সুনামগঞ্জ প্রতিনিধি

ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে আবারও বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জে সুরমা নদীসহ সকল শাখা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে চলতি বন্যার পানি কিছুটা কমে গেলেও আবারও নিম্নাঞ্চলসহ সুনামগঞ্জ পৌর শহরের নতুন পাড়া, হাজিপাড়া, কাজিরপয়েন্ট, নবীনগরসহ বেশ কয়েকটি আবাসিক এলাকায় পানি প্রবেশ করছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন জেলাবাসী। দেখা দিয়েছে বন্যার আশঙ্কা।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৮৫ মি. মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জের সুরমা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে গত ২৪ ঘণ্টায় ১৭ সে. মি. পানি বৃদ্ধি পেয়েছে। পাউবো সূত্র আরও জানায় ভারতের মেঘালয়ে বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জের নদনদীর পানি বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে জেলার ছাতকের সুরমা নদীর পানি বিপদ সীমার ৯৯ সে. মি. ওপরে প্রবাহিত হচ্ছে। উজানের ঢলের ফলে জেলার ছাতক ও দোয়ারাবাজার উপজেলার কিছু এলাকায় আবারও পানি বাড়ছে। নদ নদীর পানি বৃদ্ধি ও মুষলধারে বৃষ্টিপাত হওয়ায় সুনামগঞ্জের মানুষ উদ্বেগ উৎকণ্ঠায় দিন রাত কাটাচ্ছে।
প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে গেল গত ১৬ জুন সুনামগঞ্জের বেশির ভাগ এলাকা বন্যা কবলিত হয়। আজ বৃহস্পতিবার ভোর তিনটায় কিছুক্ষণের মধ্যেই ডুবে যায় জেলার ৯২ ভাগেরও বেশি এলাকা। গুরুত্বপূর্ণ অফিস ও ব্যক্তি মালিকানাধীন ভবনের তালা ভেঙে জীবন বাঁচিয়েছেন লাখো মানুষ। ভয়াবহ বন্যায় ঘরে থাকা ধানচাল, গৃহপালিত পশু, জমিতে থাকা সবজি, পুকুরের মাছ সবই ভেসে গেছে। এখনো হাজারো মানুষের ঘরে খাবার নেই, বাইরে কাজ নেই, উঁচু এলাকা থেকে পানি কমলেও নিচু এলাকা বন্যা কবলিত।
আবারও পানি বৃদ্ধি পাওয়ায় শঙ্কায় জেলাবাসী। সুনামগঞ্জ পৌর শহরের হাসনবাহার এলাকার বাসিন্দা বিল্লাল আহমদ বলেন, গত দুদিনের বৃষ্টিতে আবারও আমাদের এলাকার রাস্তা ডুবে গেছে। আমরা খুব বেশি চিন্তিত, আবারও যদি বন্যা হয়ে যায়। বর্তমান বন্যার ক্ষতিই এখনো সামাল দিয়ে উঠতে পারিনি।
নতুন পাড়ার বসিন্দা আবু সুফিয়ান বলেন, অনেক বৃষ্টি হচ্ছে। পানিও বাড়ছে। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে অবিরত। আবারও কি তলিয়ে সব।
পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় উজানের ভারতের মেঘালয় চেরাপুঞ্জিতে ২০০ মিলিমিটার এবং আমাদের সুনামগঞ্জের ছাতকে ১৮৫ মিলিমিটার বৃষ্টি হওয়ায় নদীর পানি বেড়েছে। তিনি বলেন মেঘালয়ে যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে বন্যার আবারও হওয়ার সম্ভাবনা আছে।

ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে আবারও বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জে সুরমা নদীসহ সকল শাখা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে চলতি বন্যার পানি কিছুটা কমে গেলেও আবারও নিম্নাঞ্চলসহ সুনামগঞ্জ পৌর শহরের নতুন পাড়া, হাজিপাড়া, কাজিরপয়েন্ট, নবীনগরসহ বেশ কয়েকটি আবাসিক এলাকায় পানি প্রবেশ করছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন জেলাবাসী। দেখা দিয়েছে বন্যার আশঙ্কা।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৮৫ মি. মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জের সুরমা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে গত ২৪ ঘণ্টায় ১৭ সে. মি. পানি বৃদ্ধি পেয়েছে। পাউবো সূত্র আরও জানায় ভারতের মেঘালয়ে বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জের নদনদীর পানি বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে জেলার ছাতকের সুরমা নদীর পানি বিপদ সীমার ৯৯ সে. মি. ওপরে প্রবাহিত হচ্ছে। উজানের ঢলের ফলে জেলার ছাতক ও দোয়ারাবাজার উপজেলার কিছু এলাকায় আবারও পানি বাড়ছে। নদ নদীর পানি বৃদ্ধি ও মুষলধারে বৃষ্টিপাত হওয়ায় সুনামগঞ্জের মানুষ উদ্বেগ উৎকণ্ঠায় দিন রাত কাটাচ্ছে।
প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে গেল গত ১৬ জুন সুনামগঞ্জের বেশির ভাগ এলাকা বন্যা কবলিত হয়। আজ বৃহস্পতিবার ভোর তিনটায় কিছুক্ষণের মধ্যেই ডুবে যায় জেলার ৯২ ভাগেরও বেশি এলাকা। গুরুত্বপূর্ণ অফিস ও ব্যক্তি মালিকানাধীন ভবনের তালা ভেঙে জীবন বাঁচিয়েছেন লাখো মানুষ। ভয়াবহ বন্যায় ঘরে থাকা ধানচাল, গৃহপালিত পশু, জমিতে থাকা সবজি, পুকুরের মাছ সবই ভেসে গেছে। এখনো হাজারো মানুষের ঘরে খাবার নেই, বাইরে কাজ নেই, উঁচু এলাকা থেকে পানি কমলেও নিচু এলাকা বন্যা কবলিত।
আবারও পানি বৃদ্ধি পাওয়ায় শঙ্কায় জেলাবাসী। সুনামগঞ্জ পৌর শহরের হাসনবাহার এলাকার বাসিন্দা বিল্লাল আহমদ বলেন, গত দুদিনের বৃষ্টিতে আবারও আমাদের এলাকার রাস্তা ডুবে গেছে। আমরা খুব বেশি চিন্তিত, আবারও যদি বন্যা হয়ে যায়। বর্তমান বন্যার ক্ষতিই এখনো সামাল দিয়ে উঠতে পারিনি।
নতুন পাড়ার বসিন্দা আবু সুফিয়ান বলেন, অনেক বৃষ্টি হচ্ছে। পানিও বাড়ছে। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে অবিরত। আবারও কি তলিয়ে সব।
পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় উজানের ভারতের মেঘালয় চেরাপুঞ্জিতে ২০০ মিলিমিটার এবং আমাদের সুনামগঞ্জের ছাতকে ১৮৫ মিলিমিটার বৃষ্টি হওয়ায় নদীর পানি বেড়েছে। তিনি বলেন মেঘালয়ে যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে বন্যার আবারও হওয়ার সম্ভাবনা আছে।

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৩৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
৩৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
৩৯ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
১ ঘণ্টা আগে