের নুর মোহাম্মদ লাঠির আঘাতে মাথায় গুরুতর জখম হন এবং শের আলীর পক্ষের আব্দুল আওয়াল ইট-পাটকেলের আঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে আব্দুল আওয়ালকে ভর্তি করা হয়। অবস্থা বেশি গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসকেরা নুর মোহাম্মদকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সিলেটে যাওয়ার পথে মৃত্যু হয় নুর মোহাম্মদের।
এ ঘটনায় অভিযান চালিয়ে আশিক আলীর পক্ষের দুজন এবং শের আলীর পক্ষের চারজনকে আটক করা হয়।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘোড়ার লাথি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন মারা যাওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে।’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পাঁচ দিন পিছিয়ে ২৫ জানুয়ারি ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই তারিখ ধার্য করেন।
১০ মিনিট আগে
নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হওয়ায় টাঙ্গাইলের দুই নারীসহ ১৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর ফলে টাঙ্গাইলের আটটি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৫৫। টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
১২ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেনের প্রথম জানাজা চট্টগ্রামে র্যাব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। এ সময় তাঁর সহকর্মীরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন। জানাজা শেষে তাঁর লাশ নিয়ে অ্যাম্বুলেন্স কুমিল্লায় নিজ গ্রামের পথে রওনা দিয়েছে বলে
১৩ মিনিট আগে
‘গণভোটের ব্যাপারে সরকারের যে তৎপরতা দেখছি, দুষ্কৃতকারীদের দমনে সেই তৎপরতা দেখছি না। তফসিল ঘোষণার পর ১৫ জন নেতা-কর্মী নিহত হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন কী করছে?’
৩৩ মিনিট আগে