সেতু নির্মাণে অবহেলা
সুনামগঞ্জ সংবাদদাতা

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক, শিমুলবাগানসহ পর্যটন এলাকায় গতি আনতে ২০১৮ সালে তাহিরপুরের ডাম্পের বাজার এলাকায় পাটলাই নদের ওপর সেতু নির্মাণ শুরু হয়। তিন বছরের মধ্যে সেতুর কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। উল্টো গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সেতু চালু নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, আগামী এক মাসের মধ্যে সেতুর কাজ শেষ করে চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে। সূত্র বলেছে, কাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে ৮১ দশমিক ২৭ শতাংশ টাকা তুলে নিয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সুনামগঞ্জ অফিস সূত্র বলেছে, এলজিইডির আওতাধীন এই সেতুর কাজ পেয়েছিল তমা কনস্ট্রাকশন। চুক্তি অনুযায়ী ৪৩ কোটি ৭৬ লাখ ৬৮ হাজার ৫৭৯ টাকার ৪৫০ মিটার সেতুর কাজ শেষ করার কথা ২০২১ সালের মধ্যে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে প্রায় চার বছর অতিরিক্ত সময় পার হলেও এখনো শেষ হয়নি কাজ। অবশ্য ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে ৩৫ কোটি ৫৪ লাখ ৮৩ হাজার ৮৯৯ টাকা তুলে নিয়েছে। ৫ আগস্ট সরকার পরিবর্তনের সঙ্গে তমা কনস্ট্রাকশনের মালিকপক্ষেরও খোঁজ নেই।
সরেজমিন দেখা গেছে, এক বছর ধরে সেতুর মূল অংশে কাজ শেষ হয়েছে। এখন সেতুর দুই পাশে অ্যাপ্রোচ সড়ক, কার্পেটিং, লাইটিংয়ের কাজ আটকে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে স্থানীয়দের ভোগান্তি বাড়ছে।
গোলকপুরের বাসিন্দা মো. সাইফুর রহমান বলেন, ‘অনেক আগেই সেতুর কাজ করার সময়সীমা শেষ হয়েছে। এখনো পুরোপুরি কাজ শেষ করেনি। সেতুর মূল কাজ শেষ। এখন অ্যাপ্রোচ সড়ক হলেই হয়ে যায়। কিছুদিন আগে মানুষ পারাপার শুরু করেছিল। আবারও অ্যাপ্রোচ সড়ক একদিকে খুঁড়ে রেখে দিয়েছে। অন্যদিকে লোহার আবরণ তৈরি করে বন্ধ করে রেখেছে। এতে কয়েক দিন মানুষ ও পরিবহন চলাচল করলেও এখন বন্ধ রয়েছে।’
লাকমা গ্রামের বাসিন্দা আব্দুল গণি বলেন, ‘কিছুদিন সেতু ব্যবহার করে মানুষ চলাচল করেছে। এতে খেয়া বন্ধ হয়ে যায়। এখন আবারও বন্ধ করে দিয়েছে। খেয়া দিয়ে পার হতে হচ্ছে। এই ভোগান্তি কবে শেষ হবে আমাদের, উপরওয়ালাই জানেন।’
পুটিয়া গ্রামের বাসিন্দা আব্দুল আলিম বলেন, ‘নদীতে পানি এসেছে। খেয়া পেতেও সময় নষ্ট হয়। আমরা আশা করেছিলাম, গ্রীষ্মের আগে কাজ শেষ হবে। এখন দেখি কাজই বন্ধ। বর্ষা মৌসুমের অজুহাত দেখিয়ে এ বছরও কাজ শেষ করবে না তারা।’
নাম প্রকাশে অনিচ্ছুক ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বলেন, ‘কর্তৃপক্ষের ইচ্ছা থাকলে আরও আগেই কাজ শেষ করা যেত। সেতুর মূল কাজ শেষ। এখন যে কাজ রয়েছে, তা বেশি দিন লাগার কথা নয়। তবু কাজ বন্ধ রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেন কাজ আটকে রেখেছে, তা জানি না।’
ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের সাইট ম্যানেজার মিয়া মো. নাসির বলেন, ‘৫ আগস্টের পরে প্রতিষ্ঠানের মালিকপক্ষ বিদেশে চলে গেছে। এ জন্য কাজ শেষ করতে সময় লাগছে। আশা করি, কয়েক মাসের মধ্যে পুরোপুরি কাজ শেষ করতে পারব।’
সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ‘৪৫০ মিটার এই সেতুর মূল কাজ শেষ। এখন সেতুর দুই পাশে অ্যাপ্রোচ সড়কসহ কিছু ছোট ছোট কাজ বাকি রয়েছে। আশা করি, আগামী এক মাসের মধ্যে সেতুর কাজ শেষ করে চলাচলের জন্য খুলে দিতে পারব।’

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক, শিমুলবাগানসহ পর্যটন এলাকায় গতি আনতে ২০১৮ সালে তাহিরপুরের ডাম্পের বাজার এলাকায় পাটলাই নদের ওপর সেতু নির্মাণ শুরু হয়। তিন বছরের মধ্যে সেতুর কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। উল্টো গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সেতু চালু নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, আগামী এক মাসের মধ্যে সেতুর কাজ শেষ করে চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে। সূত্র বলেছে, কাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে ৮১ দশমিক ২৭ শতাংশ টাকা তুলে নিয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সুনামগঞ্জ অফিস সূত্র বলেছে, এলজিইডির আওতাধীন এই সেতুর কাজ পেয়েছিল তমা কনস্ট্রাকশন। চুক্তি অনুযায়ী ৪৩ কোটি ৭৬ লাখ ৬৮ হাজার ৫৭৯ টাকার ৪৫০ মিটার সেতুর কাজ শেষ করার কথা ২০২১ সালের মধ্যে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে প্রায় চার বছর অতিরিক্ত সময় পার হলেও এখনো শেষ হয়নি কাজ। অবশ্য ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে ৩৫ কোটি ৫৪ লাখ ৮৩ হাজার ৮৯৯ টাকা তুলে নিয়েছে। ৫ আগস্ট সরকার পরিবর্তনের সঙ্গে তমা কনস্ট্রাকশনের মালিকপক্ষেরও খোঁজ নেই।
সরেজমিন দেখা গেছে, এক বছর ধরে সেতুর মূল অংশে কাজ শেষ হয়েছে। এখন সেতুর দুই পাশে অ্যাপ্রোচ সড়ক, কার্পেটিং, লাইটিংয়ের কাজ আটকে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে স্থানীয়দের ভোগান্তি বাড়ছে।
গোলকপুরের বাসিন্দা মো. সাইফুর রহমান বলেন, ‘অনেক আগেই সেতুর কাজ করার সময়সীমা শেষ হয়েছে। এখনো পুরোপুরি কাজ শেষ করেনি। সেতুর মূল কাজ শেষ। এখন অ্যাপ্রোচ সড়ক হলেই হয়ে যায়। কিছুদিন আগে মানুষ পারাপার শুরু করেছিল। আবারও অ্যাপ্রোচ সড়ক একদিকে খুঁড়ে রেখে দিয়েছে। অন্যদিকে লোহার আবরণ তৈরি করে বন্ধ করে রেখেছে। এতে কয়েক দিন মানুষ ও পরিবহন চলাচল করলেও এখন বন্ধ রয়েছে।’
লাকমা গ্রামের বাসিন্দা আব্দুল গণি বলেন, ‘কিছুদিন সেতু ব্যবহার করে মানুষ চলাচল করেছে। এতে খেয়া বন্ধ হয়ে যায়। এখন আবারও বন্ধ করে দিয়েছে। খেয়া দিয়ে পার হতে হচ্ছে। এই ভোগান্তি কবে শেষ হবে আমাদের, উপরওয়ালাই জানেন।’
পুটিয়া গ্রামের বাসিন্দা আব্দুল আলিম বলেন, ‘নদীতে পানি এসেছে। খেয়া পেতেও সময় নষ্ট হয়। আমরা আশা করেছিলাম, গ্রীষ্মের আগে কাজ শেষ হবে। এখন দেখি কাজই বন্ধ। বর্ষা মৌসুমের অজুহাত দেখিয়ে এ বছরও কাজ শেষ করবে না তারা।’
নাম প্রকাশে অনিচ্ছুক ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বলেন, ‘কর্তৃপক্ষের ইচ্ছা থাকলে আরও আগেই কাজ শেষ করা যেত। সেতুর মূল কাজ শেষ। এখন যে কাজ রয়েছে, তা বেশি দিন লাগার কথা নয়। তবু কাজ বন্ধ রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেন কাজ আটকে রেখেছে, তা জানি না।’
ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের সাইট ম্যানেজার মিয়া মো. নাসির বলেন, ‘৫ আগস্টের পরে প্রতিষ্ঠানের মালিকপক্ষ বিদেশে চলে গেছে। এ জন্য কাজ শেষ করতে সময় লাগছে। আশা করি, কয়েক মাসের মধ্যে পুরোপুরি কাজ শেষ করতে পারব।’
সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, ‘৪৫০ মিটার এই সেতুর মূল কাজ শেষ। এখন সেতুর দুই পাশে অ্যাপ্রোচ সড়কসহ কিছু ছোট ছোট কাজ বাকি রয়েছে। আশা করি, আগামী এক মাসের মধ্যে সেতুর কাজ শেষ করে চলাচলের জন্য খুলে দিতে পারব।’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
৩৮ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৪২ মিনিট আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে