পঞ্চগড় প্রতিনিধি

‘২০২৩ সালের জুনে পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত আন্তনগর ট্রেন চালু করা হবে। উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ নিশ্চিত করে এ অঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়নসহ কৃষি এবং অর্থ-বাণিজ্যের প্রসার ঘটানো হবে’-বলে জানিয়েছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি। আজ শনিবার পঞ্চগড়-সান্তাহার রুটে আন্তনগর ট্রেন দোলনচাঁপা এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে উপস্থিত থেকে ট্রেনটির শুভ উদ্বোধনসহ মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে নবনির্মিত গেট ও অ্যাপ্রোচ রোডের উদ্বোধন করেন রেলমন্ত্রী। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন-সান্তাহার (ভায়া রংপুর-বগুড়া) রুটে চলাচল করবে।
ট্রেন চালুর বিষয়ে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক বলেন, ‘চিকিৎসা ক্ষেত্রসহ অন্যান্য কাজে রেলপথে পঞ্চগড়ের মানুষজন রংপুর যেতে অনেকটাই দুর্ভোগ পোহাতে। পঞ্চগড়বাসীর দীর্ঘদিনের দাবি ছিল এ ট্রেনটি চালুর। কিছুদিন আগে রেলপথমন্ত্রী ও সচিব মহোদয়ের উপস্থিতিতে রেলস্টেশনে এক প্রোগ্রামে জেলাবাসীর পক্ষ থেকে ট্রেনটি চালুর দাবি তোলা হয়েছিল। অবশেষে আজ পঞ্চগড়-সান্তাহার রেলরুটে আমাদের দাবির ট্রেনটি চালু করা হল। এতে উত্তরাঞ্চলের সর্বস্তরের মানুষ উপকৃত হবে। এতে পঞ্চগড়ের সঙ্গে রংপুর বিভাগের যে সম্পর্ক আরও ভালো হবে।’
সভাপতি আরও বলেন, পঞ্চগড়-সান্তাহার রেলরুটে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি চালু হওয়ায় পঞ্চগড়বাসীর মাঝে খুশির আমেজ দেখা গেছে। উদ্বোধনী অনুষ্ঠান দেখতে স্টেশনে হাজার হাজার মানুষ একত্রিত হন।
উল্লেখ্য, গত ১৯৮৬ সালের ১৬ মার্চে সান্তাহার থেকে দিনাজপুর রেলরুটে চলাচলকারী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধন করা হলেও পঞ্চগড়ের সঙ্গে এর কোনো যোগাযোগ ছিল না। অবশেষে পঞ্চগড়সহ ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের চাওয়া এ দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন সার্ভিসটি আজ থেকে চালু হয়েছে।

‘২০২৩ সালের জুনে পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত আন্তনগর ট্রেন চালু করা হবে। উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ নিশ্চিত করে এ অঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়নসহ কৃষি এবং অর্থ-বাণিজ্যের প্রসার ঘটানো হবে’-বলে জানিয়েছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি। আজ শনিবার পঞ্চগড়-সান্তাহার রুটে আন্তনগর ট্রেন দোলনচাঁপা এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে উপস্থিত থেকে ট্রেনটির শুভ উদ্বোধনসহ মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে নবনির্মিত গেট ও অ্যাপ্রোচ রোডের উদ্বোধন করেন রেলমন্ত্রী। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন-সান্তাহার (ভায়া রংপুর-বগুড়া) রুটে চলাচল করবে।
ট্রেন চালুর বিষয়ে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক বলেন, ‘চিকিৎসা ক্ষেত্রসহ অন্যান্য কাজে রেলপথে পঞ্চগড়ের মানুষজন রংপুর যেতে অনেকটাই দুর্ভোগ পোহাতে। পঞ্চগড়বাসীর দীর্ঘদিনের দাবি ছিল এ ট্রেনটি চালুর। কিছুদিন আগে রেলপথমন্ত্রী ও সচিব মহোদয়ের উপস্থিতিতে রেলস্টেশনে এক প্রোগ্রামে জেলাবাসীর পক্ষ থেকে ট্রেনটি চালুর দাবি তোলা হয়েছিল। অবশেষে আজ পঞ্চগড়-সান্তাহার রেলরুটে আমাদের দাবির ট্রেনটি চালু করা হল। এতে উত্তরাঞ্চলের সর্বস্তরের মানুষ উপকৃত হবে। এতে পঞ্চগড়ের সঙ্গে রংপুর বিভাগের যে সম্পর্ক আরও ভালো হবে।’
সভাপতি আরও বলেন, পঞ্চগড়-সান্তাহার রেলরুটে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি চালু হওয়ায় পঞ্চগড়বাসীর মাঝে খুশির আমেজ দেখা গেছে। উদ্বোধনী অনুষ্ঠান দেখতে স্টেশনে হাজার হাজার মানুষ একত্রিত হন।
উল্লেখ্য, গত ১৯৮৬ সালের ১৬ মার্চে সান্তাহার থেকে দিনাজপুর রেলরুটে চলাচলকারী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধন করা হলেও পঞ্চগড়ের সঙ্গে এর কোনো যোগাযোগ ছিল না। অবশেষে পঞ্চগড়সহ ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের চাওয়া এ দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন সার্ভিসটি আজ থেকে চালু হয়েছে।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৪ ঘণ্টা আগে