নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় শ্বশুরবাড়ির পাশের কড়ইগাছ থেকে ঝুলন্ত অবস্থায় আব্দুর রহিম (৪০) নামে এক ট্রাকচালকের মরদেহ উদ্ধার করেছে নকলা থানা-পুলিশ। আজ রোববার সকালে পাঠাকাটা ইউনিয়নের নামা কৈয়াকুড়ি গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আব্দুর রহিমের পৈতৃক বাড়ি নকলা পৌরসভার জালালপুর মহল্লায়। তাঁর বাবার নাম হাবিল উদ্দিন। তবে বছর তিনেক ধরে রহিম স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন।
রহিমের স্ত্রী গার্মেন্টসকর্মী নাছিমা আক্তার বলেন, ‘আট বছর আগে রহিমের সঙ্গে আমার পারিবারিকভাবে বিয়ে হয়। তিন বছর আগে সে আমার পিত্রালয়ে চলে আসে। ছয় মাস আগে রহিম স্ট্রোকের কারণে অসুস্থ হয়ে পড়লে আমি তাঁকে নিয়ে ঢাকায় চলে যাই এবং সেখানে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নেই। ঈদুল ফিতরের আগের দিন আমি বাড়ি চলে আসি। আমার স্বামী আসেন ঈদের দিন রাত ১২টার দিকে। শনিবার দিবাগত রাত ২টার দিকে বাড়ির পাশে পাঠাকাটা বাজার থেকে মোবাইল ফোনের মিনিট কার্ড আনার কথা বলে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাইনি। ভোররাতে বসতঘরের অদূরে একটি কড়ইগাছের ডালে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিই।’
রহিমের ছোট বোন কাজলী আক্তার (৩৫) বলেন, ‘আমার ভাই রহিমের সঙ্গে তাঁর স্ত্রী নাছিমা কিংবা শ্বশুরবাড়ির কারও বিরোধ ছিল কি না, তা আমাদের জানা নেই।’
নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেন, খবর পেয়ে রহিমের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ছয় মাস আগে স্ট্রোকের কারণে রহিম অসুস্থ হওয়ার পর থেকে কাজ করতে পারতেন না। চিকিৎসা করাতে গিয়ে তাঁর প্রায় ৬০ হাজার টাকা দেনা হয়ে যায়। এসব কারণেও তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে রহিমের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেরপুরের নকলায় শ্বশুরবাড়ির পাশের কড়ইগাছ থেকে ঝুলন্ত অবস্থায় আব্দুর রহিম (৪০) নামে এক ট্রাকচালকের মরদেহ উদ্ধার করেছে নকলা থানা-পুলিশ। আজ রোববার সকালে পাঠাকাটা ইউনিয়নের নামা কৈয়াকুড়ি গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আব্দুর রহিমের পৈতৃক বাড়ি নকলা পৌরসভার জালালপুর মহল্লায়। তাঁর বাবার নাম হাবিল উদ্দিন। তবে বছর তিনেক ধরে রহিম স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন।
রহিমের স্ত্রী গার্মেন্টসকর্মী নাছিমা আক্তার বলেন, ‘আট বছর আগে রহিমের সঙ্গে আমার পারিবারিকভাবে বিয়ে হয়। তিন বছর আগে সে আমার পিত্রালয়ে চলে আসে। ছয় মাস আগে রহিম স্ট্রোকের কারণে অসুস্থ হয়ে পড়লে আমি তাঁকে নিয়ে ঢাকায় চলে যাই এবং সেখানে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নেই। ঈদুল ফিতরের আগের দিন আমি বাড়ি চলে আসি। আমার স্বামী আসেন ঈদের দিন রাত ১২টার দিকে। শনিবার দিবাগত রাত ২টার দিকে বাড়ির পাশে পাঠাকাটা বাজার থেকে মোবাইল ফোনের মিনিট কার্ড আনার কথা বলে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাইনি। ভোররাতে বসতঘরের অদূরে একটি কড়ইগাছের ডালে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিই।’
রহিমের ছোট বোন কাজলী আক্তার (৩৫) বলেন, ‘আমার ভাই রহিমের সঙ্গে তাঁর স্ত্রী নাছিমা কিংবা শ্বশুরবাড়ির কারও বিরোধ ছিল কি না, তা আমাদের জানা নেই।’
নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেন, খবর পেয়ে রহিমের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ছয় মাস আগে স্ট্রোকের কারণে রহিম অসুস্থ হওয়ার পর থেকে কাজ করতে পারতেন না। চিকিৎসা করাতে গিয়ে তাঁর প্রায় ৬০ হাজার টাকা দেনা হয়ে যায়। এসব কারণেও তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে রহিমের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়ালেন মিত্রজয় তঞ্চঙ্গ্যা।
২২ মিনিট আগে
নওগাঁয় সেতু থেকে নিজের ১৬ মাস বয়সী শিশুকে নদীতে ছুড়ে ফেলে থানায় হাজির হয়েছেন এক নারী। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে পত্নীতলা উপজেলায় এ ঘটনা ঘটে। পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, ওই নারীর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন তাঁরা।
৩১ মিনিট আগে
দেশে আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে লাইটার জাহাজ সংকট নিরসনে কঠোর অবস্থান নিয়েছে সরকার। আমদানিকারকদের একটি অংশ কর্তৃক অভ্যন্তরীণ নৌপথে ব্যবহৃত লাইটার জাহাজগুলোকে অবৈধভাবে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করায় সৃষ্টি হওয়া সংকট মোকাবিলায় মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ফরিদপুরে নগরকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের এক ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, জামায়েত করার কারণে গতকাল বুধবার রাতে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে।
১ ঘণ্টা আগে