সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি করা হয়েছে। একই সঙ্গে দলীয় পদ থেকে তাঁদের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। পরে ওই দুই নেতার কুশপুত্তলিকা দাহ করা হয়। তাড়াশ উপজেলা আওয়ামী লীগের ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়।
আজ রোববার বেলা ১১টার দিকে তাড়াশ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল তাড়াশ পৌর শহর ঘোরে। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করা হয়।
জানা গেছে, আসন্ন তাড়াশ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে ক্ষুব্ধ কয়েকজন এসব কর্মসূচি পালন করেন। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন বাবুল শেখ, আব্দুল মমিন, জাকির হোসেন জুয়েল, আব্দুস সালাম ও আনোয়ার হোসেন খান। তাঁরা সবাই নির্বাচনে মেয়র পদপ্রার্থী।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, সাবেক দপ্তর সম্পাদক আব্দুস সালাম, সাবেক প্রচার সম্পাদক আছাব কিরণ, তাড়াশ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মির্জা শামসুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল প্রমুখ।
বক্তারা বলেন, তাড়াশ পৌরসভা নির্বাচন নিয়ে দলীয় প্রার্থীদের সম্পর্কে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এতে তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাঁরা দুজন মিলে একজন প্রার্থীর পক্ষে কাজ করেছেন। এতে দলের ত্যাগী নেতারা মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। বক্তারা অবিলম্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগ, দলীয় পদ থেকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আগামী ১৭ জুলাই তাড়াশ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছিলেন ১৫ জন।

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি করা হয়েছে। একই সঙ্গে দলীয় পদ থেকে তাঁদের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। পরে ওই দুই নেতার কুশপুত্তলিকা দাহ করা হয়। তাড়াশ উপজেলা আওয়ামী লীগের ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়।
আজ রোববার বেলা ১১টার দিকে তাড়াশ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল তাড়াশ পৌর শহর ঘোরে। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করা হয়।
জানা গেছে, আসন্ন তাড়াশ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে ক্ষুব্ধ কয়েকজন এসব কর্মসূচি পালন করেন। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন বাবুল শেখ, আব্দুল মমিন, জাকির হোসেন জুয়েল, আব্দুস সালাম ও আনোয়ার হোসেন খান। তাঁরা সবাই নির্বাচনে মেয়র পদপ্রার্থী।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, সাবেক দপ্তর সম্পাদক আব্দুস সালাম, সাবেক প্রচার সম্পাদক আছাব কিরণ, তাড়াশ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মির্জা শামসুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল প্রমুখ।
বক্তারা বলেন, তাড়াশ পৌরসভা নির্বাচন নিয়ে দলীয় প্রার্থীদের সম্পর্কে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এতে তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাঁরা দুজন মিলে একজন প্রার্থীর পক্ষে কাজ করেছেন। এতে দলের ত্যাগী নেতারা মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। বক্তারা অবিলম্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদত্যাগ, দলীয় পদ থেকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আগামী ১৭ জুলাই তাড়াশ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছিলেন ১৫ জন।

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বাসাইল-টাঙ্গাইল সড়কের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৮ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৮ ঘণ্টা আগে