গাইবান্ধা প্রতিনিধি

পাঁচ বিঘা জমি বর্গা নিয়ে এ বছর বোরো ধানের আবাদ করেছিলেন আইজল মিয়া (৪৮)। গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার কেওয়াবাড়ী কেশামত গ্রামের কৃষক তিনি। সোনার ফসলের আশায় চার মাসের বেশি সময় ধরে রাতদিন কষ্ট করেছেন তিনি। যেখানে যা খরচ করার প্রয়োজন ছিল, কমতি রাখেননি। কিন্তু সেই কষ্টের ফল হতে যাচ্ছে প্রায় শূন্য। কারণ, শ্রমিকসংকটের কারণে এখনো দুই বিঘা জমির ধান ঘরে তুলতে পারেননি তিনি। এদিকে খেতে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে গেছে পাকা ধান। দুই-তিন দিনের মধ্যে ধান কেটে ঘরে তুলতে না পারলে সব ধান নষ্ট হয়ে যাবে।
আইজল মিয়া বলেন, ধারদেনা করে আবাদ করছি। পরিকল্পনা ছিল কিছু ধান বেচে ঋণের টাকা শোধ করবেন। আর বাকি ধান দিয়ে সংসারের কয়েক মাসের খরচ জোগাবেন। কিন্তু ফসল ঘরে তোলার আগমুহূর্তে বৈরী আবহাওয়া আর শ্রমিকের সংকট তাঁর সব পরিকল্পনা এলোমেলো করে দিয়েছে।
গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের ঝাউবাড়ী গ্রামের ধানচাষি মো. মোস্তফা মিয়া। তিনি বলেন, পানিতে তিন বিঘা জমির ধান তলিয়ে গেছে। ধান কাটতে না পারলে পানির নিচে গাঁজ ধরবে। ধান কাটা নিয়ে তিনি দুশ্চিন্তায় আছেন। আরেক চাষি মো. রন্জু মিয়া বলেন, তিন-চার দিনের ঝড়ে পাকা ধান পানির নিচে ডুবে গেছে। একদিকে নেক ব্লাস্টে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এবার ধানের আবাদে তার ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
আরেক কৃষক মো. গোলজার আলী বলেন, খেতে পানি জমে ধান নষ্ট হয়ে যাচ্ছে। ডুবে যাওয়া ধান কাটতে শ্রমিকেরা বেশি মজুরি চাইছেন। তিনি বলেন, ‘হামারে মতো অল্প জমিওয়ালা কৃষানের ধান কাটতে বাহানা শুরু করছে শ্রমিকরা। বাধ্য হয়ে বউ-ছল লিয়ে খ্যাতের ধান ক্যাটতে শুরু করছি। বাকি ধান খ্যাতেই পড়ে আছে। আর দুই-তিন দিন এভাবে বৃষ্টি হলে আর ধান ক্যাটতে না পারলে সব ধান খ্যাতেই লস্ট হয়ে যাবে।’ গত বছর যে ধান কাটা-মাড়াইয়ে প্রতি বিঘায় ৩-৪ হাজার টাকা খরচ হয়েছে, এবার সেখানে ৬-৭ হাজার টাকা খরচ হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, গত তিন-চার দিনের টানা বৃষ্টিতে জেলার নিচু এলাকার পাকা ধান পানিতে তলিয়ে গেছে। অনেক জমির ধানগাছ পানিতে শুয়ে পড়ছে। এ ছাড়া যে জমিগুলোতে এখনো ধানগাছ গলা পানিতে উঁকি দিচ্ছে, সেগুলোর শিষও আস্তে আস্তে ভেঙে পড়ছে। এখনো জেলায় হাইব্রিড জাতের মোটা ধান কাটতে পারেননি চাষিরা।
অন্যদিকে ধান কাটা শ্রমিকেরা বলছেন, বৈরী আবহাওয়া, পানিতে ডুবে ধান নষ্ট হয়ে যাওয়া এবং ঝড়ে খেতের ধান এলোমেলোভাবে নুয়ে পড়ায় এবার ধান কাটতে বেশি পরিশ্রম হচ্ছে। এ ছাড়া অধিকাংশ খেতের ধানই ভেজা অবস্থায় তোলা হচ্ছে। আবার পানিতে ডুবে অনেক ধান নষ্ট হয়ে গেছে। এ জন্য এবার গতবারের তুলনায় তারা পারিশ্রমিক বেশি নিচ্ছেন।
গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. খোরশেদ আলম বলেন, এবার জেলায় ১ লাখ ২৯ হাজার ২০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। এর মধ্য ১ হাজার ৯৫ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। প্রতি বিঘা জমিতে ২৪ থেকে ২৫ মণ করে ধানের ফলন হয়ে থাকে। তবে এবার বোরো ধান কাটার ভরা মৌসুমে ঘন ঘন ঝড়-বৃষ্টিতে এ অঞ্চলে বোরোর ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যদিকে ঝড়-বৃষ্টি ব্লাস্ট রোগের অনুকূল পরিবেশ তৈরি করায় অনেক খেতে ব্লাস্ট রোগের আক্রমণ হয়েছে। এসব কারণে এবার ধানের উৎপাদন কিছুটা কম হতে পারে। বিভিন্ন এলাকায় ধান কাটতে দেখা যাচ্ছে। গত বছর যেসব জমিতে ২৫ মণ ধান উৎপাদন হয়েছে, এবার সেখানে ১৮-২০ মণ করে ধানের ফলন হচ্ছে। এ ছাড়া বৃষ্টির কারণে আউশ ধানসহ শাক-সবজির খেত নষ্ট হয়ে গেছে। শাক-সবজির খেতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা মাঠ পর্যায়ে তালিকা করা হচ্ছে।

