রংপুর প্রতিনিধি

রংপুর নগরীর ইসলামবাগ আর কে রোড এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল হসপিটালে এক প্রসূতির মৃত্যুর অভিযোগের পর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হাসপাতালটিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন। আজ বুধবার বিকেল ৫টার দিকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেন সেনাবাহিনী, সিভিল সার্জন কার্যালয় ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কর্মকর্তারা।
অভিযানে হাসপাতালটিতে নানা অনিয়ম ও চিকিৎসা ব্যবস্থাপনায় গাফিলতির প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেশকাতুল আবেদ। তিনি বলেন, হাসপাতালটিতে একজন প্রসূতির চিকিৎসা অবহেলার কারণে মৃত্যুর ঘটনার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। হাসপাতালটির কাগজপত্র নবায়ন করা না থাকায় এবং অন্যান্য সমস্যা থাকার কারণে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায় এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম বলেন, হাসপাতালটির অপারেশন থিয়েটার রুমে কিছু ইকুইপমেন্ট কমতি রয়েছে। ২০ বেডের অনুমোদন থাকলেও ৩০টি বেড রয়েছে। পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক, নার্স ও কর্মচারীর সংকট রয়েছে। তাদের সতর্ক করার পাশাপাশি এসব ঠিক করার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে।
এ বিষয়ে সিভিল সার্জন শাহীন সুলতানা বলেন, রংপুর জেলায় প্রতিনিয়তই ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোর কার্যক্রম মনিটরিং করা হচ্ছে এবং অবৈধ ও অনিয়মিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।
এদিকে ১৬ জুন যৌথ বাহিনীর অভিযানে স্বপ্ন জেনারেল হাসপাতাল বন্ধ করার পরেও গোপনে রোগী ভর্তি কার্যক্রম ও অপারেশন করে আসার অভিযোগে আবারও অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

রংপুর নগরীর ইসলামবাগ আর কে রোড এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল হসপিটালে এক প্রসূতির মৃত্যুর অভিযোগের পর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হাসপাতালটিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন। আজ বুধবার বিকেল ৫টার দিকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেন সেনাবাহিনী, সিভিল সার্জন কার্যালয় ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কর্মকর্তারা।
অভিযানে হাসপাতালটিতে নানা অনিয়ম ও চিকিৎসা ব্যবস্থাপনায় গাফিলতির প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেশকাতুল আবেদ। তিনি বলেন, হাসপাতালটিতে একজন প্রসূতির চিকিৎসা অবহেলার কারণে মৃত্যুর ঘটনার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। হাসপাতালটির কাগজপত্র নবায়ন করা না থাকায় এবং অন্যান্য সমস্যা থাকার কারণে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায় এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম বলেন, হাসপাতালটির অপারেশন থিয়েটার রুমে কিছু ইকুইপমেন্ট কমতি রয়েছে। ২০ বেডের অনুমোদন থাকলেও ৩০টি বেড রয়েছে। পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক, নার্স ও কর্মচারীর সংকট রয়েছে। তাদের সতর্ক করার পাশাপাশি এসব ঠিক করার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে।
এ বিষয়ে সিভিল সার্জন শাহীন সুলতানা বলেন, রংপুর জেলায় প্রতিনিয়তই ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোর কার্যক্রম মনিটরিং করা হচ্ছে এবং অবৈধ ও অনিয়মিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।
এদিকে ১৬ জুন যৌথ বাহিনীর অভিযানে স্বপ্ন জেনারেল হাসপাতাল বন্ধ করার পরেও গোপনে রোগী ভর্তি কার্যক্রম ও অপারেশন করে আসার অভিযোগে আবারও অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয়কে দিয়ে চিকিৎসা করানোসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পাবনা-সিরাজগঞ্জের সমন্বিত জেলা কার্যালয়ের তিন সদস্যের একটি দল উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য
১৬ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গতকাল তারেক রহমান একটা কার্ড দেখাচ্ছেন কড়াইল বস্তির ওই প্রোগ্রামে। দেখিয়ে বলছেন, এটা দিয়ে এই হবে, এই হবে, যেটা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
২১ মিনিট আগে
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের কাছে আবিদের সুস্থতা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। দুর্ঘটনায় আবিদের শরীরের ২২ শতাংশ পুড়ে গিয়েছিল। তবে ক্ষত গভীর হওয়ায় তার রক্তে সংক্রমণ (সেফটিসেমিয়া) ছড়িয়ে পড়েছিল।
৩৫ মিনিট আগে
রাজধানীর খিলগাঁও এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের জন্য নির্ধারিত ফাঁকা জায়গা থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সালমান (১২) নামে ওই শিশুটিকে পথশিশু বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে