Ajker Patrika

হলহলিয়া নদী থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ২৮ জুন ২০২৫, ১৬: ৩১
হলহলিয়া নদী থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ঘটনাস্থলে স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের রৌমারীতে ভারতীয় সীমান্তের শূন্যরেখার কাছাকাছি হলহলিয়া নদীতে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ পাওয়া গেছে। গতকাল শুক্রবার (২৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব ইটালুকান্দা এলাকার সীমান্তঘেঁষা হলহলিয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

আজ শনিবার বেলা ১১টা পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, লাশটি ভারত থেকে ভেসে এসেছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, আন্তর্জাতিক সীমানা ১০৫৩ মেইন পিলার থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুপুরে গরু চরাতে গেলে নদীতে মরদেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি বিজিবি ও পুলিশকে জানানো হয়। বিজিবি ও পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. মোসাদ্দেক হোসেন বলেন, মরদেহটি বেশ কয়েক দিন আগের মনে হয়েছে। অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ওসি লুৎফর রহমান বলেন, ‘সীমান্তের ২০০ থেকে ৩০০ গজের কাছাকাছি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। স্থানীয়দের ধারণা, লাশটি ভারত থেকে ভেসে এসেছে। ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত