পঞ্চগড় প্রতিনিধি

‘২০২৩ সালের জুনে পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত আন্তনগর ট্রেন চালু করা হবে। উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ নিশ্চিত করে এ অঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়নসহ কৃষি এবং অর্থ-বাণিজ্যের প্রসার ঘটানো হবে’-বলে জানিয়েছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি। আজ শনিবার পঞ্চগড়-সান্তাহার রুটে আন্তনগর ট্রেন দোলনচাঁপা এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে উপস্থিত থেকে ট্রেনটির শুভ উদ্বোধনসহ মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে নবনির্মিত গেট ও অ্যাপ্রোচ রোডের উদ্বোধন করেন রেলমন্ত্রী। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন-সান্তাহার (ভায়া রংপুর-বগুড়া) রুটে চলাচল করবে।
ট্রেন চালুর বিষয়ে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক বলেন, ‘চিকিৎসা ক্ষেত্রসহ অন্যান্য কাজে রেলপথে পঞ্চগড়ের মানুষজন রংপুর যেতে অনেকটাই দুর্ভোগ পোহাতে। পঞ্চগড়বাসীর দীর্ঘদিনের দাবি ছিল এ ট্রেনটি চালুর। কিছুদিন আগে রেলপথমন্ত্রী ও সচিব মহোদয়ের উপস্থিতিতে রেলস্টেশনে এক প্রোগ্রামে জেলাবাসীর পক্ষ থেকে ট্রেনটি চালুর দাবি তোলা হয়েছিল। অবশেষে আজ পঞ্চগড়-সান্তাহার রেলরুটে আমাদের দাবির ট্রেনটি চালু করা হল। এতে উত্তরাঞ্চলের সর্বস্তরের মানুষ উপকৃত হবে। এতে পঞ্চগড়ের সঙ্গে রংপুর বিভাগের যে সম্পর্ক আরও ভালো হবে।’
সভাপতি আরও বলেন, পঞ্চগড়-সান্তাহার রেলরুটে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি চালু হওয়ায় পঞ্চগড়বাসীর মাঝে খুশির আমেজ দেখা গেছে। উদ্বোধনী অনুষ্ঠান দেখতে স্টেশনে হাজার হাজার মানুষ একত্রিত হন।
উল্লেখ্য, গত ১৯৮৬ সালের ১৬ মার্চে সান্তাহার থেকে দিনাজপুর রেলরুটে চলাচলকারী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধন করা হলেও পঞ্চগড়ের সঙ্গে এর কোনো যোগাযোগ ছিল না। অবশেষে পঞ্চগড়সহ ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের চাওয়া এ দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন সার্ভিসটি আজ থেকে চালু হয়েছে।

‘২০২৩ সালের জুনে পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত আন্তনগর ট্রেন চালু করা হবে। উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ নিশ্চিত করে এ অঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়নসহ কৃষি এবং অর্থ-বাণিজ্যের প্রসার ঘটানো হবে’-বলে জানিয়েছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি। আজ শনিবার পঞ্চগড়-সান্তাহার রুটে আন্তনগর ট্রেন দোলনচাঁপা এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে উপস্থিত থেকে ট্রেনটির শুভ উদ্বোধনসহ মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে নবনির্মিত গেট ও অ্যাপ্রোচ রোডের উদ্বোধন করেন রেলমন্ত্রী। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন-সান্তাহার (ভায়া রংপুর-বগুড়া) রুটে চলাচল করবে।
ট্রেন চালুর বিষয়ে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক বলেন, ‘চিকিৎসা ক্ষেত্রসহ অন্যান্য কাজে রেলপথে পঞ্চগড়ের মানুষজন রংপুর যেতে অনেকটাই দুর্ভোগ পোহাতে। পঞ্চগড়বাসীর দীর্ঘদিনের দাবি ছিল এ ট্রেনটি চালুর। কিছুদিন আগে রেলপথমন্ত্রী ও সচিব মহোদয়ের উপস্থিতিতে রেলস্টেশনে এক প্রোগ্রামে জেলাবাসীর পক্ষ থেকে ট্রেনটি চালুর দাবি তোলা হয়েছিল। অবশেষে আজ পঞ্চগড়-সান্তাহার রেলরুটে আমাদের দাবির ট্রেনটি চালু করা হল। এতে উত্তরাঞ্চলের সর্বস্তরের মানুষ উপকৃত হবে। এতে পঞ্চগড়ের সঙ্গে রংপুর বিভাগের যে সম্পর্ক আরও ভালো হবে।’
সভাপতি আরও বলেন, পঞ্চগড়-সান্তাহার রেলরুটে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি চালু হওয়ায় পঞ্চগড়বাসীর মাঝে খুশির আমেজ দেখা গেছে। উদ্বোধনী অনুষ্ঠান দেখতে স্টেশনে হাজার হাজার মানুষ একত্রিত হন।
উল্লেখ্য, গত ১৯৮৬ সালের ১৬ মার্চে সান্তাহার থেকে দিনাজপুর রেলরুটে চলাচলকারী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধন করা হলেও পঞ্চগড়ের সঙ্গে এর কোনো যোগাযোগ ছিল না। অবশেষে পঞ্চগড়সহ ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের চাওয়া এ দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন সার্ভিসটি আজ থেকে চালু হয়েছে।

ফেলানীর ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিতে নিয়োগ পেয়েছেন। আজ বুধবার বিজিবির ১০৪ তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনীতে শপথ নেন তিনি।
৩ মিনিট আগে
পিরোজপুরে ছাত্রলীগ থেকে অব্যাহতি নিয়ে জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন মো. আতিকুর রহমান খান হৃদয় নামের এক নেতা। আজ বুধবার (১৪ জানুয়ারি) স্ট্যাম্পে অঙ্গীকারনামার মাধ্যমে তিনি ছাত্রলীগ থেকে অব্যাহতি নেন এবং বিএনপির সঙ্গে কাজ করার ঘোষণা দেন।
১ ঘণ্টা আগে
আজ সকালে কারখানা দুটির কয়েক হাজার শ্রমিক কাজ শুরু করেন। এ সময় বিভিন্ন তলায় কর্মরত শ্রমিকেরা অসুস্থ হতে থাকেন। পরে শতাধিক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১ ঘণ্টা আগে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেরোবি শাখার সভাপতি মো. সুমন সরকার।
১ ঘণ্টা আগে