পঞ্চগড় প্রতিনিধি

‘২০২৩ সালের জুনে পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত আন্তনগর ট্রেন চালু করা হবে। উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ নিশ্চিত করে এ অঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়নসহ কৃষি এবং অর্থ-বাণিজ্যের প্রসার ঘটানো হবে’-বলে জানিয়েছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি। আজ শনিবার পঞ্চগড়-সান্তাহার রুটে আন্তনগর ট্রেন দোলনচাঁপা এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে উপস্থিত থেকে ট্রেনটির শুভ উদ্বোধনসহ মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে নবনির্মিত গেট ও অ্যাপ্রোচ রোডের উদ্বোধন করেন রেলমন্ত্রী। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন-সান্তাহার (ভায়া রংপুর-বগুড়া) রুটে চলাচল করবে।
ট্রেন চালুর বিষয়ে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক বলেন, ‘চিকিৎসা ক্ষেত্রসহ অন্যান্য কাজে রেলপথে পঞ্চগড়ের মানুষজন রংপুর যেতে অনেকটাই দুর্ভোগ পোহাতে। পঞ্চগড়বাসীর দীর্ঘদিনের দাবি ছিল এ ট্রেনটি চালুর। কিছুদিন আগে রেলপথমন্ত্রী ও সচিব মহোদয়ের উপস্থিতিতে রেলস্টেশনে এক প্রোগ্রামে জেলাবাসীর পক্ষ থেকে ট্রেনটি চালুর দাবি তোলা হয়েছিল। অবশেষে আজ পঞ্চগড়-সান্তাহার রেলরুটে আমাদের দাবির ট্রেনটি চালু করা হল। এতে উত্তরাঞ্চলের সর্বস্তরের মানুষ উপকৃত হবে। এতে পঞ্চগড়ের সঙ্গে রংপুর বিভাগের যে সম্পর্ক আরও ভালো হবে।’
সভাপতি আরও বলেন, পঞ্চগড়-সান্তাহার রেলরুটে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি চালু হওয়ায় পঞ্চগড়বাসীর মাঝে খুশির আমেজ দেখা গেছে। উদ্বোধনী অনুষ্ঠান দেখতে স্টেশনে হাজার হাজার মানুষ একত্রিত হন।
উল্লেখ্য, গত ১৯৮৬ সালের ১৬ মার্চে সান্তাহার থেকে দিনাজপুর রেলরুটে চলাচলকারী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধন করা হলেও পঞ্চগড়ের সঙ্গে এর কোনো যোগাযোগ ছিল না। অবশেষে পঞ্চগড়সহ ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের চাওয়া এ দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন সার্ভিসটি আজ থেকে চালু হয়েছে।

‘২০২৩ সালের জুনে পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত আন্তনগর ট্রেন চালু করা হবে। উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ নিশ্চিত করে এ অঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়নসহ কৃষি এবং অর্থ-বাণিজ্যের প্রসার ঘটানো হবে’-বলে জানিয়েছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি। আজ শনিবার পঞ্চগড়-সান্তাহার রুটে আন্তনগর ট্রেন দোলনচাঁপা এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে উপস্থিত থেকে ট্রেনটির শুভ উদ্বোধনসহ মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে নবনির্মিত গেট ও অ্যাপ্রোচ রোডের উদ্বোধন করেন রেলমন্ত্রী। দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন-সান্তাহার (ভায়া রংপুর-বগুড়া) রুটে চলাচল করবে।
ট্রেন চালুর বিষয়ে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক বলেন, ‘চিকিৎসা ক্ষেত্রসহ অন্যান্য কাজে রেলপথে পঞ্চগড়ের মানুষজন রংপুর যেতে অনেকটাই দুর্ভোগ পোহাতে। পঞ্চগড়বাসীর দীর্ঘদিনের দাবি ছিল এ ট্রেনটি চালুর। কিছুদিন আগে রেলপথমন্ত্রী ও সচিব মহোদয়ের উপস্থিতিতে রেলস্টেশনে এক প্রোগ্রামে জেলাবাসীর পক্ষ থেকে ট্রেনটি চালুর দাবি তোলা হয়েছিল। অবশেষে আজ পঞ্চগড়-সান্তাহার রেলরুটে আমাদের দাবির ট্রেনটি চালু করা হল। এতে উত্তরাঞ্চলের সর্বস্তরের মানুষ উপকৃত হবে। এতে পঞ্চগড়ের সঙ্গে রংপুর বিভাগের যে সম্পর্ক আরও ভালো হবে।’
সভাপতি আরও বলেন, পঞ্চগড়-সান্তাহার রেলরুটে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি চালু হওয়ায় পঞ্চগড়বাসীর মাঝে খুশির আমেজ দেখা গেছে। উদ্বোধনী অনুষ্ঠান দেখতে স্টেশনে হাজার হাজার মানুষ একত্রিত হন।
উল্লেখ্য, গত ১৯৮৬ সালের ১৬ মার্চে সান্তাহার থেকে দিনাজপুর রেলরুটে চলাচলকারী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধন করা হলেও পঞ্চগড়ের সঙ্গে এর কোনো যোগাযোগ ছিল না। অবশেষে পঞ্চগড়সহ ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের চাওয়া এ দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন সার্ভিসটি আজ থেকে চালু হয়েছে।

দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২৭ মিনিট আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২ ঘণ্টা আগে