সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ট্রাকে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের মামলায় সোহেল রানা নামে এক ট্রাকচালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এরায় দেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাসুদুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। পিপি মাসুদুর রহমান বলেন, মামলায় ট্রাক চালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। আপর আসামি ট্রাকটির সহযোগী মামলা চলাকালে ২০২৩ সালের ১২ মে জেল হাজতে মৃত্যু হয়।
দণ্ডপ্রাপ্ত ট্রাক চালক সোহেল রানা বগুড়া জেলা সদরের আশোকোলা দক্ষিণ পাড়া গ্রামের মনসুর আলীর ছেলে।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের ২২ জুন করোনা ভাইরাসের কারণে লকডাউন চলছিল। এ কারণে যানবাহন চলাচল বন্ধ ছিল। চন্দ্রা থেকে প্রতিবন্ধী তরুণীসহ দুজন পুরুষ যাত্রী নিয়ে ট্রাক চালক সোহেল রানা ও সহযোগী ওয়াহাব শেখ বগুড়ার উদ্দেশ্যে রওনা হন।
ট্রাকটি সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম গোলচক্কর পার হলে ওয়াহাব যাত্রীদের জানান ট্রাকটি নষ্ট হয়ে গেছে, সারতে সময় লাগবে। এ সময় ট্রাকের পুরুষ দুই যাত্রী নেমে যায়। তবে ওই তরুণী ট্রাকের মধ্যে থেকে যায়।
পরে সোহেল রানা ও ওয়াহাব তরুণীকে জোর করে ধর্ষণ করে। এ সময় তরুণীর চিৎকারে ট্রাকে থাকা অরেক যাত্রী ইউনুস আলী ধর্ষণের ঘটনা তাঁর মোবাইলে ভিডিও ধারণ করেন। এ সময় ইউনুস আলী ৯৯৯—কল করে পুলিশকে বিষয়টি জানান।
খবর পেয়ে পুলিশ সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় থেকে ট্রাক চালক ও সহযোগীকে গ্রেপ্তার করেন এবং ট্রাকটি জব্দ করেন।
ধর্ষণের শিকার তরুণীর বাবা বাদী হয়ে যমুনা সেতু পশ্চিম থানার মামলা দায়ের করেন। মামলা চলাকালে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত ট্রাক চালককে আমৃত্যু কারাদণ্ড দেন।

সিরাজগঞ্জে ট্রাকে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের মামলায় সোহেল রানা নামে এক ট্রাকচালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এরায় দেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাসুদুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। পিপি মাসুদুর রহমান বলেন, মামলায় ট্রাক চালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। আপর আসামি ট্রাকটির সহযোগী মামলা চলাকালে ২০২৩ সালের ১২ মে জেল হাজতে মৃত্যু হয়।
দণ্ডপ্রাপ্ত ট্রাক চালক সোহেল রানা বগুড়া জেলা সদরের আশোকোলা দক্ষিণ পাড়া গ্রামের মনসুর আলীর ছেলে।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের ২২ জুন করোনা ভাইরাসের কারণে লকডাউন চলছিল। এ কারণে যানবাহন চলাচল বন্ধ ছিল। চন্দ্রা থেকে প্রতিবন্ধী তরুণীসহ দুজন পুরুষ যাত্রী নিয়ে ট্রাক চালক সোহেল রানা ও সহযোগী ওয়াহাব শেখ বগুড়ার উদ্দেশ্যে রওনা হন।
ট্রাকটি সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম গোলচক্কর পার হলে ওয়াহাব যাত্রীদের জানান ট্রাকটি নষ্ট হয়ে গেছে, সারতে সময় লাগবে। এ সময় ট্রাকের পুরুষ দুই যাত্রী নেমে যায়। তবে ওই তরুণী ট্রাকের মধ্যে থেকে যায়।
পরে সোহেল রানা ও ওয়াহাব তরুণীকে জোর করে ধর্ষণ করে। এ সময় তরুণীর চিৎকারে ট্রাকে থাকা অরেক যাত্রী ইউনুস আলী ধর্ষণের ঘটনা তাঁর মোবাইলে ভিডিও ধারণ করেন। এ সময় ইউনুস আলী ৯৯৯—কল করে পুলিশকে বিষয়টি জানান।
খবর পেয়ে পুলিশ সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় থেকে ট্রাক চালক ও সহযোগীকে গ্রেপ্তার করেন এবং ট্রাকটি জব্দ করেন।
ধর্ষণের শিকার তরুণীর বাবা বাদী হয়ে যমুনা সেতু পশ্চিম থানার মামলা দায়ের করেন। মামলা চলাকালে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত ট্রাক চালককে আমৃত্যু কারাদণ্ড দেন।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
২৮ মিনিট আগে
নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
১ ঘণ্টা আগে
নিহত আমেনা বেগমের বড় ভাই মোহাম্মদ ফোরকান বলেন, ‘বিয়ের সময় যৌতুক ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও বিভিন্ন সময়ে টাকা দাবি করে নির্যাতন চালানো হয়েছে। এখন আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
২ ঘণ্টা আগে