আব্দুল্লাহ আল মারুফ, সিরাজগঞ্জ

পাকা রাস্তার পাশে পুরোনো চেক লুঙ্গি ও মিষ্টি রঙের একটি পাঞ্জাবি গায়ে দিয়ে বসে আছেন ইসহাক আলী। বয়স প্রায় ১০০। পাশে রাখা ২৫০ গ্রাম ওজনের ২৫-৩০টি গুঁড়া হলুদের প্যাকেট। সাপ্তাহিক সোমবারের হাটে এসেছেন বিক্রি করতে। বয়সের ভারে সোজা হয়ে দাঁড়াতেও কষ্ট হয়। তবু সংসার টানতে এভাবেই রাস্তায় বসে থাকেন।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরকুড়া গ্রামের বাসিন্দা ইসহাক আলী। তাঁর বাবা মৃত বাবর আকন্দ। স্বাধীনতার আগেই হলুদের ব্যবসা শুরু করেছিলেন এই বৃদ্ধ। একসময় ভারত থেকে এক টাকা মণ দরে হলুদ এনে দেশের হাটে হাটে খুচরা বিক্রি করতেন। এখন বয়সের কারণে শুধু নিজের এলাকায় বসে বিক্রি করেন কয়েকটি প্যাকেট।
সম্প্রতি কামারখন্দ উপজেলার বড়ধুল হাটে দেখা হয় তাঁর সঙ্গে। চোখেমুখে ক্লান্তি, কথা বলেন ধীরে ধীরে। শ্বাস নিতে কষ্ট হয়। বললেন, ‘জন্মের পর থেইকাই কষ্ট করতেছি, সুখ-শান্তি কিছুই পাই নাই। শরীর ভালো না, সব সময় অসুখ লেগেই থাকে।’
তাঁর পাঁচ সন্তানের মধ্যে তিনজন অনেক আগেই মারা গেছেন। বেঁচে আছেন এক মেয়ে ও এক ছেলে। মেয়ে খোঁজ নিলেও ছেলে ওইভাবে খোঁজ নেন বলে অভিযোগ করেন তিনি। স্ত্রীও চলাফেরা করতে পারেন না। ইসহাক আলী বয়স্ক ভাতা পান, তবে তাঁর স্ত্রীর নামে কোনো কার্ড হয়নি। এ নিয়ে আক্ষেপ করে বলেন, ‘বউর তো চলার মতো শরীর নাই। তা-ও কোনো ভাতা পায় না।’
স্থানীয় বাসিন্দা দুলাল হোসেন বলেন, ‘আমার বয়স এখন ৪৮ বছর। ওনাকে আমি জ্ঞান হওয়ার পর থেকেই দেখি এই সোমবারের হাটে এসে হলুদ বিক্রি করেন। কেনাবেচা খুব ভালো তা-ও না। হয়তো ২০০-২৫০ টাকার হলুদ বিক্রি করতে পারেন। তবে সরকারিভাবে তাঁদের সুবিধা দেওয়া দরকার। তাঁরা আসলেই অসহায়।’
কামারখন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল মোতালিব আজকের পত্রিকাকে মুঠোফোনে বলেন, ‘বিষয়টি আমরা দেখব। আর আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব ওই বৃদ্ধর পরিবারকে সাহায্য করব।’

পাকা রাস্তার পাশে পুরোনো চেক লুঙ্গি ও মিষ্টি রঙের একটি পাঞ্জাবি গায়ে দিয়ে বসে আছেন ইসহাক আলী। বয়স প্রায় ১০০। পাশে রাখা ২৫০ গ্রাম ওজনের ২৫-৩০টি গুঁড়া হলুদের প্যাকেট। সাপ্তাহিক সোমবারের হাটে এসেছেন বিক্রি করতে। বয়সের ভারে সোজা হয়ে দাঁড়াতেও কষ্ট হয়। তবু সংসার টানতে এভাবেই রাস্তায় বসে থাকেন।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরকুড়া গ্রামের বাসিন্দা ইসহাক আলী। তাঁর বাবা মৃত বাবর আকন্দ। স্বাধীনতার আগেই হলুদের ব্যবসা শুরু করেছিলেন এই বৃদ্ধ। একসময় ভারত থেকে এক টাকা মণ দরে হলুদ এনে দেশের হাটে হাটে খুচরা বিক্রি করতেন। এখন বয়সের কারণে শুধু নিজের এলাকায় বসে বিক্রি করেন কয়েকটি প্যাকেট।
সম্প্রতি কামারখন্দ উপজেলার বড়ধুল হাটে দেখা হয় তাঁর সঙ্গে। চোখেমুখে ক্লান্তি, কথা বলেন ধীরে ধীরে। শ্বাস নিতে কষ্ট হয়। বললেন, ‘জন্মের পর থেইকাই কষ্ট করতেছি, সুখ-শান্তি কিছুই পাই নাই। শরীর ভালো না, সব সময় অসুখ লেগেই থাকে।’
তাঁর পাঁচ সন্তানের মধ্যে তিনজন অনেক আগেই মারা গেছেন। বেঁচে আছেন এক মেয়ে ও এক ছেলে। মেয়ে খোঁজ নিলেও ছেলে ওইভাবে খোঁজ নেন বলে অভিযোগ করেন তিনি। স্ত্রীও চলাফেরা করতে পারেন না। ইসহাক আলী বয়স্ক ভাতা পান, তবে তাঁর স্ত্রীর নামে কোনো কার্ড হয়নি। এ নিয়ে আক্ষেপ করে বলেন, ‘বউর তো চলার মতো শরীর নাই। তা-ও কোনো ভাতা পায় না।’
স্থানীয় বাসিন্দা দুলাল হোসেন বলেন, ‘আমার বয়স এখন ৪৮ বছর। ওনাকে আমি জ্ঞান হওয়ার পর থেকেই দেখি এই সোমবারের হাটে এসে হলুদ বিক্রি করেন। কেনাবেচা খুব ভালো তা-ও না। হয়তো ২০০-২৫০ টাকার হলুদ বিক্রি করতে পারেন। তবে সরকারিভাবে তাঁদের সুবিধা দেওয়া দরকার। তাঁরা আসলেই অসহায়।’
কামারখন্দ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল মোতালিব আজকের পত্রিকাকে মুঠোফোনে বলেন, ‘বিষয়টি আমরা দেখব। আর আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব ওই বৃদ্ধর পরিবারকে সাহায্য করব।’

বিএনপির দুই প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকার দুজনই নগদ টাকায় কোটিপতি। আর এই আসনে ভোটের মাঠে থাকা জামায়াত প্রার্থী মো. শাহজাহান মঞ্জু ও তাঁর স্ত্রী লুৎফর জাহানের হাতে কোনো নগদ টাকা নেই। জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি বিশাল খরচের উপলক্ষ কীভাবে সামাল দেবেন...
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৬ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
১০ ঘণ্টা আগে