প্রতিনিধি, কাজীপুর (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের কাজীপুরে দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি গোলাম কিবরিয়াকে প্রাণনাশের হুমকি দিয়েছেন পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার। এ ঘটনায় ওই সাংবাদিক মেয়রের বিরুদ্ধে শুক্রবার (১৬ জুলাই) দিবাগত রাতে কাজীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ জুলাই) সময়ের আলো পত্রিকায় 'কাজীপুরে কৃষি প্রণোদনার তালিকায় পৌর মেয়রের নাম' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে কাজীপুর পৌর এলাকার ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য বরাদ্দকৃত ধানবীজ ও মিশ্রসার প্রদানের তালিকায় মেয়র নিজে, কমিশনার ও তাঁর নিকট আত্মীয়র নাম লিখিয়ে সেই প্রণোদনা তুলে নেন বলে উল্লেখ করা হয়।
এরই জেরে ওই দিন গভীর রাতে মেয়র আব্দুল হান্নান তালুকদার সাংবাদিক গোলাম কিবরিয়াকে ফোন করে অকথ্য ভাষায় গালি গালাজ করেন। একপর্যায়ে মাথা কেটে গোলাবাড়ি খেলারও হুমকি দেন। পরে সাংবাদিক গোলাম কিবরিয়া শুক্রবার রাতে প্রাণনাশের হুমকি দেওয়ার বিষয়টি উল্লেখ করে মেয়রের বিরুদ্ধে কাজীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিরাপত্তাহীনতায় তিনি ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ এসে তাকে থানায় এবং পরে থানা থেকে নিজ বাড়িতে পৌঁছে দেয়।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার জানান, সাংবাদিকের জিডিটি (জিডি নং ৫১৩) থানায় গ্রহণ করা হয়েছে। তাঁকে পুলিশি পাহারায় বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।
এব্যাপারে আজকের পত্রিকাকে পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার একেকবার একেক কথা বলেন। প্রথমে তিনি হুমকির কথা অস্বীকার করে বলেন, এসব মিথ্যা। পরে হুমকির কথা স্বীকার করে বলেন, ওইভাবে হুমকি দিইনি। এরপর মিটিং-এ আছেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

সিরাজগঞ্জের কাজীপুরে দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি গোলাম কিবরিয়াকে প্রাণনাশের হুমকি দিয়েছেন পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার। এ ঘটনায় ওই সাংবাদিক মেয়রের বিরুদ্ধে শুক্রবার (১৬ জুলাই) দিবাগত রাতে কাজীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ জুলাই) সময়ের আলো পত্রিকায় 'কাজীপুরে কৃষি প্রণোদনার তালিকায় পৌর মেয়রের নাম' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে কাজীপুর পৌর এলাকার ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য বরাদ্দকৃত ধানবীজ ও মিশ্রসার প্রদানের তালিকায় মেয়র নিজে, কমিশনার ও তাঁর নিকট আত্মীয়র নাম লিখিয়ে সেই প্রণোদনা তুলে নেন বলে উল্লেখ করা হয়।
এরই জেরে ওই দিন গভীর রাতে মেয়র আব্দুল হান্নান তালুকদার সাংবাদিক গোলাম কিবরিয়াকে ফোন করে অকথ্য ভাষায় গালি গালাজ করেন। একপর্যায়ে মাথা কেটে গোলাবাড়ি খেলারও হুমকি দেন। পরে সাংবাদিক গোলাম কিবরিয়া শুক্রবার রাতে প্রাণনাশের হুমকি দেওয়ার বিষয়টি উল্লেখ করে মেয়রের বিরুদ্ধে কাজীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিরাপত্তাহীনতায় তিনি ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ এসে তাকে থানায় এবং পরে থানা থেকে নিজ বাড়িতে পৌঁছে দেয়।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার জানান, সাংবাদিকের জিডিটি (জিডি নং ৫১৩) থানায় গ্রহণ করা হয়েছে। তাঁকে পুলিশি পাহারায় বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।
এব্যাপারে আজকের পত্রিকাকে পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার একেকবার একেক কথা বলেন। প্রথমে তিনি হুমকির কথা অস্বীকার করে বলেন, এসব মিথ্যা। পরে হুমকির কথা স্বীকার করে বলেন, ওইভাবে হুমকি দিইনি। এরপর মিটিং-এ আছেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
২৬ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
৩৯ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে