সাতক্ষীরা প্রতিনিধি

সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার হয়ে প্রাণ হারিয়েছিলেন আব্দুর রাজ্জার। সেই আক্রমণের ১২ বছর পর একইভাবে আব্দুর রাজ্জাকের ছেলে মো. কাওছার গাইন (২৮) বাঘের আক্রমণে প্রাণ হারালেন। শনিবার সকালে ভারতীয় সুন্দরবন সংলগ্ন খেজুরদানা (নোটাবেকী) এলাকায় মধু সংগ্রহের সময় তিনি বাঘের আক্রমণের মুখে পড়েন। আজ রোববার দুপুর পর্যন্ত বনকর্মীদের সঙ্গে নিয়ে তাঁর সহযোগী মৌয়ালরা ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় তল্লাশী চালিয়েও কাওছারের মৃতদেহ উদ্ধার করতে পারেনি।
বাঘের আক্রমণের শিকার মো. কাওছার গাইন শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন গাবুরা ইউনিয়নের খলিশাবুনিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। এক কন্যার জনক কওছার গাইনের সন্তান সম্প্রতি পানিতে ডুবে মারা গেছে।
নিহত কাওছার গাইনের সহযোগী আলম হোসেন ও আব্দুল মাজেদ জানান, তারা গত ২২ মার্চ সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন থেকে পাস (অনুমতি) নিয়ে মধু সংগ্রহের জন্য সুন্দরবনে যান।
এর মাঝে কয়েকবার সুন্দরবন থেকে এলাকায় ফিরে এসেছিলেন। এ বছরের শেষ চালানের অংশ হিসেবে গত শুক্রবার থেকে তাঁরা নোটাবেকী খেজুরদানা অংশে মধু কাটার কাজ শুরু করেন।
কাওছার গাইনের সহযোগীরা আরও জানান, গতকাল শনিবার সকালে অপর ছয় সহযোগীর সঙ্গে মধুর চাক খুঁজছিলেন কাওছার। এ সময় বনের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার মুহুর্তে পাশের ঝোঁপ থেকে একটি বাঘ লাফিয়ে কাওছারের ওপর পড়ে। তখন সহযোগীরা আতঙ্কিত হয়ে দূরে সরে যান। তারপর কাওছারকে উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাঘটি কাওছারকে নিয়ে বনের আরও গভীরে চলে যায়। শনিবার সন্ধ্যা পর্যন্ত আশপাশে ব্যাপক তল্লাশীর পরও তারা কাওছারের মৃতদেহ উদ্ধার করতে পারেননি।
স্থানীয় ইউপি সদস্য ইমাম হাসান জানান, কাওছার গাইন একই গ্রামের মোশারফ, আলম, সাইফুল মোড়ল ও আব্দুল মাজেদের সঙ্গে বনে যান। ১২ বছর আগে একইভাবে সুন্দরবনে মধু কাটতে গিয়ে তাঁর বাবা আব্দুর রাজ্জাকও বাঘের কবলে পড়ে নিহত হয়েছেন।
কাওছার অত্যন্ত বিনয়ী এবং ভালো মানুষ ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘বনে মধু কাটতে গিয়ে গোটা পরিবারটি এখন নিশ্চিহ্ন হওয়ার পথে। সরকারি-বেসরকারি সাহায্য সহযোগীতা না মিললে পরিবারটি চরম অসহায়ত্বের মধ্যে পড়বে।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, শনিবার রাতে তাঁরা কাওছারের বাঘের আক্রমণের বিষয়টি জানতে পারেন। পরবর্তীতে বনবিভাগের সঙ্গে যোগযোগ করা হলে রোববার সকাল থেকে তাঁরাও উদ্ধার অভিযানে অংশ নেন। কাওছার ছিলেন তার বৃদ্ধ মাসহ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বন থেকে ফিরে সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার কথা ছিল তাঁর।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান জানান, আজ রোববার সকালে বিষয়টি তাঁরা জানতে পারেন। ঘটনাটি জানার পর কাউসারের মরদেহ উদ্ধার করতে মৌয়ালের সহযোগীদের নিয়ে বন বিভাগের কর্মীদের নোটাবেকি এলাকায় পাঠানো হয়েছে।

সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার হয়ে প্রাণ হারিয়েছিলেন আব্দুর রাজ্জার। সেই আক্রমণের ১২ বছর পর একইভাবে আব্দুর রাজ্জাকের ছেলে মো. কাওছার গাইন (২৮) বাঘের আক্রমণে প্রাণ হারালেন। শনিবার সকালে ভারতীয় সুন্দরবন সংলগ্ন খেজুরদানা (নোটাবেকী) এলাকায় মধু সংগ্রহের সময় তিনি বাঘের আক্রমণের মুখে পড়েন। আজ রোববার দুপুর পর্যন্ত বনকর্মীদের সঙ্গে নিয়ে তাঁর সহযোগী মৌয়ালরা ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় তল্লাশী চালিয়েও কাওছারের মৃতদেহ উদ্ধার করতে পারেনি।
বাঘের আক্রমণের শিকার মো. কাওছার গাইন শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন গাবুরা ইউনিয়নের খলিশাবুনিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। এক কন্যার জনক কওছার গাইনের সন্তান সম্প্রতি পানিতে ডুবে মারা গেছে।
নিহত কাওছার গাইনের সহযোগী আলম হোসেন ও আব্দুল মাজেদ জানান, তারা গত ২২ মার্চ সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন থেকে পাস (অনুমতি) নিয়ে মধু সংগ্রহের জন্য সুন্দরবনে যান।
এর মাঝে কয়েকবার সুন্দরবন থেকে এলাকায় ফিরে এসেছিলেন। এ বছরের শেষ চালানের অংশ হিসেবে গত শুক্রবার থেকে তাঁরা নোটাবেকী খেজুরদানা অংশে মধু কাটার কাজ শুরু করেন।
কাওছার গাইনের সহযোগীরা আরও জানান, গতকাল শনিবার সকালে অপর ছয় সহযোগীর সঙ্গে মধুর চাক খুঁজছিলেন কাওছার। এ সময় বনের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার মুহুর্তে পাশের ঝোঁপ থেকে একটি বাঘ লাফিয়ে কাওছারের ওপর পড়ে। তখন সহযোগীরা আতঙ্কিত হয়ে দূরে সরে যান। তারপর কাওছারকে উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাঘটি কাওছারকে নিয়ে বনের আরও গভীরে চলে যায়। শনিবার সন্ধ্যা পর্যন্ত আশপাশে ব্যাপক তল্লাশীর পরও তারা কাওছারের মৃতদেহ উদ্ধার করতে পারেননি।
স্থানীয় ইউপি সদস্য ইমাম হাসান জানান, কাওছার গাইন একই গ্রামের মোশারফ, আলম, সাইফুল মোড়ল ও আব্দুল মাজেদের সঙ্গে বনে যান। ১২ বছর আগে একইভাবে সুন্দরবনে মধু কাটতে গিয়ে তাঁর বাবা আব্দুর রাজ্জাকও বাঘের কবলে পড়ে নিহত হয়েছেন।
কাওছার অত্যন্ত বিনয়ী এবং ভালো মানুষ ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘বনে মধু কাটতে গিয়ে গোটা পরিবারটি এখন নিশ্চিহ্ন হওয়ার পথে। সরকারি-বেসরকারি সাহায্য সহযোগীতা না মিললে পরিবারটি চরম অসহায়ত্বের মধ্যে পড়বে।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, শনিবার রাতে তাঁরা কাওছারের বাঘের আক্রমণের বিষয়টি জানতে পারেন। পরবর্তীতে বনবিভাগের সঙ্গে যোগযোগ করা হলে রোববার সকাল থেকে তাঁরাও উদ্ধার অভিযানে অংশ নেন। কাওছার ছিলেন তার বৃদ্ধ মাসহ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বন থেকে ফিরে সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার কথা ছিল তাঁর।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান জানান, আজ রোববার সকালে বিষয়টি তাঁরা জানতে পারেন। ঘটনাটি জানার পর কাউসারের মরদেহ উদ্ধার করতে মৌয়ালের সহযোগীদের নিয়ে বন বিভাগের কর্মীদের নোটাবেকি এলাকায় পাঠানো হয়েছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে