Ajker Patrika

খুলেছে বাস কাউন্টার, চলছে যাত্রার প্রস্তুতি

প্রতিনিধি
খুলেছে বাস কাউন্টার, চলছে যাত্রার প্রস্তুতি

দিনাজপুর: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি আন্তজেলাসহ সব ধরনের গণপরিবহন অর্ধেক আসন খালি রাখা সাপেক্ষে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

রোববার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন জারি হওয়ার পর দিনাজপুরে খুলেছে ঢাকাসহ দূরপাল্লার যাত্রীবাহী বাসের কাউন্টার। এখন পর্যন্ত পূর্ণাঙ্গ নির্দেশনা না পেলেও রোববার রাত থেকেই গাড়ি চালানোর জন্য টিকিট বিক্রি শুরু করেছে কাউন্টারগুলো। নাবিল পরিবহনের কাউন্টারে টিকিট বিক্রেতা হায়দার আলী জানান, এখনো পূর্ণাঙ্গ নির্দেশনা পাইনি। রাত ১০টার পর থেকে গাড়ির টিকিট বিক্রি করা হচ্ছে।

দূরপাল্লার বাস চালুর সংবাদে পড়ে থাকা কোচগুলো ধোয়ামোছা ও প্রয়োজনীয় মেরামতের কাজ শুরু করেছে বাস শ্রমিকেরা। তাঁরা জানান, কোচগুলো দুই মাস থেকে পড়ে থাকায় ধোয়ামোছা ও টুকটাক মেরামত করতে সন্ধ্যা পার হয়ে যাবে।

এদিকে দূর পাল্লার বাস ছাড়ার সংবাদে কোচ কাউন্টারগুলোতে আসতে শুরু করেছেন ঢাকাসহ বিভিন্ন জেলার আটকে পড়া যাত্রীরা।

গাজীপুরে গার্মেন্টসে চাকরিরত সামিউল জানান, তিনি ঈদে বাড়িতে এসে আটকে পড়েছিলেন। তাঁর জরুরি কর্মস্থলে যাওয়া দরকার। কিন্তু লকডাউনে যাওয়ার কোন উপায় পাচ্ছিলেন না। মাইক্রোবাসে অনেকে গেলেও তিন হাজার টাকা ভাড়া দিয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত