তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের তাড়াশে সুফলভোগী পুকুরের সদস্য করা নিয়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার (৩১ মে) দুপুরে তাড়াশ পৌর সদরের ভাদাস গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন ভাদাস গ্রামের মনিরুল ইসলাম (৩৫), আলহাজ আলী (৩৫), জোবায়ের হোসেন (২৭), মামুন হোসেন (২৭) ও খয়বর আলী (৪৫), মাসুদ রানা (৩২) ও মিলন হোসেন (২৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, তাড়াশ পৌর সদরের ভাদাস পশ্চিমপাড়ায় অবস্থিত নিমগাছী সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের আওতায় ঝিনাইপুকুর ও মাইঠাল দীঘি নামে দুটি পুকুর রয়েছে। সেই পুকুরের ভূমিহীন ও পুকুরপাড়ের বাসিন্দাদের নিয়ে ভাদাস পশ্চিমপাড়ার বাসিন্দা ও সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন একটি সুফলভোগীদের তালিকা তৈরি করে উপজেলা মৎস্য অফিসে জমা দেন।
অপর দিকে একই গ্রামের বাসিন্দা ও পৌর স্বেচ্ছাসেবক দলের মাসুদ রানা তাঁর লোকজন নিয়ে আরেকটি তালিকা জমা দেন।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে শনিবার সকাল ১০টার দিকে দুপক্ষের ধস্তাধস্তি হয়। পরে বেলা ২টার দিকে উভয় পক্ষের সংঘর্ষ বাধে। এতে দুপক্ষের কমপক্ষের ১০ আহত হয়।
এ প্রসঙ্গে সোহাগ হোসেন বলেন, ‘আমরা ভূমিহীন ও পুকুরপাড়ের লোকজন নিয়ে সদস্য করে দুই মাস যাবৎ ভোগদখল করছি। কিন্তু আজ মাসুদ গ্রুপের লোকজন আমাদের পূর্বপরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালিয়েছে।’
অপর দিকে মাসুদ রানা বলেন, ‘তারা আমাদের অন্যায়ভাবে মারধর করে আহত করেছে। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেব।’
তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরবর্তীকালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিরাজগঞ্জের তাড়াশে সুফলভোগী পুকুরের সদস্য করা নিয়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার (৩১ মে) দুপুরে তাড়াশ পৌর সদরের ভাদাস গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন ভাদাস গ্রামের মনিরুল ইসলাম (৩৫), আলহাজ আলী (৩৫), জোবায়ের হোসেন (২৭), মামুন হোসেন (২৭) ও খয়বর আলী (৪৫), মাসুদ রানা (৩২) ও মিলন হোসেন (২৫)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, তাড়াশ পৌর সদরের ভাদাস পশ্চিমপাড়ায় অবস্থিত নিমগাছী সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের আওতায় ঝিনাইপুকুর ও মাইঠাল দীঘি নামে দুটি পুকুর রয়েছে। সেই পুকুরের ভূমিহীন ও পুকুরপাড়ের বাসিন্দাদের নিয়ে ভাদাস পশ্চিমপাড়ার বাসিন্দা ও সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন একটি সুফলভোগীদের তালিকা তৈরি করে উপজেলা মৎস্য অফিসে জমা দেন।
অপর দিকে একই গ্রামের বাসিন্দা ও পৌর স্বেচ্ছাসেবক দলের মাসুদ রানা তাঁর লোকজন নিয়ে আরেকটি তালিকা জমা দেন।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে শনিবার সকাল ১০টার দিকে দুপক্ষের ধস্তাধস্তি হয়। পরে বেলা ২টার দিকে উভয় পক্ষের সংঘর্ষ বাধে। এতে দুপক্ষের কমপক্ষের ১০ আহত হয়।
এ প্রসঙ্গে সোহাগ হোসেন বলেন, ‘আমরা ভূমিহীন ও পুকুরপাড়ের লোকজন নিয়ে সদস্য করে দুই মাস যাবৎ ভোগদখল করছি। কিন্তু আজ মাসুদ গ্রুপের লোকজন আমাদের পূর্বপরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালিয়েছে।’
অপর দিকে মাসুদ রানা বলেন, ‘তারা আমাদের অন্যায়ভাবে মারধর করে আহত করেছে। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেব।’
তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরবর্তীকালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
১৬ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
২০ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
২৩ মিনিট আগে
সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় গত বছর থেকে সরকার পর্যটক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। পর্যটক সীমিত করার পাশাপাশি দ্বীপে নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য বহন রোধ করাসহ ভ্রমণে ১২টি নির্দেশনা বা শর্ত আরোপ করে।
২৬ মিনিট আগে