গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় গৃহবধূকে হত্যার দায়ে স্বামীসহ দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. ফেরদৌস ওয়াহিদ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া দুজন হলেন গৃহবধূর স্বামী ছাইফুল ইসলাম ও তাঁর সহযোগী আব্দুল করিম। তাঁরা সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বসন্তেরপাড়া গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে, গত ২০১৭ সালে ২০ জুলাই পারিবারিক বিরোধের জেরে স্বামী ছাইফুল তাঁর সহযোগী আব্দুল করিমকে সঙ্গে নিয়ে দ্বিতীয় স্ত্রী শিউলি বেগমকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন। পরে তাঁর লাশ কামালেরপাড়ার বসন্তেরপড়া গ্রামের একটি শৌচাগারের সেপটিক ট্যাংকে ফেলে দেন তাঁরা। পরে ৩০ জুলাই সাঘাটা থানা-পুলিশ ওই ট্যাংক থেকে শিউলির অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ ঘটনায় শিউলির ভাই আজিজুর রহমান বাদী হয়ে সাঘাটা থানায় পাঁচজনের নামে হত্যা মামলা করেন।
মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত ছাইফুল ও তাঁর সহযোগী আব্দুল করিমের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এ সময় আসামিরা উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
মামলায় আসামি পক্ষের আইনজীবী আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু এই রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।
এদিকে সরকারি কৌঁসুলি (পিপি) কনক এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ হত্যাকাণ্ডে তাঁরা যথাযথ বিচার পেয়েছেন।

গাইবান্ধার সাঘাটায় গৃহবধূকে হত্যার দায়ে স্বামীসহ দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. ফেরদৌস ওয়াহিদ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া দুজন হলেন গৃহবধূর স্বামী ছাইফুল ইসলাম ও তাঁর সহযোগী আব্দুল করিম। তাঁরা সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বসন্তেরপাড়া গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা গেছে, গত ২০১৭ সালে ২০ জুলাই পারিবারিক বিরোধের জেরে স্বামী ছাইফুল তাঁর সহযোগী আব্দুল করিমকে সঙ্গে নিয়ে দ্বিতীয় স্ত্রী শিউলি বেগমকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন। পরে তাঁর লাশ কামালেরপাড়ার বসন্তেরপড়া গ্রামের একটি শৌচাগারের সেপটিক ট্যাংকে ফেলে দেন তাঁরা। পরে ৩০ জুলাই সাঘাটা থানা-পুলিশ ওই ট্যাংক থেকে শিউলির অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ ঘটনায় শিউলির ভাই আজিজুর রহমান বাদী হয়ে সাঘাটা থানায় পাঁচজনের নামে হত্যা মামলা করেন।
মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত ছাইফুল ও তাঁর সহযোগী আব্দুল করিমের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এ সময় আসামিরা উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
মামলায় আসামি পক্ষের আইনজীবী আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু এই রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।
এদিকে সরকারি কৌঁসুলি (পিপি) কনক এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ হত্যাকাণ্ডে তাঁরা যথাযথ বিচার পেয়েছেন।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয়কে দিয়ে চিকিৎসা করানোসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পাবনা-সিরাজগঞ্জের সমন্বিত জেলা কার্যালয়ের তিন সদস্যের একটি দল উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য
১১ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গতকাল তারেক রহমান একটা কার্ড দেখাচ্ছেন কড়াইল বস্তির ওই প্রোগ্রামে। দেখিয়ে বলছেন, এটা দিয়ে এই হবে, এই হবে, যেটা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
১৭ মিনিট আগে
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের কাছে আবিদের সুস্থতা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। দুর্ঘটনায় আবিদের শরীরের ২২ শতাংশ পুড়ে গিয়েছিল। তবে ক্ষত গভীর হওয়ায় তার রক্তে সংক্রমণ (সেফটিসেমিয়া) ছড়িয়ে পড়েছিল।
৩১ মিনিট আগে
রাজধানীর খিলগাঁও এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের জন্য নির্ধারিত ফাঁকা জায়গা থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সালমান (১২) নামে ওই শিশুটিকে পথশিশু বলে জানিয়েছে পুলিশ।
৪৩ মিনিট আগে