গাইবান্ধা প্রতিনিধি

অনাগত প্রথম সন্তানের জন্ম কোথায় হবে, গোবিন্দগঞ্জের বাবার বাড়িতে, নাকি কর্মস্থল রাজধানীতে স্বামীর বাসায়—পরিবারের সঙ্গে এ নিয়েই চলছিল পরিকল্পনা। প্রথম নাতিকে ঘিরে নানা আবেগের গল্প বুনছিলেন তিনি। সে আর হলো না! মায়ের উদরে গোবিন্দগঞ্জের নানার বাড়িতেই ফিরল সেই অনাগত শিশু। কিন্তু দুজনেই নিষ্প্রাণ! সেই শোক কীভাবে সইবেন হারুন মিয়া!
গতকাল বৃহস্পতিবার রাজধানীর খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তঃসত্ত্বা রানু ফারাবী ওরফে হাসনা হেনা (২৭)। প্রাণ বাঁচাতে তারে ঝুলে নামতে গিয়ে পড়ে যান তিনি। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। রানু গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের সতিতলা গ্রামের হারুন মিয়ার মেয়ে।
আজ শুক্রবার সতিতলা গ্রামে রানুদের বাড়ি গিয়ে দেখা যায় সেখানে স্বজনদের ভিড়। কান্নার রোল পড়ে গেছে। স্বজনদের বিলাপে আকাশ–বাতাস ভারী হয়ে উঠেছে।
বিলাপ করতে করতে হারুন মিয়া বলেন, ‘তোমরা হামার মাইয়াটাক আনে দেও। কয়েক দিন আগেও কত স্বপ্ন। মাইয়ার ছাওয়াল কোথায় হবে? ঢাকাত নাকি হামার বাড়িত। এখন হামি কী করমো। আমার সব স্বপ্ন শেষ বাবারে। এখন কী নিয়ে হামি বাঁচমো।’
স্বজনেরা জানিয়েছেন, রানু ফারাবী ওরফে হাসনা হেনা রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারের ৯ম তলায় ইন্টারনেট সার্ভিস কোম্পানি অরবিটের সেলস বিভাগে চাকরি করতেন। গতকাল বিকেলে ওই ভবনের ১৩ তলায় আগুন লাগলে অন্য সবার মতো তিনিও প্রাণ বাঁচাতে ছোটাছুটি করতে থাকেন। একপর্যায়ে ইন্টারনেট সরবরাহের তারে ঝুলে নামার চেষ্টা করেন। কিন্তু তার ছিঁড়ে পড়ে যান নিচে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রানু ফারাবী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনার পরপরই পরিবারের লোকজনের কাছে খবর পাঠান কোম্পানির ডেপুটি ম্যানেজার নাজমুল হুদা। রাজশাহীর বাসিন্দা আশরাফুল ইসলাম সানির সঙ্গে তিন বছর আগে বিয়ে হয় রানুর।
ঢাকা থেকে মরদেহ আসার পর আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলার কামারদহ ইউনিয়নের সতিতলা গ্রামের পারিবারিক কবরস্থানে রানুর দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য, খাজা টাওয়ারে আগুন রানুসহ তিন জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন কয়েকজন। ওই ভবনে বেশ কয়েকটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) প্রতিষ্ঠানের অফিস। ফলে অগ্নিকাণ্ডের পর ঢাকা ও আশপাশের কয়েকটি জেলার ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে।

অনাগত প্রথম সন্তানের জন্ম কোথায় হবে, গোবিন্দগঞ্জের বাবার বাড়িতে, নাকি কর্মস্থল রাজধানীতে স্বামীর বাসায়—পরিবারের সঙ্গে এ নিয়েই চলছিল পরিকল্পনা। প্রথম নাতিকে ঘিরে নানা আবেগের গল্প বুনছিলেন তিনি। সে আর হলো না! মায়ের উদরে গোবিন্দগঞ্জের নানার বাড়িতেই ফিরল সেই অনাগত শিশু। কিন্তু দুজনেই নিষ্প্রাণ! সেই শোক কীভাবে সইবেন হারুন মিয়া!
গতকাল বৃহস্পতিবার রাজধানীর খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তঃসত্ত্বা রানু ফারাবী ওরফে হাসনা হেনা (২৭)। প্রাণ বাঁচাতে তারে ঝুলে নামতে গিয়ে পড়ে যান তিনি। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। রানু গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের সতিতলা গ্রামের হারুন মিয়ার মেয়ে।
আজ শুক্রবার সতিতলা গ্রামে রানুদের বাড়ি গিয়ে দেখা যায় সেখানে স্বজনদের ভিড়। কান্নার রোল পড়ে গেছে। স্বজনদের বিলাপে আকাশ–বাতাস ভারী হয়ে উঠেছে।
বিলাপ করতে করতে হারুন মিয়া বলেন, ‘তোমরা হামার মাইয়াটাক আনে দেও। কয়েক দিন আগেও কত স্বপ্ন। মাইয়ার ছাওয়াল কোথায় হবে? ঢাকাত নাকি হামার বাড়িত। এখন হামি কী করমো। আমার সব স্বপ্ন শেষ বাবারে। এখন কী নিয়ে হামি বাঁচমো।’
স্বজনেরা জানিয়েছেন, রানু ফারাবী ওরফে হাসনা হেনা রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারের ৯ম তলায় ইন্টারনেট সার্ভিস কোম্পানি অরবিটের সেলস বিভাগে চাকরি করতেন। গতকাল বিকেলে ওই ভবনের ১৩ তলায় আগুন লাগলে অন্য সবার মতো তিনিও প্রাণ বাঁচাতে ছোটাছুটি করতে থাকেন। একপর্যায়ে ইন্টারনেট সরবরাহের তারে ঝুলে নামার চেষ্টা করেন। কিন্তু তার ছিঁড়ে পড়ে যান নিচে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রানু ফারাবী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনার পরপরই পরিবারের লোকজনের কাছে খবর পাঠান কোম্পানির ডেপুটি ম্যানেজার নাজমুল হুদা। রাজশাহীর বাসিন্দা আশরাফুল ইসলাম সানির সঙ্গে তিন বছর আগে বিয়ে হয় রানুর।
ঢাকা থেকে মরদেহ আসার পর আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলার কামারদহ ইউনিয়নের সতিতলা গ্রামের পারিবারিক কবরস্থানে রানুর দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য, খাজা টাওয়ারে আগুন রানুসহ তিন জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন কয়েকজন। ওই ভবনে বেশ কয়েকটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) প্রতিষ্ঠানের অফিস। ফলে অগ্নিকাণ্ডের পর ঢাকা ও আশপাশের কয়েকটি জেলার ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে