Ajker Patrika

বিরামপুরে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪০ টাকা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ জুন ২০২৩, ১৬: ৪৭
বিরামপুরে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪০ টাকা

দিনাজপুরের বিরামপুর বাজারে আমদানি করা পেঁয়াজ আসায় কমেছে দাম। এক দিনের ব্যবধানে দাম কমেছে কেজিতে ৪০ টাকা। 

গতকাল সোমবার বিরামপুরের খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আজ মঙ্গলবার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। 

বিরামপুর শহরের হাট ঘুরে দেখা গেছে, আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। আমদানি করা পেঁয়াজের প্রভাবে ১০০ টাকা কেজি দরের দেশি জাতের পেঁয়াজও বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ ও নিম্নমুখী দামে ক্রেতারা স্বস্তির নিশ্বাস ফেলছেন। 

হাটে পাইকারি বিক্রেতা মিজানুর রহমান বলেন, ‘দুই দিন আগে প্রতি কেজি পেঁয়াজ পাইকারি ৮২ টাকা দরে কিনেছি। আমদানি করা পেঁয়াজের প্রভাবে বাজারে দাম কমে যাওয়ায় লোকসানের ভয়ে কম দাম ৬০ টাকা কেজি দরে বিক্রি করছি।’ 

বিরামপুরের খুচরা বাজারে পেঁয়াজ নিতে আসা জাহিদুল বলেন, ‘দুই দিন আগেও ৯০-১০০ টাকা দরে পেঁয়াজ কিনেছি। আমদানি করা ভারতীয় পেঁয়াজ হাটে আসায় দর কমেছে। আজ ৬০ টাকা দরে পেঁয়াজ কিনলাম।’ 

বিরামপুর গো-হাট ইজারাদার মাহফুজুর রহমান হাটে পেঁয়াজের দাম কমে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরের পর আমদানি করা পেঁয়াজ কেজিপ্রতি আরও ৪-৫ টাকা কমে এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

খোলস পাল্টে বাংলাদেশে ভিত গড়ার চেষ্টায় জামায়াত, উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত