মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে ফসলরক্ষা বাঁধ মেরামতে মাটি ভর্তি বস্তা ফেলার সময় হঠাৎ ১৪ জন শ্রমিক অজ্ঞান হয়ে পড়েন। কেউ কেউ বমি করতে থাকেন। তাঁদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দুই জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।
আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহম্মেদ আকুঞ্জি। গত শুক্রবার দুপুরে উপজেলার করাচাপুর এলাকায় ফসলরক্ষা বাঁধে কাজ করার সময় এ ঘটনা ঘটে বলে জানান তিনি।
করাচাপুর এলাকায় অবস্থিত ওই প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি আবুল কালাম বলেন, ‘অজ্ঞান হওয়া শ্রমিকদের মধ্যে রুবেল মিয়া, মিজান মিয়া, সবুজ মিয়া, আব্দুল মোতালিব, জুয়েল মিয়া ও পাবেল মিয়ার নাম মনে আছে।’ বাকিদের নাম বলতে মনে করতে পারেননি তিনি। শ্রমিকদের বাড়ি পাশের উপজেলা বারহাট্টার ছালিপুরা গ্রামে। তাঁদের মধ্যে জুয়েল মিয়া ও পাবেল মিয়াকে ময়মনসিংহ পাঠানো হয়েছে।
পিআইসির সভাপতি জানান, বাঁধটি মেরামতের জন্য শুক্রবার সকাল থেকে ২০ জন শ্রমিক কাজে লাগে। বস্তায় মাটি ভর্তি করে বাঁধের পাশে ফেলছিলেন তাঁরা। দুপুরের দিকে আগে থেকে মাটি ভর্তি প্লাস্টিকের বস্তায় বাঁধে ফেলতে গিয়ে ১৪ জন শ্রমিক অজ্ঞান হয়ে পড়েন। অনেকে বমি করতে থাকেন। দ্রুত তাঁদের মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে তাঁদের মধ্যে দুই জনকে ময়মনসিংহ পাঠানো হয়। তবে ধীরে ধীরে তাঁরা সুস্থ হয়ে উঠছেন।
ইউএনও সাব্বির আহম্মেদ আকুঞ্জি বলেন, ‘মাটি ভর্তি বস্তা বাঁধে ফেলার সময় এ ঘটনা ঘটেছে। প্লাস্টিকের ওই বস্তাগুলোতে হয়তো কোনো ধরনের কেমিক্যাল ছিল। ফলে খোলার সঙ্গে সঙ্গে তাঁরা ওই কেমিক্যালের প্রভাবে অজ্ঞান হয়ে যান। অসুস্থদের চিকিৎসা চলছে।’

নেত্রকোনার মোহনগঞ্জে ফসলরক্ষা বাঁধ মেরামতে মাটি ভর্তি বস্তা ফেলার সময় হঠাৎ ১৪ জন শ্রমিক অজ্ঞান হয়ে পড়েন। কেউ কেউ বমি করতে থাকেন। তাঁদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দুই জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।
আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহম্মেদ আকুঞ্জি। গত শুক্রবার দুপুরে উপজেলার করাচাপুর এলাকায় ফসলরক্ষা বাঁধে কাজ করার সময় এ ঘটনা ঘটে বলে জানান তিনি।
করাচাপুর এলাকায় অবস্থিত ওই প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি আবুল কালাম বলেন, ‘অজ্ঞান হওয়া শ্রমিকদের মধ্যে রুবেল মিয়া, মিজান মিয়া, সবুজ মিয়া, আব্দুল মোতালিব, জুয়েল মিয়া ও পাবেল মিয়ার নাম মনে আছে।’ বাকিদের নাম বলতে মনে করতে পারেননি তিনি। শ্রমিকদের বাড়ি পাশের উপজেলা বারহাট্টার ছালিপুরা গ্রামে। তাঁদের মধ্যে জুয়েল মিয়া ও পাবেল মিয়াকে ময়মনসিংহ পাঠানো হয়েছে।
পিআইসির সভাপতি জানান, বাঁধটি মেরামতের জন্য শুক্রবার সকাল থেকে ২০ জন শ্রমিক কাজে লাগে। বস্তায় মাটি ভর্তি করে বাঁধের পাশে ফেলছিলেন তাঁরা। দুপুরের দিকে আগে থেকে মাটি ভর্তি প্লাস্টিকের বস্তায় বাঁধে ফেলতে গিয়ে ১৪ জন শ্রমিক অজ্ঞান হয়ে পড়েন। অনেকে বমি করতে থাকেন। দ্রুত তাঁদের মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে তাঁদের মধ্যে দুই জনকে ময়মনসিংহ পাঠানো হয়। তবে ধীরে ধীরে তাঁরা সুস্থ হয়ে উঠছেন।
ইউএনও সাব্বির আহম্মেদ আকুঞ্জি বলেন, ‘মাটি ভর্তি বস্তা বাঁধে ফেলার সময় এ ঘটনা ঘটেছে। প্লাস্টিকের ওই বস্তাগুলোতে হয়তো কোনো ধরনের কেমিক্যাল ছিল। ফলে খোলার সঙ্গে সঙ্গে তাঁরা ওই কেমিক্যালের প্রভাবে অজ্ঞান হয়ে যান। অসুস্থদের চিকিৎসা চলছে।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়াসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপুকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি।
৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের দলীয় প্রার্থী শামা ওবায়েদ ইসলামের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেছেন আনোয়ার হোসেন মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা।
৭ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল রোববার রাতে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে...
১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার রাত আনুমানিক ১০টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন ও হল সংসদের যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে