ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

পদ্মা সেতুর সুবিধার জন্য মানববন্ধন করেছেন শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সর্বস্তরের মানুষ। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় ডামুড্যার অস্থায়ী বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করেন তাঁরা।
শরীয়তপুরের ডামুড্যা বাসস্ট্যান্ড থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা যাওয়ার জন্য বিআরটিসি এসি বাস সার্ভিস চালু, শরীয়তপুর ডামুড্যা সড়ক চার লেনে উন্নীত ও ডামুড্যা উপজেলায় একটি আধুনিক বাসস্ট্যান্ড তৈরির দাবিতে এ মানববন্ধন করেন তাঁরা।
ডামুড্যা রিপোর্টার্স ইউনিটি, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দা কমিউনিটি বিডি ও ডামুড্যা উপজেলার সর্বস্তরের সচেতন মানুষ এ মানববন্ধনের আয়োজন করেন। এ সময় ডামুড্যার অস্থায়ী বাসস্ট্যান্ড সড়কের দুই পাশে শত শত মানুষ অবস্থান নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করেন। এতে আনন্দে মেতে উঠে সমগ্র দক্ষিণ অঞ্চলের মানুষ। কিন্তু শরীয়তপুরের ডামুড্যা উপজেলার মানুষে সে আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। কারণ জাজিরা পয়েন্ট হতে শরীয়তপুর আসতে মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করে। এ সরু রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে চলছে বিআরটিসির এসি বাস। শরীয়তপুরের সকল উপজেলা বিআরটিসির এসি বাস পেলেও শুধুমাত্র বঞ্চিত হয় ডামুড্যা উপজেলাবাসী। এরই প্রেক্ষিতে ডামুড্যা সাধারণ পদ্মা সেতুর প্রকৃত সুবিধা পেতে, ডামুড্যা-শরীয়তপুর সড়ক চার লেনে উন্নীত করতে এবং ডামুড্যাতে একটি আধুনিক বাসস্ট্যান্ড এর দাবিতে মানববন্ধন করেন।
বক্তারা আরও বলেন, ‘শরীয়তপুরের মধ্যে ডামুড্যা একটি প্রাচীন ও আধুনিক শহর হিসেবে পরিচিত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের উপজেলায় একটি স্থায়ী বাসস্ট্যান্ড নেই। নেই ঢাকা যাতায়াতের ভালো কোনো পরিবহন ব্যবস্থা। সেই সঙ্গে দরকার শরীয়তপুর-ডামুড্যা চার লেনের রাস্তা। তাই আমরা আজকের এই মানববন্ধনের মাধ্যমে স্থানীয় সাংসদ ও দক্ষিণ অঞ্চলের উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবি জানাই ডামুড্যার লাখ লাখ মানুষের দুর্ভোগ লাঘবে আপনি এগিয়ে আসবেন।’

পদ্মা সেতুর সুবিধার জন্য মানববন্ধন করেছেন শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সর্বস্তরের মানুষ। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় ডামুড্যার অস্থায়ী বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করেন তাঁরা।
শরীয়তপুরের ডামুড্যা বাসস্ট্যান্ড থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা যাওয়ার জন্য বিআরটিসি এসি বাস সার্ভিস চালু, শরীয়তপুর ডামুড্যা সড়ক চার লেনে উন্নীত ও ডামুড্যা উপজেলায় একটি আধুনিক বাসস্ট্যান্ড তৈরির দাবিতে এ মানববন্ধন করেন তাঁরা।
ডামুড্যা রিপোর্টার্স ইউনিটি, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দা কমিউনিটি বিডি ও ডামুড্যা উপজেলার সর্বস্তরের সচেতন মানুষ এ মানববন্ধনের আয়োজন করেন। এ সময় ডামুড্যার অস্থায়ী বাসস্ট্যান্ড সড়কের দুই পাশে শত শত মানুষ অবস্থান নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করেন। এতে আনন্দে মেতে উঠে সমগ্র দক্ষিণ অঞ্চলের মানুষ। কিন্তু শরীয়তপুরের ডামুড্যা উপজেলার মানুষে সে আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। কারণ জাজিরা পয়েন্ট হতে শরীয়তপুর আসতে মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করে। এ সরু রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে চলছে বিআরটিসির এসি বাস। শরীয়তপুরের সকল উপজেলা বিআরটিসির এসি বাস পেলেও শুধুমাত্র বঞ্চিত হয় ডামুড্যা উপজেলাবাসী। এরই প্রেক্ষিতে ডামুড্যা সাধারণ পদ্মা সেতুর প্রকৃত সুবিধা পেতে, ডামুড্যা-শরীয়তপুর সড়ক চার লেনে উন্নীত করতে এবং ডামুড্যাতে একটি আধুনিক বাসস্ট্যান্ড এর দাবিতে মানববন্ধন করেন।
বক্তারা আরও বলেন, ‘শরীয়তপুরের মধ্যে ডামুড্যা একটি প্রাচীন ও আধুনিক শহর হিসেবে পরিচিত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের উপজেলায় একটি স্থায়ী বাসস্ট্যান্ড নেই। নেই ঢাকা যাতায়াতের ভালো কোনো পরিবহন ব্যবস্থা। সেই সঙ্গে দরকার শরীয়তপুর-ডামুড্যা চার লেনের রাস্তা। তাই আমরা আজকের এই মানববন্ধনের মাধ্যমে স্থানীয় সাংসদ ও দক্ষিণ অঞ্চলের উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবি জানাই ডামুড্যার লাখ লাখ মানুষের দুর্ভোগ লাঘবে আপনি এগিয়ে আসবেন।’

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৭ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
৮ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে সড়কে গাছ ফেলে একটি ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ভবানীপুর এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে