সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি করা হয়েছে। একই সঙ্গে দলীয় পদ থেকে তাঁদের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। পরে ওই দুই নেতার কুশপুত্তলিকা দাহ করা হয়। তাড়াশ উপজেলা আওয়ামী লীগের ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়।
আজ রোববার বেলা ১১টার দিকে তাড়াশ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল তাড়াশ পৌর শহর ঘোরে। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করা হয়।
জানা গেছে, আসন্ন তাড়াশ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে ক্ষুব্ধ কয়েকজন এসব কর্মসূচি পালন করেন। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন বাবুল শেখ, আব্দুল মমিন, জাকির হোসেন জুয়েল, আব্দুস সালাম ও আনোয়ার হোসেন খান। তাঁরা সবাই নির্বাচনে মেয়র পদপ্রার্থী।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, সাবেক দপ্তর সম্পাদক আব্দুস সালাম, সাবেক প্রচার সম্পাদক আছাব কিরণ, তাড়াশ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মির্জা শামসুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল প্রমুখ।
বক্তারা বলেন, তাড়াশ পৌরসভা নির্বাচন নিয়ে দলীয় প্রার্থীদের সম্পর্কে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এতে তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাঁরা দুজন মিলে একজন প্রার্থীর পক্ষে কাজ করেছেন। এতে দলের ত্যাগী নেতারা মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। বক্তারা অবিলম্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগ, দলীয় পদ থেকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আগামী ১৭ জুলাই তাড়াশ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছিলেন ১৫ জন।

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি করা হয়েছে। একই সঙ্গে দলীয় পদ থেকে তাঁদের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। পরে ওই দুই নেতার কুশপুত্তলিকা দাহ করা হয়। তাড়াশ উপজেলা আওয়ামী লীগের ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়।
আজ রোববার বেলা ১১টার দিকে তাড়াশ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল তাড়াশ পৌর শহর ঘোরে। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করা হয়।
জানা গেছে, আসন্ন তাড়াশ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে ক্ষুব্ধ কয়েকজন এসব কর্মসূচি পালন করেন। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন বাবুল শেখ, আব্দুল মমিন, জাকির হোসেন জুয়েল, আব্দুস সালাম ও আনোয়ার হোসেন খান। তাঁরা সবাই নির্বাচনে মেয়র পদপ্রার্থী।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, সাবেক দপ্তর সম্পাদক আব্দুস সালাম, সাবেক প্রচার সম্পাদক আছাব কিরণ, তাড়াশ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মির্জা শামসুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল প্রমুখ।
বক্তারা বলেন, তাড়াশ পৌরসভা নির্বাচন নিয়ে দলীয় প্রার্থীদের সম্পর্কে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এতে তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাঁরা দুজন মিলে একজন প্রার্থীর পক্ষে কাজ করেছেন। এতে দলের ত্যাগী নেতারা মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। বক্তারা অবিলম্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগ, দলীয় পদ থেকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আগামী ১৭ জুলাই তাড়াশ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছিলেন ১৫ জন।

খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ সোমবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
১৮ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
১ ঘণ্টা আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
১ ঘণ্টা আগে