পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে সেচ ব্যবসার স্বার্থে করতোয়া নদীরক্ষা বাঁধ কেটে নালা তৈরি করা হচ্ছে। স্থানীয় পাম্পমালিক হারুন অর রশিদের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে। এতে বর্ষা মৌসুমে আশপাশের অন্তত ১২ গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
আজ রোববার সরেজমিন অনুসন্ধানে জানা যায়, উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বুজরুক টেংরা গ্রামের হারুন ২০১৭ সাল থেকে সেচপাম্প চালিয়ে আসছেন। তিনি এ বছর বাঁধের অপর পাশে থাকা জমিগুলো তাঁর পাম্পের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য বাঁধের অন্তত ৫০০ ফুট জায়গা কেটে নালা তৈরি করেছেন।
এর ফলে সামনের বর্ষা মৌসুমে বাঁধটি ভেঙে উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের বুজরুক টেংরা খোর্দটেংরা, গনেশপুর, বেড়াডাঙ্গা নয়নপুর, গোপালপুর, হোসেনপুর ইউনিয়নের ফরিদপুর, শিশুদহ, শালমারা, করিআটা, রামচন্দ্রপুরসহ গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি নদী পর্যন্ত অন্তত ১২ গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বুজরুক টেংরা গ্রামের বেনজির মিয়া বলেন, হারুনকে বাঁধ কাটতে নিষেধ করা হলেও তিনি কথা শোনেননি। বাধা দিতে গেলে তার লোকজন গালিগালাজসহ হুমকি দেন।
এ ব্যাপারে হারুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘পাশের বাঁধ কাটা হয়েছে, আবার ভরাট করে দেওয়া হবে।’
ওই ওয়ার্ডের ইউপি সদস্য ইমরান হোসেন বলেন, ‘শোনার পর আমি সকালে গিয়েছিলাম বাঁধ কাটতে নিষেধ করেছি।’
যোগাযোগ করা হলে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, ‘অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

গাইবান্ধার পলাশবাড়ীতে সেচ ব্যবসার স্বার্থে করতোয়া নদীরক্ষা বাঁধ কেটে নালা তৈরি করা হচ্ছে। স্থানীয় পাম্পমালিক হারুন অর রশিদের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে। এতে বর্ষা মৌসুমে আশপাশের অন্তত ১২ গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
আজ রোববার সরেজমিন অনুসন্ধানে জানা যায়, উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বুজরুক টেংরা গ্রামের হারুন ২০১৭ সাল থেকে সেচপাম্প চালিয়ে আসছেন। তিনি এ বছর বাঁধের অপর পাশে থাকা জমিগুলো তাঁর পাম্পের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য বাঁধের অন্তত ৫০০ ফুট জায়গা কেটে নালা তৈরি করেছেন।
এর ফলে সামনের বর্ষা মৌসুমে বাঁধটি ভেঙে উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের বুজরুক টেংরা খোর্দটেংরা, গনেশপুর, বেড়াডাঙ্গা নয়নপুর, গোপালপুর, হোসেনপুর ইউনিয়নের ফরিদপুর, শিশুদহ, শালমারা, করিআটা, রামচন্দ্রপুরসহ গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি নদী পর্যন্ত অন্তত ১২ গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বুজরুক টেংরা গ্রামের বেনজির মিয়া বলেন, হারুনকে বাঁধ কাটতে নিষেধ করা হলেও তিনি কথা শোনেননি। বাধা দিতে গেলে তার লোকজন গালিগালাজসহ হুমকি দেন।
এ ব্যাপারে হারুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘পাশের বাঁধ কাটা হয়েছে, আবার ভরাট করে দেওয়া হবে।’
ওই ওয়ার্ডের ইউপি সদস্য ইমরান হোসেন বলেন, ‘শোনার পর আমি সকালে গিয়েছিলাম বাঁধ কাটতে নিষেধ করেছি।’
যোগাযোগ করা হলে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, ‘অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে