কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দে এক পাগলি মা হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন তিনি।
খবর পেয়ে অনেকেই আজ মঙ্গলবার ওই মা ও তাঁর বাচ্চাকে দেখতে এসেছেন। তবে শিশুটির বাবার পরিচয় জানা যায়নি। এই পাগলি উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় প্রায় চার বছর ধরে থাকতেন।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, পাগলি অতি যত্নে তাঁর বাচ্চাকে আগলে রেখেছেন। কারও সঙ্গেই তিনি কথা বলছেন না।
কথা হয় পাশের চা দোকানি জামতৈল এলাকার আব্দুস সালাম সেখের সঙ্গে। তিনি বলেন, ‘গতকাল দুপুরে পাগলির প্রসব ব্যথা শুরু হয়। অভিজ্ঞ এক নারীকে ডেকে এনে দেখানো হয়। তাতে সমাধান না হলে আমি ও আনোয়ার তাঁকে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে সন্তান প্রসবের পর রাতেই তাঁকে জামতৈল রেলওয়ে স্টেশনে এনে তাঁর ঝুপড়ি ঘরে রেখে দেওয়া হয়।’
আব্দুস সালাম আরও বলেন, পাগলির বাচ্চার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাগলি কীভাবে এই বাচ্চাকে লালন পালন করবে?
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইবরাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাতে এক নারী আমাদের এখানে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। রাতেই কয়েকজন এসে বাচ্চাসহ তাঁকে নিয়ে গেছে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। বাচ্চাটির কাছে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সহকারী কমিশনারকে (ভূমি) পাঠাচ্ছি। তাঁরা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’

সিরাজগঞ্জের কামারখন্দে এক পাগলি মা হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন তিনি।
খবর পেয়ে অনেকেই আজ মঙ্গলবার ওই মা ও তাঁর বাচ্চাকে দেখতে এসেছেন। তবে শিশুটির বাবার পরিচয় জানা যায়নি। এই পাগলি উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় প্রায় চার বছর ধরে থাকতেন।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, পাগলি অতি যত্নে তাঁর বাচ্চাকে আগলে রেখেছেন। কারও সঙ্গেই তিনি কথা বলছেন না।
কথা হয় পাশের চা দোকানি জামতৈল এলাকার আব্দুস সালাম সেখের সঙ্গে। তিনি বলেন, ‘গতকাল দুপুরে পাগলির প্রসব ব্যথা শুরু হয়। অভিজ্ঞ এক নারীকে ডেকে এনে দেখানো হয়। তাতে সমাধান না হলে আমি ও আনোয়ার তাঁকে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে সন্তান প্রসবের পর রাতেই তাঁকে জামতৈল রেলওয়ে স্টেশনে এনে তাঁর ঝুপড়ি ঘরে রেখে দেওয়া হয়।’
আব্দুস সালাম আরও বলেন, পাগলির বাচ্চার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাগলি কীভাবে এই বাচ্চাকে লালন পালন করবে?
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইবরাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাতে এক নারী আমাদের এখানে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। রাতেই কয়েকজন এসে বাচ্চাসহ তাঁকে নিয়ে গেছে।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। বাচ্চাটির কাছে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সহকারী কমিশনারকে (ভূমি) পাঠাচ্ছি। তাঁরা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
২৯ মিনিট আগে
নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
১ ঘণ্টা আগে
নিহত আমেনা বেগমের বড় ভাই মোহাম্মদ ফোরকান বলেন, ‘বিয়ের সময় যৌতুক ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও বিভিন্ন সময়ে টাকা দাবি করে নির্যাতন চালানো হয়েছে। এখন আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
২ ঘণ্টা আগে