পাঁচ বিঘা জমি বর্গা নিয়ে এ বছর বোরো ধানের আবাদ করেছিলেন আইজল মিয়া (৪৮)। গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার কেওয়াবাড়ী কেশামত গ্রামের কৃষক তিনি। সোনার ফসলের আশায় চার মাসের বেশি সময় ধরে রাতদিন কষ্ট করেছেন তিনি। যেখানে যা খরচ করার প্রয়োজন ছিল, কমতি রাখেননি। কিন্তু সেই কষ্টের ফল হতে যাচ্ছে প্রায় শূন্য। কারণ, শ্রমিকসংকটের কারণে এখনো দুই বিঘা জমির ধান ঘরে তুলতে পারেননি তিনি। এদিকে খেতে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে গেছে পাকা ধান। দুই-তিন দিনের মধ্যে ধান কেটে ঘরে তুলতে না পারলে সব ধান নষ্ট হয়ে যাবে।
আইজল মিয়া বলেন, ধারদেনা করে আবাদ করছি। পরিকল্পনা ছিল কিছু ধান বেচে ঋণের টাকা শোধ করবেন। আর বাকি ধান দিয়ে সংসারের কয়েক মাসের খরচ জোগাবেন। কিন্তু ফসল ঘরে তোলার আগমুহূর্তে বৈরী আবহাওয়া আর শ্রমিকের সংকট তাঁর সব পরিকল্পনা এলোমেলো করে দিয়েছে।
গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের ঝাউবাড়ী গ্রামের ধানচাষি মো. মোস্তফা মিয়া। তিনি বলেন, পানিতে তিন বিঘা জমির ধান তলিয়ে গেছে। ধান কাটতে না পারলে পানির নিচে গাঁজ ধরবে। ধান কাটা নিয়ে তিনি দুশ্চিন্তায় আছেন। আরেক চাষি মো. রন্জু মিয়া বলেন, তিন-চার দিনের ঝড়ে পাকা ধান পানির নিচে ডুবে গেছে। একদিকে নেক ব্লাস্টে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এবার ধানের আবাদে তার ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
আরেক কৃষক মো. গোলজার আলী বলেন, খেতে পানি জমে ধান নষ্ট হয়ে যাচ্ছে। ডুবে যাওয়া ধান কাটতে শ্রমিকেরা বেশি মজুরি চাইছেন। তিনি বলেন, ‘হামারে মতো অল্প জমিওয়ালা কৃষানের ধান কাটতে বাহানা শুরু করছে শ্রমিকরা। বাধ্য হয়ে বউ-ছল লিয়ে খ্যাতের ধান ক্যাটতে শুরু করছি। বাকি ধান খ্যাতেই পড়ে আছে। আর দুই-তিন দিন এভাবে বৃষ্টি হলে আর ধান ক্যাটতে না পারলে সব ধান খ্যাতেই লস্ট হয়ে যাবে।’ গত বছর যে ধান কাটা-মাড়াইয়ে প্রতি বিঘায় ৩-৪ হাজার টাকা খরচ হয়েছে, এবার সেখানে ৬-৭ হাজার টাকা খরচ হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, গত তিন-চার দিনের টানা বৃষ্টিতে জেলার নিচু এলাকার পাকা ধান পানিতে তলিয়ে গেছে। অনেক জমির ধানগাছ পানিতে শুয়ে পড়ছে। এ ছাড়া যে জমিগুলোতে এখনো ধানগাছ গলা পানিতে উঁকি দিচ্ছে, সেগুলোর শিষও আস্তে আস্তে ভেঙে পড়ছে। এখনো জেলায় হাইব্রিড জাতের মোটা ধান কাটতে পারেননি চাষিরা।
অন্যদিকে ধান কাটা শ্রমিকেরা বলছেন, বৈরী আবহাওয়া, পানিতে ডুবে ধান নষ্ট হয়ে যাওয়া এবং ঝড়ে খেতের ধান এলোমেলোভাবে নুয়ে পড়ায় এবার ধান কাটতে বেশি পরিশ্রম হচ্ছে। এ ছাড়া অধিকাংশ খেতের ধানই ভেজা অবস্থায় তোলা হচ্ছে। আবার পানিতে ডুবে অনেক ধান নষ্ট হয়ে গেছে। এ জন্য এবার গতবারের তুলনায় তারা পারিশ্রমিক বেশি নিচ্ছেন।
গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. খোরশেদ আলম বলেন, এবার জেলায় ১ লাখ ২৯ হাজার ২০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। এর মধ্য ১ হাজার ৯৫ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। প্রতি বিঘা জমিতে ২৪ থেকে ২৫ মণ করে ধানের ফলন হয়ে থাকে। তবে এবার বোরো ধান কাটার ভরা মৌসুমে ঘন ঘন ঝড়-বৃষ্টিতে এ অঞ্চলে বোরোর ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যদিকে ঝড়-বৃষ্টি ব্লাস্ট রোগের অনুকূল পরিবেশ তৈরি করায় অনেক খেতে ব্লাস্ট রোগের আক্রমণ হয়েছে। এসব কারণে এবার ধানের উৎপাদন কিছুটা কম হতে পারে। বিভিন্ন এলাকায় ধান কাটতে দেখা যাচ্ছে। গত বছর যেসব জমিতে ২৫ মণ ধান উৎপাদন হয়েছে, এবার সেখানে ১৮-২০ মণ করে ধানের ফলন হচ্ছে। এ ছাড়া বৃষ্টির কারণে আউশ ধানসহ শাক-সবজির খেত নষ্ট হয়ে গেছে। শাক-সবজির খেতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা মাঠ পর্যায়ে তালিকা করা হচ্ছে।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২ ঘণ্টা আগে