শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

‘ছাওয়ালডা বেঁচে আছে–নাকি মরে গেছে এতটুকু জানতি চাই’, চারডে বছর হতি গেছে আজও তার কোনো সন্ধান পাচ্ছি নে’ কথাগুলো শেষ না হতেই কান্নায় ভেঙে পড়েন কফিল উদ্দীন শেখ (৭১)।
স্বজনদের চেষ্টায় নিজেকে সামলে এ বৃদ্ধ বলেন, ‘গরু আনার কথা বলে তারা নে গেল, সক্কলি ফিরে এলেও শুধু আমার সন্তানডার হদিস নেই, জঙ্গলে মেরে ফিরে এসে এখন আবার মামলা তুলতি হুমকি দেচ্ছে।’
তথ্য মতে, জেলার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের বাসিন্দা কফিল উদ্দীন শেখ। ২০২১ সালে ২০ জানুয়ারি রাতে ভারত থেকে অবৈধভাবে গরু আনার কথা বলে তার ছেলে রতন শেখকে স্থানীয় চোরাকারবারিরা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আজ অবদি তার কোনো খোঁজ মেলেনি।
এ ঘটনার থানায় অভিযোগ দিলে পুলিশ আমলে না নিলে কফিল উদ্দীন আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশে থানায় মামলায় দায়ের হলেও কোন কুল কিনারা হয়নি। উল্টো মামলা তুলে নিতে হুমকি দেওয়ার পাশাপাশি সাক্ষীদের নানাভাবে হয়রানি করছে আসামিরা।
রতনের বোন রত্না বেগমসহ স্থানীয়রা জানান, সাহেবখালীর মামুন কয়াল, রফিকুল কয়াল নেদাসহ কয়েকজন রতনের ইচ্ছার বিরুদ্ধে তাকে বাড়ি থেকে নিয়ে যায়। ভারত থেকে বনের ভেতর দিয়ে গরু আনার কথা বলে নিয়ে গেলেও দুই দিন পরে এসে ভাইকে বাঘে খেয়েছে বলে প্রচার করে তারা। এ সময় রতনের সঙ্গে যাওয়া মুছাসহ অন্যরা অক্ষত থাকার বিষয়ে জানতে চাইলে তিন লাখ টাকার বিনিময়ে বিষয়টি চেপে যাওয়ার প্রস্তাব দেয় চোরাচালানে জড়িতরা।
এ বিষয়ে বিষয়ে প্রধান অভিযুক্ত মামুন কয়াল বলেন, ‘রতনকে গরু আনার জন্য পাঠানো হলে বনের মধ্যে সে বাঘের কবলে পড়ে নিহত হয়। পরবর্তীতে মিথ্যা মামলা দিলেও পুলিশ তদন্তে কোন সত্যতা না পেয়ে ফাইনাল দিছে। পুনরায় নারাজি দেওয়ায় বাদীর সঙ্গে সামান্য বাদানুবাদ হয়েছে।’
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর উপপরিদর্শক সঞ্জয় দত্ত বলেন, ‘মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্নের আশা করছি।’
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, স্বতন্ত্র একটি সংস্থা রতন শেখ নিখোঁজের বিষয়টি তদন্ত করায় পুলিশের কিছু করার নেই। তবে মামলার বাদী বা সাক্ষীদের কেউ কোনো প্রকার হুমকি ধামকি ভয়ভীতি দেখালে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

‘ছাওয়ালডা বেঁচে আছে–নাকি মরে গেছে এতটুকু জানতি চাই’, চারডে বছর হতি গেছে আজও তার কোনো সন্ধান পাচ্ছি নে’ কথাগুলো শেষ না হতেই কান্নায় ভেঙে পড়েন কফিল উদ্দীন শেখ (৭১)।
স্বজনদের চেষ্টায় নিজেকে সামলে এ বৃদ্ধ বলেন, ‘গরু আনার কথা বলে তারা নে গেল, সক্কলি ফিরে এলেও শুধু আমার সন্তানডার হদিস নেই, জঙ্গলে মেরে ফিরে এসে এখন আবার মামলা তুলতি হুমকি দেচ্ছে।’
তথ্য মতে, জেলার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের বাসিন্দা কফিল উদ্দীন শেখ। ২০২১ সালে ২০ জানুয়ারি রাতে ভারত থেকে অবৈধভাবে গরু আনার কথা বলে তার ছেলে রতন শেখকে স্থানীয় চোরাকারবারিরা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আজ অবদি তার কোনো খোঁজ মেলেনি।
এ ঘটনার থানায় অভিযোগ দিলে পুলিশ আমলে না নিলে কফিল উদ্দীন আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশে থানায় মামলায় দায়ের হলেও কোন কুল কিনারা হয়নি। উল্টো মামলা তুলে নিতে হুমকি দেওয়ার পাশাপাশি সাক্ষীদের নানাভাবে হয়রানি করছে আসামিরা।
রতনের বোন রত্না বেগমসহ স্থানীয়রা জানান, সাহেবখালীর মামুন কয়াল, রফিকুল কয়াল নেদাসহ কয়েকজন রতনের ইচ্ছার বিরুদ্ধে তাকে বাড়ি থেকে নিয়ে যায়। ভারত থেকে বনের ভেতর দিয়ে গরু আনার কথা বলে নিয়ে গেলেও দুই দিন পরে এসে ভাইকে বাঘে খেয়েছে বলে প্রচার করে তারা। এ সময় রতনের সঙ্গে যাওয়া মুছাসহ অন্যরা অক্ষত থাকার বিষয়ে জানতে চাইলে তিন লাখ টাকার বিনিময়ে বিষয়টি চেপে যাওয়ার প্রস্তাব দেয় চোরাচালানে জড়িতরা।
এ বিষয়ে বিষয়ে প্রধান অভিযুক্ত মামুন কয়াল বলেন, ‘রতনকে গরু আনার জন্য পাঠানো হলে বনের মধ্যে সে বাঘের কবলে পড়ে নিহত হয়। পরবর্তীতে মিথ্যা মামলা দিলেও পুলিশ তদন্তে কোন সত্যতা না পেয়ে ফাইনাল দিছে। পুনরায় নারাজি দেওয়ায় বাদীর সঙ্গে সামান্য বাদানুবাদ হয়েছে।’
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর উপপরিদর্শক সঞ্জয় দত্ত বলেন, ‘মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্নের আশা করছি।’
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, স্বতন্ত্র একটি সংস্থা রতন শেখ নিখোঁজের বিষয়টি তদন্ত করায় পুলিশের কিছু করার নেই। তবে মামলার বাদী বা সাক্ষীদের কেউ কোনো প্রকার হুমকি ধামকি ভয়ভীতি দেখালে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
২৫ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
২৮ মিনিট আগে
গভীর রাতে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাইড শেয়ারিং সেবার চালক ওজিয়ার রহমান (৩৬)। হঠাৎ তাঁর গতি রোধ করে সামনে দাঁড়ান শহীদুল ইসলাম খোকন (৪৫)। তিনি ওজিয়ারের কাছে দাবি করেন—৫০০ টাকা দিতে হবে, ইয়াবা সেবন করবেন। কিন্তু তাতে অসম্মতি জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন চালক ওজিয়ার।
৩৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর শিবপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে ১৫ লাখ টাকা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় সাতজনকে আটক করা হয়। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে শিবপুর মডেল থানায় সংবাদ সম্মেলনে নরসিংদী...
৪৪ মিনিট আগে