Ajker Patrika

সৈয়দপুরে সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি 
নীলফামারীর সৈয়দপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছবি আঁকছে শিশুরা। ছবি: আজকের পত্রিকা
নীলফামারীর সৈয়দপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছবি আঁকছে শিশুরা। ছবি: আজকের পত্রিকা

অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আজ শুক্রবার বিকেলে স্থানীয় পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে এ প্রতিযোগিতা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি শরিফুল ইসলাম সাজু। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজা মাহমুদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সৈয়দপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল কাফি ও সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের জ্যেষ্ঠ সদস্য আবু সুফিয়ান।

নীলফামারীর সৈয়দপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছবি আঁকছে শিশুরা। ছবি: আজকের পত্রিকা
নীলফামারীর সৈয়দপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছবি আঁকছে শিশুরা। ছবি: আজকের পত্রিকা

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি সারোয়ার রহমান, সহসাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, জ্যেষ্ঠ সদস্য রফিকুল বারী বাবলু, অর্থ সম্পাদক মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস সরকার, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রোকনুজ্জামান নিশান, মহিলাবিষয়ক সম্পাদক সায়মা পারভীন রুহি, সাহিত্য সম্পাদক আনন্দ রায়, সদস্য শান্তা ইসলাম, মাহবুব রহমান মানিক, সাংবাদিক এম এ মোমেন, পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত