Ajker Patrika

কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের বিষয় জানানো হয়েছে। 

সদ্য বিলুপ্ত জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা এই তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। 

রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘দলের গৃহীত এক সিদ্ধান্তে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে কুড়িগ্রাম জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।’ 

এর আগে ২০১৬ সালে ১৫১ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম জেলা কমিটি গঠন করা হয়। কিন্তু শুরু থেকেই সভাপতি তাসভীরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। 

মেয়াদোত্তীর্ণ কমিটি আর দ্বন্দ্বের কারণে দলটির সাংগঠনিক কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়ে। দলীয় যেকোনো কর্মসূচি বাস্তবায়নেও নেতা–কর্মীদের মধ্যে বিভক্তি প্রকাশ্যে রূপ পেয়ে আসছিল। কমিটি বিলুপ্ত ঘোষণার মাধ্যমে আপাতত এসবের অবসান হলো বলে মনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন দলটির নেতা–কর্মীরা। 

সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, ‘কমিটির ভেঙেছে ভালো হয়েছে। এত দ্বন্দ্বের চেয়ে ভেঙে দিয়েছে এতে আমি খুশি। আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত