Ajker Patrika

ওসমানী হাসপাতালে অবৈধ পার্কিং জোন ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড উচ্ছেদ

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৫: ১৩
ওসমানী হাসপাতালে অবৈধ পার্কিং জোন ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড উচ্ছেদ

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে স্থাপিত অবৈধ পার্কিং জোন ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে তোলা অবৈধ পার্কিং জোন ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড উচ্ছেদ করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন জানান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশপথের ডানে দীর্ঘদিন ধরে অবৈধ পার্কিং জোন গড়ে তোলা হয়েছিল। এই পার্কিং ঘিরে প্রতিদিন হাজার হাজার টাকা আদায় করছিল একটি চক্র। 

এ ছাড়া হাসপাতাল এলাকায় অবৈধ অ্যাম্বুলেন্স স্ট্যান্ড স্থাপন করা হয়। এর মাধ্যমে হাসপাতালে আসা রোগীদের অ্যাম্বুলেন্স-সেবার নামে নান প্রতারণা করতেন চালকেরা। এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধে উচ্ছেদ অভিযান চালানো হয়। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে অভিযানে বুলডোজার দিয়ে অবৈধ পার্কিং গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ অ্যাম্বুলেন্স স্ট্যান্ডও উচ্ছেদ করা হয়। এসব অবৈধ কর্মকাণ্ড রুখতে জেলা প্রশাসনের তৎপরতা আরও জোরদার করা হবে বলে জানান ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন। 

উচ্ছেদ অভিযানের সময় অবৈধ পার্কিং করায় একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

ইরানে যাচ্ছে রাশিয়ার কার্গো বিমান—ব্রিটিশ এমপির দাবি ঘিরে জল্পনা

আইসিটির শ্বেতপত্র: একই ধরনের প্রকল্প বারবার, বিপুল লুট

ওয়াশিংটন সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যা আলোচনা হলো মার্কিনদের সঙ্গে

ইরানের এবারের বিক্ষোভ কেন অতীতের চেয়ে আলাদা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত