
কুড়িগ্রামের রৌমারীতে দেয়াল ধসে আবু হানিফ (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে ঝগড়ারচর প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু হানিফ ঝগড়ার চর গ্রামের মৃত আজিবর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক ফজলুল হক বলেন, আমরা চারজন শ্রমিক দেয়াল ভাঙার কাজ করছিলাম। আমি ভাঙা ইট সরানোর কাজে ব্যস্ত ছিলাম। সকাল ৯টার দিকে আমি একটি অংশে ভাঙার কাজ করতেই হঠাৎ অপর একটি অংশের দেয়াল ভেঙে আবু হানিফের ওপর পড়ে। এতে তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করা হয়। কিন্তু এর আগেই মারা যান তিনি।
রৌমারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, শ্রেণিকক্ষ সংকট থাকায় সরকারিভাবে একটি নতুন ভবনের বরাদ্দ পাওয়া যায়। ঠিকাদারকে সেই ভবনের জায়গা দেওয়ার জন্য উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের ঝগড়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো একটি ঘরের দেয়াল অপসারণের কাজ চলছিল। আজ সকাল থেকে শ্রমিকেরা দেয়াল অপসারণের কাজ করছিলেন। কিন্তু হঠাৎ দেয়ালের এক অংশ ভেঙে ওই শ্রমিকের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, পুরোনো দেয়াল অপসারণ করতে গিয়ে দেয়াল চাপায় ওই শ্রমিক নিহত হয়েছেন। তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৪ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
১৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৪ মিনিট আগে