পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুরে গভীর নলকূপের চারপাশে বেড়া দিয়ে সেচ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে অনিশ্চয়তার মুখে পড়েছে নলকূপের আওতায় থাকা প্রায় ১৩০ বিঘা জমির বোরো চাষ।
পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ শহিদুল ইসলাম ডন এ প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন বলে অভিযোগ করেন নলকূপ অপারেটর আব্দুস সালাম।
সরেজমিনে আজ শনিবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের গোপালপুর এলাকা ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ ফসলের মাঠে সেচ দেওয়ার জন্য বসানো হয়েছে একটি গভীর নলকূপ। সেটির চারদিকে টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশেই কয়েকজন কৃষক জমিতে বোরো চাষ নিয়ে দুশ্চিন্তায় বসে রয়েছেন।
স্থানীয় কৃষক আশরাফ আলী মোজাহার মিয়া ও আবুল হোসেনের সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষকদের সেচ সুবিধার লক্ষ্যে গোপালপুর গ্রামে সরকারি সম্পত্তিতে একটি গভীর নলকূপ স্থাপন করে সাদুল্লাপুর উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। সেখানে অপারেটর হিসেবে নিয়োগ পান গ্রামের মৃত তছির উদ্দিন আকন্দের ছেলে আব্দুল সালাম। ফলে দীর্ঘ বছর ধরে সেচ সুবিধা পাচ্ছিলেন কৃষকেরা।
অপরদিকে, ওই নলকূপ ঘেঁষে একই গ্রামের মৃত খেতাব উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম ডনের জমি রয়েছে। অপারেটর সালামের সঙ্গে ব্যক্তিগত শত্রুতার জেরে গভীর নলকূপের চারদিকে টিনের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন শহিদুল। ফলে বোরো চাষ সেচ কার্যক্রম আটকে পড়েছে। এতে বিপাকে পড়েছেন অপারেটর সালামসহ শতাধিক কৃষকেরা। এরই মধ্যে বোরো আবাদের জন্য কৃষকেরা প্রায় ১৩০ বিঘা জমি প্রস্তুত করেছেন। কিন্তু সেচ কার্যক্রম বন্ধ থাকায় চারা রোপণের কাজ বন্ধ হয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।
ভোগান্তির বিষয়ে নলকূপ অপারেটর আব্দুল সালাম বলেন, ‘নলকূপের দুই শতক জায়গা সরকারের। শহিদুল ইসলাম সঙ্গে আমার পারিবারিক দ্বন্দ্ব চলছে। এরই জেরে নলকূপের চারপাশে বেড়া দিয়ে সেচকাজের বন্ধ করে দিয়েছেন তিনি। ফলে কৃষকের জমিতে সেচ দিতে পারছি না। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন তাঁরা।
অভিযুক্ত শহিদুল ইসলাম বলেন, ‘নলকূপের জমিসহ পাশের জমি আমার। আমি আমার জমিতে প্রয়োজনে বেড়া দিয়েছি। এতে সেচ কার্যক্রম চলবে কিনা চলবে না সেটি আমার দেখার বিষয় নয়।’
এ বিষয়ে সাদুল্লাপুর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা আবুল বাশার বলেন, নলকূপের চারপাশে বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার বিষয়ে আমি জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধার সাদুল্লাপুরে গভীর নলকূপের চারপাশে বেড়া দিয়ে সেচ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে অনিশ্চয়তার মুখে পড়েছে নলকূপের আওতায় থাকা প্রায় ১৩০ বিঘা জমির বোরো চাষ।
পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ শহিদুল ইসলাম ডন এ প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন বলে অভিযোগ করেন নলকূপ অপারেটর আব্দুস সালাম।
সরেজমিনে আজ শনিবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের গোপালপুর এলাকা ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ ফসলের মাঠে সেচ দেওয়ার জন্য বসানো হয়েছে একটি গভীর নলকূপ। সেটির চারদিকে টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশেই কয়েকজন কৃষক জমিতে বোরো চাষ নিয়ে দুশ্চিন্তায় বসে রয়েছেন।
স্থানীয় কৃষক আশরাফ আলী মোজাহার মিয়া ও আবুল হোসেনের সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষকদের সেচ সুবিধার লক্ষ্যে গোপালপুর গ্রামে সরকারি সম্পত্তিতে একটি গভীর নলকূপ স্থাপন করে সাদুল্লাপুর উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। সেখানে অপারেটর হিসেবে নিয়োগ পান গ্রামের মৃত তছির উদ্দিন আকন্দের ছেলে আব্দুল সালাম। ফলে দীর্ঘ বছর ধরে সেচ সুবিধা পাচ্ছিলেন কৃষকেরা।
অপরদিকে, ওই নলকূপ ঘেঁষে একই গ্রামের মৃত খেতাব উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম ডনের জমি রয়েছে। অপারেটর সালামের সঙ্গে ব্যক্তিগত শত্রুতার জেরে গভীর নলকূপের চারদিকে টিনের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন শহিদুল। ফলে বোরো চাষ সেচ কার্যক্রম আটকে পড়েছে। এতে বিপাকে পড়েছেন অপারেটর সালামসহ শতাধিক কৃষকেরা। এরই মধ্যে বোরো আবাদের জন্য কৃষকেরা প্রায় ১৩০ বিঘা জমি প্রস্তুত করেছেন। কিন্তু সেচ কার্যক্রম বন্ধ থাকায় চারা রোপণের কাজ বন্ধ হয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।
ভোগান্তির বিষয়ে নলকূপ অপারেটর আব্দুল সালাম বলেন, ‘নলকূপের দুই শতক জায়গা সরকারের। শহিদুল ইসলাম সঙ্গে আমার পারিবারিক দ্বন্দ্ব চলছে। এরই জেরে নলকূপের চারপাশে বেড়া দিয়ে সেচকাজের বন্ধ করে দিয়েছেন তিনি। ফলে কৃষকের জমিতে সেচ দিতে পারছি না। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন তাঁরা।
অভিযুক্ত শহিদুল ইসলাম বলেন, ‘নলকূপের জমিসহ পাশের জমি আমার। আমি আমার জমিতে প্রয়োজনে বেড়া দিয়েছি। এতে সেচ কার্যক্রম চলবে কিনা চলবে না সেটি আমার দেখার বিষয় নয়।’
এ বিষয়ে সাদুল্লাপুর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা আবুল বাশার বলেন, নলকূপের চারপাশে বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার বিষয়ে আমি জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
২ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
২ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৩ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৩ ঘণ্টা আগে