সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ সদরে দুই বন্ধুকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। পুলিশ এ মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে।
নিহত আলামিনের বড় ভাই হাবিবুর রহমান বাদী হয়ে গতকাল শনিবার রাতে মামলাটি করেন। এতে ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামের মেরাজুল ইসলাম ও লোকমান খান এবং চকচণ্ডী গ্রামের সবুজ ও বাবু শেখ। তাঁদের মধ্যে মেরাজুল মামলার প্রধান আসামি।
মেরাজুলকে আজ সকালে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। আর বাকি তিন আসামিকে গতকাল শনিবার রাতে সিরাজগঞ্জ সদরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
নিহতরা হলেন ইছামতী গ্রামের ফরহাদ হোসেনের ছেলে আলামিন (৩৫) ও তাঁর বন্ধু একই গ্রামের ঠান্ডু শেখের ছেলে আল-আমিন শেখ (৩৫)।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ইছামতীর ফরহাদের পরিবারের সঙ্গে একই গ্রামের হায়দার আলীর পরিবারের জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে গত বৃহস্পতিবার রাতে ফরহাদের ছেলে আলামিন ও তাঁর বন্ধু আল-আমিন শেখের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হায়দারের ছেলে মেরাজুলসহ তাঁদের লোকজন এ হামলা চালায়।
এতে ঘটনাস্থলেই আলামিনের মৃত্যু হয়। গুরুতর আহত আল-আমিন শেখকে প্রথমে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সকালে মারা যান।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। ঢাকা ও সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

সিরাজগঞ্জ সদরে দুই বন্ধুকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। পুলিশ এ মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে।
নিহত আলামিনের বড় ভাই হাবিবুর রহমান বাদী হয়ে গতকাল শনিবার রাতে মামলাটি করেন। এতে ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামের মেরাজুল ইসলাম ও লোকমান খান এবং চকচণ্ডী গ্রামের সবুজ ও বাবু শেখ। তাঁদের মধ্যে মেরাজুল মামলার প্রধান আসামি।
মেরাজুলকে আজ সকালে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। আর বাকি তিন আসামিকে গতকাল শনিবার রাতে সিরাজগঞ্জ সদরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
নিহতরা হলেন ইছামতী গ্রামের ফরহাদ হোসেনের ছেলে আলামিন (৩৫) ও তাঁর বন্ধু একই গ্রামের ঠান্ডু শেখের ছেলে আল-আমিন শেখ (৩৫)।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ইছামতীর ফরহাদের পরিবারের সঙ্গে একই গ্রামের হায়দার আলীর পরিবারের জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে গত বৃহস্পতিবার রাতে ফরহাদের ছেলে আলামিন ও তাঁর বন্ধু আল-আমিন শেখের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হায়দারের ছেলে মেরাজুলসহ তাঁদের লোকজন এ হামলা চালায়।
এতে ঘটনাস্থলেই আলামিনের মৃত্যু হয়। গুরুতর আহত আল-আমিন শেখকে প্রথমে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সকালে মারা যান।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। ঢাকা ও সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মো. নোমান (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে সিদ্ধিরগঞ্জ থানার চেয়ারম্যান অফিস এলাকার পাশের একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নোমান পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মজিবর দফাদারের ছেলে
৪ মিনিট আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের নতুন বাক্তারচর এলাকায় সংঘবদ্ধ একটি চক্র রাতের আঁধারে বিপুল পরিমাণ মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে আগেই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা গত বছরের ১৫ নভেম্বর শুরু হয়ে ৩০ নভেম্বর শেষ হয়। কিন্তু দেড় মাস পরও ফল প্রকাশের কোনো উদ্যোগ নেই। এতে হতাশায় ভুগছেন ফলপ্রত্যাশী পরীক্ষার্থীরা। গত বছরের ২৫ অক্টোবর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৭ হাজার ৯১৭ পরীক্ষার্থী উত্তীর্ণ হন। এর
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ তিনজন মারা গেছে। শনিবার (১৭ জানুয়ারি) কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো তেঁতুলিয়া গ্রামের মোশারেফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০), তাঁর নাতি সজিব সিকদারের ছেলে সাইফান সিকদার (৮)
১ ঘণ্টা আগে