Ajker Patrika

প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার ডাক দিয়েছেন: কবির বিন আনোয়ার

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ৫১
প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার ডাক দিয়েছেন: কবির বিন আনোয়ার

আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার ডাক দিয়েছেন। এ জন্য প্রতিটি জেলা কার্যালয়ে স্মার্ট কর্নার গড়ে তোলা হচ্ছে। এখানে প্রশিক্ষণ নিয়ে কর্মীরা দেশের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব রুখতে কাজ করবে।’

আজ সোমবার পঞ্চগড় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নারের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

কবির বিন আনোয়ার বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগ অগ্র পথিকের ভূমিকা পালন করছে। ফলে সারা দেশের প্রত্যেক দলীয় কার্যালয় আরও ডিজিটালাইজড ও স্মার্ট করে তোলার লক্ষ্যে কাজ শুরু করেছি। এই নিয়ে দেশের ৩৯টি জেলায় স্মার্ট কর্নার উদ্বোধন করা হয়েছে। সব জেলায় এই কর্নার চালু করা হবে।’

সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, সহসভাপতি আবু তোয়বুর রহমান, সহসভাপতি নাঈমুজ্জামান মুক্তা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারিকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত