গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় চুরি করা মোটরসাইকেলসহ মো. সিয়াম (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার সাতমাটিয়া এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। আটককৃত সিয়ামের বিরুদ্ধে গোসাইরহাট থানায় মামলা দায়েরের পর দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক মো. সিয়াম বরিশালের বালিয়াতলী এলাকার শাহেন শরিফের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।
স্থানীয় ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই বিকেলে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া গ্রামের মৃত আব্দুল মালেক সরদারের ছেলে আল মাসুদের বাড়ির সামনে থেকে তাঁর পালসার মোটরসাইকেলটির তালা ভেঙে চুরি হয়ে যায়। পরে থানায় জিডি করাসহ মোটরসাইকেল চুরির ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলে ধরেন তিনি। রোববার সকালে সাতমাটিয়া এলাকায় অটোরিকশাচালক সিয়ামের কাছে পালসার মোটরসাইকেল দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। সিয়াম বরিশালের মাদ্রাসা বাজার এলাকা থেকে একজন যাত্রীসহ গোসাইরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয়রা তাকে আটকে রাখে এবং এর মধ্যেই ফেসবুকে পোস্টদাতা মোটরসাইকেলের মালিক আল মাসুদকে খবর দেয়। খবর শুনে আল মাসুদ ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁর মোটরসাইকেল শনাক্ত করে। পরে সিয়ামকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
মোটরসাইকেলটির মালিক আল মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘পুরোনো চাবি দিয়ে আমার মোটরসাইকেলটির তালা খুলে চুরি করা হয়। পরে গাড়ির নম্বর প্লেট ও লুকিং গ্লাস খুলে ফেলে চোর। স্থানীয়রা আটক চোরকে আটক করে আমাকে খবর দিলে গিয়ে আমার গাড়ি শনাক্ত করি।’
এ বিষয়ে গোসাইরহাট থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আটককৃত সিয়ামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁকে আদালতে তোলা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় চুরি করা মোটরসাইকেলসহ মো. সিয়াম (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার সাতমাটিয়া এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। আটককৃত সিয়ামের বিরুদ্ধে গোসাইরহাট থানায় মামলা দায়েরের পর দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক মো. সিয়াম বরিশালের বালিয়াতলী এলাকার শাহেন শরিফের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।
স্থানীয় ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই বিকেলে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া গ্রামের মৃত আব্দুল মালেক সরদারের ছেলে আল মাসুদের বাড়ির সামনে থেকে তাঁর পালসার মোটরসাইকেলটির তালা ভেঙে চুরি হয়ে যায়। পরে থানায় জিডি করাসহ মোটরসাইকেল চুরির ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলে ধরেন তিনি। রোববার সকালে সাতমাটিয়া এলাকায় অটোরিকশাচালক সিয়ামের কাছে পালসার মোটরসাইকেল দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। সিয়াম বরিশালের মাদ্রাসা বাজার এলাকা থেকে একজন যাত্রীসহ গোসাইরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয়রা তাকে আটকে রাখে এবং এর মধ্যেই ফেসবুকে পোস্টদাতা মোটরসাইকেলের মালিক আল মাসুদকে খবর দেয়। খবর শুনে আল মাসুদ ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁর মোটরসাইকেল শনাক্ত করে। পরে সিয়ামকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
মোটরসাইকেলটির মালিক আল মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘পুরোনো চাবি দিয়ে আমার মোটরসাইকেলটির তালা খুলে চুরি করা হয়। পরে গাড়ির নম্বর প্লেট ও লুকিং গ্লাস খুলে ফেলে চোর। স্থানীয়রা আটক চোরকে আটক করে আমাকে খবর দিলে গিয়ে আমার গাড়ি শনাক্ত করি।’
এ বিষয়ে গোসাইরহাট থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আটককৃত সিয়ামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁকে আদালতে তোলা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
৪ মিনিট আগে
জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
১৮ মিনিট আগে
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
৪১ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
৪৪ মিনিট আগে