Ajker Patrika

বাসের ভাড়া নিয়ে বিতণ্ডা, হামলায় বেরোবির চার শিক্ষার্থী আহত   

বেরোবি প্রতিনিধি
বাসের ভাড়া নিয়ে বিতণ্ডা, হামলায় বেরোবির চার শিক্ষার্থী আহত   

বাসের ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ড্রাইভার ও হেলপারের হামলার শিকার হয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫ শিক্ষার্থী। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রংপুর নগরের মডার্ন মোড় এলাকায় ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ওই ৫ শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন, আল আমিন, নয়ন, ফয়সাল হোসেন, নাহিদ হাসান, আশিক মণ্ডল তারা প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী। 

ঘটনাটি বিশ্ববিদ্যালয় এবং তার সহপাঠীদের মাঝে জানাজানি হলে ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এর প্রতিবাদে কুড়িগ্রাম-রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে পুলিশ প্রশাসনের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারিসহ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। 

আহত শিক্ষার্থীদের একাধিক বন্ধুরা জানান, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আল আমিন জয়গীর যাওয়ার জন্য দূরপাল্লার একটি বাসে ওঠে। বাসের সুপারভাইজার অতিরিক্ত ভাড়া দাবি করলে সে দিতে অস্বীকার করে। কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে থেমে থাকা বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর পাশে থাকা অন্য স্টাফরাও তার ওপর হামলা করে। এ সময় হামলাকারীরা শিক্ষার্থীদের মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নেয়। 

মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান শেখ মাজেদুল হক বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমার শিক্ষার্থীরা আহত হোক এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি চাই না।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানি বলেন, ‘আহতদের চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। তারা বর্তমানে সুস্থ রয়েছে।’

এ ঘটনায় রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী বলেন, আমরা এখনো লিখিত কোনো অভিযোগ হাতে পাইনি। তবে একজনকে গত রাতে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছি। লিখিত অভিযোগ পেলে আমরা পরবর্তী ব্যবস্থা হাতে নিব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত