বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

ঘুষের টাকা ফেরত চাওয়ায় রংপুরের বদরগঞ্জ উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার সাবিনা ইয়াছমিনের বিরুদ্ধে অফিস সহায়ক (পিয়ন) হাসান শাহরিয়ার সুমনকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ বিষয়ে অভিযোগ দেন উপজেলার লোহানীপাড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের পিয়ন হাসান শাহরিয়ার সুমন। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ।
অভিযোগে বলা হয়, সাবিনার শর্ত মেনে নামজারি করে দেওয়ার জন্য ৫ মার্চ ৪ জনের কাছ থেকে ১২ হাজার টাকা নিয়ে সার্ভেয়ারকে দেন সুমন। টাকা নেওয়ার পর সুমনকে ঘোরাতে থাকেন সাবিনা। বিষয়টি নিয়ে সুমন কার্যালয়ের অন্যদের সঙ্গে আলোচনা করলে সার্ভেয়ার ক্ষুব্ধ হয়ে ওঠেন। সুমন ঘুষের টাকা ফেরতের জন্য গতকাল মঙ্গলবার সকালে উপজেলা ভূমি কার্যালয়ে গেলে সার্ভেয়ার সাবিনা ও তাঁর স্বামী তাঁকে মারধর করেন।
এর আগে সার্ভেয়ার সাবিনার ঘুষ আদায় নিয়ে ২৫ জানুয়ারি আজকের পত্রিকায় ‘ঘুষ ছাড়া ফাইলে হাত দেন না সার্ভেয়ার-নাজির’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
সুমন বলেন, ‘সার্ভেয়ার জমির নামজারি অনুমোদন করিয়ে দেওয়ার নামে আগে সরাসরি ঘুষ নিতেন। এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে তিনি আর ভুক্তভোগীদের কাছ থেকে ঘুষ নেন না, কাজও করেন না। এখন বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের লোকজনসহ দালালদের মাধ্যমে ঘুষ নেন। কাজ করে দেওয়ার কথা বলে আমার কাছ থেকেও ১২ হাজার টাকা নেন কিন্তু কাজ করে দিতে পারেননি। টাকা ফেরত চাওয়ায় তিনি তাঁর স্বামীকে নিয়ে আমাকে মারধর করেন।’
তবে সার্ভেয়ার সাবিনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি তাঁকে মারধর করিনি। বরং তিনি আগের দিন আমাকে মারধরের জন্য লাঠি নিয়ে হন্য হয়ে খুঁজছিলেন। আমি তাঁর ভয়ে অফিসের দরজা বন্ধ করেছিলাম। আমি তাঁর কাছ থেকে কোনো টাকা নিইনি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ‘সার্ভেয়ারের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সার্ভেয়ার ও নাজিরের বিরুদ্ধে আগেও ঘুষ নেওয়ার অভিযোগ প্রসঙ্গে ইউএনও বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে ইতিমধ্যে তদন্ত শেষ করা হয়েছে। দু-এক দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে।’

ঘুষের টাকা ফেরত চাওয়ায় রংপুরের বদরগঞ্জ উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার সাবিনা ইয়াছমিনের বিরুদ্ধে অফিস সহায়ক (পিয়ন) হাসান শাহরিয়ার সুমনকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ বিষয়ে অভিযোগ দেন উপজেলার লোহানীপাড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের পিয়ন হাসান শাহরিয়ার সুমন। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ।
অভিযোগে বলা হয়, সাবিনার শর্ত মেনে নামজারি করে দেওয়ার জন্য ৫ মার্চ ৪ জনের কাছ থেকে ১২ হাজার টাকা নিয়ে সার্ভেয়ারকে দেন সুমন। টাকা নেওয়ার পর সুমনকে ঘোরাতে থাকেন সাবিনা। বিষয়টি নিয়ে সুমন কার্যালয়ের অন্যদের সঙ্গে আলোচনা করলে সার্ভেয়ার ক্ষুব্ধ হয়ে ওঠেন। সুমন ঘুষের টাকা ফেরতের জন্য গতকাল মঙ্গলবার সকালে উপজেলা ভূমি কার্যালয়ে গেলে সার্ভেয়ার সাবিনা ও তাঁর স্বামী তাঁকে মারধর করেন।
এর আগে সার্ভেয়ার সাবিনার ঘুষ আদায় নিয়ে ২৫ জানুয়ারি আজকের পত্রিকায় ‘ঘুষ ছাড়া ফাইলে হাত দেন না সার্ভেয়ার-নাজির’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
সুমন বলেন, ‘সার্ভেয়ার জমির নামজারি অনুমোদন করিয়ে দেওয়ার নামে আগে সরাসরি ঘুষ নিতেন। এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে তিনি আর ভুক্তভোগীদের কাছ থেকে ঘুষ নেন না, কাজও করেন না। এখন বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের লোকজনসহ দালালদের মাধ্যমে ঘুষ নেন। কাজ করে দেওয়ার কথা বলে আমার কাছ থেকেও ১২ হাজার টাকা নেন কিন্তু কাজ করে দিতে পারেননি। টাকা ফেরত চাওয়ায় তিনি তাঁর স্বামীকে নিয়ে আমাকে মারধর করেন।’
তবে সার্ভেয়ার সাবিনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি তাঁকে মারধর করিনি। বরং তিনি আগের দিন আমাকে মারধরের জন্য লাঠি নিয়ে হন্য হয়ে খুঁজছিলেন। আমি তাঁর ভয়ে অফিসের দরজা বন্ধ করেছিলাম। আমি তাঁর কাছ থেকে কোনো টাকা নিইনি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ‘সার্ভেয়ারের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সার্ভেয়ার ও নাজিরের বিরুদ্ধে আগেও ঘুষ নেওয়ার অভিযোগ প্রসঙ্গে ইউএনও বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে ইতিমধ্যে তদন্ত শেষ করা হয়েছে। দু-এক দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে।’

নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগে
রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ মাথায় পড়ে তাইজুল ইসলাম (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
২৬ মিনিট আগে
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, চন্দ্রদ্বীপসহ বাউফলের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, কর্মসূচিতে বাধা, দোকানে চাঁদা দাবি, চাঁদা না দিলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকটি ঘটনায় হত্যাচেষ্টার ও সাক্ষীদের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করা হয়।
৩৫ মিনিট আগে
নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
১ ঘণ্টা আগে