মারুফ কিবরিয়া ও শিপুল ইসলাম, রংপুর থেকে

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সকাল থেকে উপস্থিতি কম হলেও বেলা হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারের সংখ্যা। প্রায় প্রতিটি কেন্দ্রেই দীর্ঘ লাইন লক্ষ করা যায়। নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণে ধীরগতির অভিযোগ করছেন ভোটাররা।
সরেজমিনে দেখা যায়, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারছেন না অনেকে। নগরীর হাজিরহাট থানার উত্তম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন মশিউর রহমান নামের এক ভোটার। তিনি জানান, তিন ঘণ্টা ধরে লাইনে অপেক্ষা করে ভোট দিতে পারেননি।
আরেক ভোটার নুরুল ইসলাম অভিযোগ করেন, যারা ভোট গ্রহণের দায়িত্বে আছেন, তাঁরা সঠিকভাবে কাজ করছেন না। তিনি বলেন, ‘সকাল থেকে না খেয়েই আসছি। খালি পেটে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকব।’
একই কেন্দ্রর নারী ভোটার হোসনে আরা জানান, ‘আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা লাগবে জানি না। আড়াই ঘণ্টা হইলো এই লাইনে। সামনের দিকে আরও অনেক ভোটার। ইভিএম নষ্ট কি না, বুঝতেছি না।’
এই কেন্দ্রের দায়িত্ব থাকা প্রিসাইডিং কর্মকর্তা সৌরভ হোসেন বলেন, ‘দুপুর হতেই ভোটার অনেক বেড়েছে। অনেক ভোটার ইভিএমে ভোট দিতে জানেন না। তাঁদের শেখাতে শেখাতে সময় লেগে যাচ্ছে। অনেক ভোটারকে বুঝিয়ে দিলেও বুঝছেন না।’
এই প্রিসাইডিং কর্মকর্তা আরও বলেন, ‘ইভিএমে কোনো সমস্যা নেই। আমরা কিছুক্ষণ পরপরই মেশিনের ওপর নজর রাখছি।’
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ২২৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সকাল থেকে উপস্থিতি কম হলেও বেলা হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারের সংখ্যা। প্রায় প্রতিটি কেন্দ্রেই দীর্ঘ লাইন লক্ষ করা যায়। নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণে ধীরগতির অভিযোগ করছেন ভোটাররা।
সরেজমিনে দেখা যায়, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারছেন না অনেকে। নগরীর হাজিরহাট থানার উত্তম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন মশিউর রহমান নামের এক ভোটার। তিনি জানান, তিন ঘণ্টা ধরে লাইনে অপেক্ষা করে ভোট দিতে পারেননি।
আরেক ভোটার নুরুল ইসলাম অভিযোগ করেন, যারা ভোট গ্রহণের দায়িত্বে আছেন, তাঁরা সঠিকভাবে কাজ করছেন না। তিনি বলেন, ‘সকাল থেকে না খেয়েই আসছি। খালি পেটে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকব।’
একই কেন্দ্রর নারী ভোটার হোসনে আরা জানান, ‘আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা লাগবে জানি না। আড়াই ঘণ্টা হইলো এই লাইনে। সামনের দিকে আরও অনেক ভোটার। ইভিএম নষ্ট কি না, বুঝতেছি না।’
এই কেন্দ্রের দায়িত্ব থাকা প্রিসাইডিং কর্মকর্তা সৌরভ হোসেন বলেন, ‘দুপুর হতেই ভোটার অনেক বেড়েছে। অনেক ভোটার ইভিএমে ভোট দিতে জানেন না। তাঁদের শেখাতে শেখাতে সময় লেগে যাচ্ছে। অনেক ভোটারকে বুঝিয়ে দিলেও বুঝছেন না।’
এই প্রিসাইডিং কর্মকর্তা আরও বলেন, ‘ইভিএমে কোনো সমস্যা নেই। আমরা কিছুক্ষণ পরপরই মেশিনের ওপর নজর রাখছি।’
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ২২৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৩২ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
৩৩ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে সড়কে গাছ ফেলে একটি ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ভবানীপুর এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে