কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের এক জ্যেষ্ঠ শিক্ষকের ওপর চড়াও হয়ে তাঁর দিকে তেড়ে যাওয়ার ঘটনায় জেলা বিএনপির অভিযুক্ত নেতা মাসুদ রানাসহ চার অভিভাবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
গতকাল সোমবার ভুক্তভোগী শিক্ষক আব্দুল হাই সিদ্দিকী বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় মামলা দায়ের করেন। আজ মঙ্গলবার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্ত মাসুদ রানা কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির বর্তমান কমিটির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক। মামলায় অন্য আসামিরা হলেন—পৌর এলাকার পুরোনো পশু হাসপাতাল মোড়ের ব্যবসায়ী শামসুল হকের ছেলে রুমন মিয়া, মুন্সিপাড়ার বাসিন্দা আমিনুল ইসলাম ও কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা আলতাফুর রহমান বিদ্যুৎসহ অজ্ঞাত আরও সাত-আটজন।
অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনিভাবে, দলবদ্ধ হয়ে সরকারি কাজে বাধাদানসহ সরকারি কর্মচারীকে আঘাত ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে।
ওসি খান মো. শাহরিয়ার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে সন্তানের ভর্তিসংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন দিতে গিয়ে কুড়িগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসকক্ষে স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক আব্দুল হাইয়ের ওপর চড়াও হন বিএনপি নেতা ও ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর অভিভাবক মাসুদ রানা। শিক্ষকের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ হলে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সমালোচনার সৃষ্টি হয়। পরে ওই দিন বিকেলে ভুক্তভোগী শিক্ষক এ বিষয়ে আইনি নিরাপত্তা চেয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত বিএনপি নেতা ভুক্তভুগী শিক্ষকের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁর দিকে তেড়ে যাচ্ছেন। তাঁর এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণে শিক্ষক আব্দুল হাই নিজেকে রক্ষার জন্য সরে যাচ্ছেন। পরে উপস্থিত অন্য শিক্ষক ও অভিভাবকেরা বিএনপি নেতা মাসুদ রানাকে থামান।
তবে এর আগে প্রধান আসামি মাসুদ রানার বিরুদ্ধে শিক্ষককে ধাক্কা ও কিল-ঘুষি দেওয়ার অভিযোগ আনা হলেও তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।

কুড়িগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের এক জ্যেষ্ঠ শিক্ষকের ওপর চড়াও হয়ে তাঁর দিকে তেড়ে যাওয়ার ঘটনায় জেলা বিএনপির অভিযুক্ত নেতা মাসুদ রানাসহ চার অভিভাবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
গতকাল সোমবার ভুক্তভোগী শিক্ষক আব্দুল হাই সিদ্দিকী বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় মামলা দায়ের করেন। আজ মঙ্গলবার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্ত মাসুদ রানা কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির বর্তমান কমিটির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক। মামলায় অন্য আসামিরা হলেন—পৌর এলাকার পুরোনো পশু হাসপাতাল মোড়ের ব্যবসায়ী শামসুল হকের ছেলে রুমন মিয়া, মুন্সিপাড়ার বাসিন্দা আমিনুল ইসলাম ও কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা আলতাফুর রহমান বিদ্যুৎসহ অজ্ঞাত আরও সাত-আটজন।
অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনিভাবে, দলবদ্ধ হয়ে সরকারি কাজে বাধাদানসহ সরকারি কর্মচারীকে আঘাত ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে।
ওসি খান মো. শাহরিয়ার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে সন্তানের ভর্তিসংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন দিতে গিয়ে কুড়িগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসকক্ষে স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক আব্দুল হাইয়ের ওপর চড়াও হন বিএনপি নেতা ও ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর অভিভাবক মাসুদ রানা। শিক্ষকের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ হলে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সমালোচনার সৃষ্টি হয়। পরে ওই দিন বিকেলে ভুক্তভোগী শিক্ষক এ বিষয়ে আইনি নিরাপত্তা চেয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত বিএনপি নেতা ভুক্তভুগী শিক্ষকের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁর দিকে তেড়ে যাচ্ছেন। তাঁর এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণে শিক্ষক আব্দুল হাই নিজেকে রক্ষার জন্য সরে যাচ্ছেন। পরে উপস্থিত অন্য শিক্ষক ও অভিভাবকেরা বিএনপি নেতা মাসুদ রানাকে থামান।
তবে এর আগে প্রধান আসামি মাসুদ রানার বিরুদ্ধে শিক্ষককে ধাক্কা ও কিল-ঘুষি দেওয়ার অভিযোগ আনা হলেও তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।

নিহত ব্যক্তির বড় ভাই নয়ন চক্রবর্তী বলেন, পারিবারিক বিষয় নিয়ে সামান্য মতবিরোধের পর ১৬ জানুয়ারি সকালে বাড়িতে মোবাইল ফোন রেখে বের হন জয়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন (১৭ জানুয়ারি) কুমিল্লা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে
১৫ মিনিট আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইটটি ঢাকা থেকে বেলা ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে বেলা ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। নতুন ফ্লাইটটি প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে...
১৮ মিনিট আগে
অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
৩৩ মিনিট আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
১ ঘণ্টা আগে