Ajker Patrika

সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণার অভিযোগে মেম্বর প্রার্থী গ্রেপ্তার 

গাইবান্ধা প্রতিনিধি
সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণার অভিযোগে মেম্বর প্রার্থী গ্রেপ্তার 

প্রতারক আব্দুর রাজ্জাক নিজের নাম সাগর চৌধুরী নামে ফেসবুক আইডি খুলে ওই মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে ওই মহিলার ভাই তৌফিক প্রধানকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে ৩ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়ে চাকরির ভুয়া নিয়োগপত্র ই-মেইলের মাধ্যমে পাঠিয়ে দেন। ক্যাপ্টেন পরিচয় দিয়ে চাকরি দেয়ার কথা বলে প্রতারণা করার অভিযোগে আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গাইবান্ধার সাদুল্যাপুরে ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী। 

গাইবান্ধার পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, সাদুল্লাপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক সেনাবাহিনীর ক্যাপ্টেন সেজে ফেসবুক আইডি খোলেন। এই সূত্রে তার সঙ্গে জর্ডান প্রবাসী ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা মোছা: উম্মে কুলছুম জাহানের সঙ্গে পরিচয় হয়। সেখানে প্রতারক আব্দুর রাজ্জাক নিজের নাম সাগর চৌধুরী নামে ফেসবুক আইডি খুলে ওই মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে ওই মহিলার ভাই তৌফিক প্রধানকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে ৩ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়ে চাকরির ভুয়া নিয়োগপত্র ই-মেইলের মাধ্যমে পাঠিয়ে দেন। পরে কুলছুম বুঝতে পারেন যে, ক্যাপ্টেন সাগর চৌধুরী নিজ পরিচয় গোপন করে তার সঙ্গে প্রতারণা করেছে। 

পুলিশ সুপার আরও বলেন, এব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হলে গাইবান্ধা ডিবি পুলিশ তৎপর হয়ে ওঠে। তারা অত্যাধুনিক যন্ত্রাংশ ব্যবহার করে প্রতারক ও ভুয়া ক্যাপ্টেন আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত