সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ট্রাকে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের মামলায় সোহেল রানা নামে এক ট্রাকচালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এরায় দেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাসুদুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। পিপি মাসুদুর রহমান বলেন, মামলায় ট্রাক চালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। আপর আসামি ট্রাকটির সহযোগী মামলা চলাকালে ২০২৩ সালের ১২ মে জেল হাজতে মৃত্যু হয়।
দণ্ডপ্রাপ্ত ট্রাক চালক সোহেল রানা বগুড়া জেলা সদরের আশোকোলা দক্ষিণ পাড়া গ্রামের মনসুর আলীর ছেলে।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের ২২ জুন করোনা ভাইরাসের কারণে লকডাউন চলছিল। এ কারণে যানবাহন চলাচল বন্ধ ছিল। চন্দ্রা থেকে প্রতিবন্ধী তরুণীসহ দুজন পুরুষ যাত্রী নিয়ে ট্রাক চালক সোহেল রানা ও সহযোগী ওয়াহাব শেখ বগুড়ার উদ্দেশ্যে রওনা হন।
ট্রাকটি সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম গোলচক্কর পার হলে ওয়াহাব যাত্রীদের জানান ট্রাকটি নষ্ট হয়ে গেছে, সারতে সময় লাগবে। এ সময় ট্রাকের পুরুষ দুই যাত্রী নেমে যায়। তবে ওই তরুণী ট্রাকের মধ্যে থেকে যায়।
পরে সোহেল রানা ও ওয়াহাব তরুণীকে জোর করে ধর্ষণ করে। এ সময় তরুণীর চিৎকারে ট্রাকে থাকা অরেক যাত্রী ইউনুস আলী ধর্ষণের ঘটনা তাঁর মোবাইলে ভিডিও ধারণ করেন। এ সময় ইউনুস আলী ৯৯৯—কল করে পুলিশকে বিষয়টি জানান।
খবর পেয়ে পুলিশ সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় থেকে ট্রাক চালক ও সহযোগীকে গ্রেপ্তার করেন এবং ট্রাকটি জব্দ করেন।
ধর্ষণের শিকার তরুণীর বাবা বাদী হয়ে যমুনা সেতু পশ্চিম থানার মামলা দায়ের করেন। মামলা চলাকালে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত ট্রাক চালককে আমৃত্যু কারাদণ্ড দেন।

সিরাজগঞ্জে ট্রাকে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের মামলায় সোহেল রানা নামে এক ট্রাকচালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এরায় দেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাসুদুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। পিপি মাসুদুর রহমান বলেন, মামলায় ট্রাক চালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। আপর আসামি ট্রাকটির সহযোগী মামলা চলাকালে ২০২৩ সালের ১২ মে জেল হাজতে মৃত্যু হয়।
দণ্ডপ্রাপ্ত ট্রাক চালক সোহেল রানা বগুড়া জেলা সদরের আশোকোলা দক্ষিণ পাড়া গ্রামের মনসুর আলীর ছেলে।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের ২২ জুন করোনা ভাইরাসের কারণে লকডাউন চলছিল। এ কারণে যানবাহন চলাচল বন্ধ ছিল। চন্দ্রা থেকে প্রতিবন্ধী তরুণীসহ দুজন পুরুষ যাত্রী নিয়ে ট্রাক চালক সোহেল রানা ও সহযোগী ওয়াহাব শেখ বগুড়ার উদ্দেশ্যে রওনা হন।
ট্রাকটি সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম গোলচক্কর পার হলে ওয়াহাব যাত্রীদের জানান ট্রাকটি নষ্ট হয়ে গেছে, সারতে সময় লাগবে। এ সময় ট্রাকের পুরুষ দুই যাত্রী নেমে যায়। তবে ওই তরুণী ট্রাকের মধ্যে থেকে যায়।
পরে সোহেল রানা ও ওয়াহাব তরুণীকে জোর করে ধর্ষণ করে। এ সময় তরুণীর চিৎকারে ট্রাকে থাকা অরেক যাত্রী ইউনুস আলী ধর্ষণের ঘটনা তাঁর মোবাইলে ভিডিও ধারণ করেন। এ সময় ইউনুস আলী ৯৯৯—কল করে পুলিশকে বিষয়টি জানান।
খবর পেয়ে পুলিশ সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় থেকে ট্রাক চালক ও সহযোগীকে গ্রেপ্তার করেন এবং ট্রাকটি জব্দ করেন।
ধর্ষণের শিকার তরুণীর বাবা বাদী হয়ে যমুনা সেতু পশ্চিম থানার মামলা দায়ের করেন। মামলা চলাকালে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত ট্রাক চালককে আমৃত্যু কারাদণ্ড দেন।

ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১২ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
১ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে