Ajker Patrika

নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু

নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের পশ্চিম কুচিয়ারমোড় দোলাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

শিশু দুটি হলো ওই গ্রামের এন্তাজুল ইসলামের মেয়ে লিমা আক্তার (৯) এবং একই গ্রামের এনামুল হকের ছেলে আরিফ হোসেন (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

পুলিশ জানায়, আজ রোববার দুপুরে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে বাড়ির উঠানে খেলছিল ওই দুই শিশু। এ সময় সেখানে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারের স্পর্শে তারা দুজন বিদ্যুতায়িত হয়। টের পেয়ে স্বজনেরা তাদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এলাকাবাসীর ধারণা, বিদ্যুৎ সংযোগে নিম্নমানের তার ব্যবহার করায় সেটি ঘরের চালে ছিঁড়ে পড়ে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, পরিবারের অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ওই দুই শিশুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

রমজানের সময়সূচি ২০২৬: সেহরি ও ইফতারের ক্যালেন্ডার

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত