কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরের গ্রামে লাশটি পাওয়া যায়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত যুবকের নাম আরিফুল ইসলাম (২২)। তিনি ধনারচর চরের গ্রামের সুরুজ্জামাল মিয়ার ছেলে। সুরুজ্জামাল উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক এবং যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি। এলাকায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের ‘বড় ভাই’ হিসেবে পরিচিত। গত ৭ মার্চ পুলিশ সুরুজ্জামালকে গ্রেপ্তার করে। তিনি বর্তমানে কুড়িগ্রাম কারাগারে রয়েছেন।
জানা গেছে, আরিফের মরদেহের পাশে একটি ডিঙ্গি নৌকায় মাদক সেবনের আলামত পেয়েছে পুলিশ। পাশে একটি ভূট্টা খেতেও একাধিক ব্যক্তির মাদক সেবনের আলামত পাওয়া গেছে। তবে আরিফ মাদকসেবীদের সঙ্গী নাকি হামলার শিকার তা নিশ্চিত হওয়া যায়নি।
আরিফের ভাই আনোয়ার হোসেন বলেন, ‘আরিফ ট্রাক্টরচালায়। শনিবার রাতে গাড়ি চালিয়ে বাসায় ফেরে। পরে সেহরি খেয়ে ভোরে আবার গাড়ি নিয়ে বের হয়। কিন্তু সকালে তার ভাসমান লাশ দেখতে পাই। আমার বড় ভাই গিয়ে লাশ ডাঙ্গায় তোলে। পরে পুলিশ এসে লাশ ও আলামত উদ্ধার করে নিয়ে যায়। আমার ভাইকে মেরে পানিতে ফেলে দেওয়া হয়েছে।’
ওসি লুৎফর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদনে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’ তিনি বলেন, ‘লাশের পাশে থাকা নৌকা ও পাশের একটি ভুট্টাখেতে মাদক সেবনের আলামত পাওয়া গেছে। আমরা সার্বিক বিষয় তদন্ত করছি।’

কুড়িগ্রামের রৌমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরের গ্রামে লাশটি পাওয়া যায়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত যুবকের নাম আরিফুল ইসলাম (২২)। তিনি ধনারচর চরের গ্রামের সুরুজ্জামাল মিয়ার ছেলে। সুরুজ্জামাল উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক এবং যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি। এলাকায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের ‘বড় ভাই’ হিসেবে পরিচিত। গত ৭ মার্চ পুলিশ সুরুজ্জামালকে গ্রেপ্তার করে। তিনি বর্তমানে কুড়িগ্রাম কারাগারে রয়েছেন।
জানা গেছে, আরিফের মরদেহের পাশে একটি ডিঙ্গি নৌকায় মাদক সেবনের আলামত পেয়েছে পুলিশ। পাশে একটি ভূট্টা খেতেও একাধিক ব্যক্তির মাদক সেবনের আলামত পাওয়া গেছে। তবে আরিফ মাদকসেবীদের সঙ্গী নাকি হামলার শিকার তা নিশ্চিত হওয়া যায়নি।
আরিফের ভাই আনোয়ার হোসেন বলেন, ‘আরিফ ট্রাক্টরচালায়। শনিবার রাতে গাড়ি চালিয়ে বাসায় ফেরে। পরে সেহরি খেয়ে ভোরে আবার গাড়ি নিয়ে বের হয়। কিন্তু সকালে তার ভাসমান লাশ দেখতে পাই। আমার বড় ভাই গিয়ে লাশ ডাঙ্গায় তোলে। পরে পুলিশ এসে লাশ ও আলামত উদ্ধার করে নিয়ে যায়। আমার ভাইকে মেরে পানিতে ফেলে দেওয়া হয়েছে।’
ওসি লুৎফর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। সুরতহাল প্রতিবেদনে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’ তিনি বলেন, ‘লাশের পাশে থাকা নৌকা ও পাশের একটি ভুট্টাখেতে মাদক সেবনের আলামত পাওয়া গেছে। আমরা সার্বিক বিষয় তদন্ত করছি।’

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
১৯ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে