কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনে এসে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন আবু মোত্তালেব ওরফে মামুন নামের এক ফার্মাসিস্ট। আজ শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটসংলগ্ন চায়ের দোকানে এ ঘটনা ঘটে। হামলার শিকার হয়ে তিনি নিজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
হামলার শিকার মোত্তালেব বলেন, শনিবার সকালে ডিউটিতে যোগদানের পর দুপুর ১২টার দিকে মেডিকেল গেটের পাশের চায়ের দোকানে আমাকে চা খাওয়ার জন্য ডাকা হয়। সেখানে গেলে আমার নাম ও পরিচয় নিশ্চিত হয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে আমার নাক ফেটে যায়, প্রচুর রক্তক্ষরণ হয়। আমার মুখ ও চোখে কিলঘুষি মারে তারা।
মোত্তালেব আরও বলেন, হামলাকারীদের পরিচয় যত দূর জেনেছি, তাদের একজন খোলারপাড় গ্রামের আব্দুল জলিলের ছেলে অটোচালক মাছুম ও টগরাইহাটের সাবু। হামলার কারণ জানাতে পারেননি তিনি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা মনীষা দাশ বলেন, আবু মোত্তালেব বাইরে চায়ের দোকানে গেলে সেখানে তাঁর ওপর হামলা হয়। পরে পরিচিত কয়েকজন লোক তাঁকে জরুরি বিভাগে নিয়ে আসে। তাঁর দুই নাক দিয়ে রক্ত পড়ছিল, মুখ ফুলে গিয়েছিল এবং চোখের নিচেও আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ হাসপাতালে কর্মরতদের নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান এই চিকিৎসক।
সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস বলেন, ‘হামলার বিষয়টি জেনেছি। কারণ জানা যায়নি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে তদন্তের নির্দেশনার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তসলিম উদ্দিন বলেন, এ বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনে এসে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন আবু মোত্তালেব ওরফে মামুন নামের এক ফার্মাসিস্ট। আজ শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটসংলগ্ন চায়ের দোকানে এ ঘটনা ঘটে। হামলার শিকার হয়ে তিনি নিজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
হামলার শিকার মোত্তালেব বলেন, শনিবার সকালে ডিউটিতে যোগদানের পর দুপুর ১২টার দিকে মেডিকেল গেটের পাশের চায়ের দোকানে আমাকে চা খাওয়ার জন্য ডাকা হয়। সেখানে গেলে আমার নাম ও পরিচয় নিশ্চিত হয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে আমার নাক ফেটে যায়, প্রচুর রক্তক্ষরণ হয়। আমার মুখ ও চোখে কিলঘুষি মারে তারা।
মোত্তালেব আরও বলেন, হামলাকারীদের পরিচয় যত দূর জেনেছি, তাদের একজন খোলারপাড় গ্রামের আব্দুল জলিলের ছেলে অটোচালক মাছুম ও টগরাইহাটের সাবু। হামলার কারণ জানাতে পারেননি তিনি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা মনীষা দাশ বলেন, আবু মোত্তালেব বাইরে চায়ের দোকানে গেলে সেখানে তাঁর ওপর হামলা হয়। পরে পরিচিত কয়েকজন লোক তাঁকে জরুরি বিভাগে নিয়ে আসে। তাঁর দুই নাক দিয়ে রক্ত পড়ছিল, মুখ ফুলে গিয়েছিল এবং চোখের নিচেও আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ হাসপাতালে কর্মরতদের নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান এই চিকিৎসক।
সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস বলেন, ‘হামলার বিষয়টি জেনেছি। কারণ জানা যায়নি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে তদন্তের নির্দেশনার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তসলিম উদ্দিন বলেন, এ বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়। পরীক্ষা চলাকালে এক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হলে হলের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক তাঁর দিকে নজর দেন। এ সময় তিনি দেখতে পান ওই শিক্ষা
১৯ মিনিট আগে
কুমিল্লার মুরাদনগরে র্যাবের বিশেষ অভিযানে পুলিশের লুট হওয়া একটি চায়নিজ রাইফেল ও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
প্রতীক বরাদ্দের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটের প্রচার করায় রাজশাহী-২ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী মু. সাঈদ নোমানকে আদালতে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) তাঁকে সশরীর আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
২ ঘণ্টা আগে
‘আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করে থাকি, তাহলে আওয়ামী লীগের সমর্থকেরাও আমাকে ভোট দেবেন। এ বিষয়ে আমি নিশ্চিত, আওয়ামী লীগের সমর্থকদের শতভাগ ভোট পাব।’ পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন ডাকসুর...
২ ঘণ্টা আগে