Ajker Patrika

ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ঈদযাত্রা, ১০ টাকা ভাড়ায় মই বেয়ে ওঠানামা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১৪: ২১
ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ঈদযাত্রা, ১০ টাকা ভাড়ায় মই বেয়ে ওঠানামা

প্ল্যাটফরমে দাঁড়িয়ে থাকা ট্রেনের ভেতরে ও ছাদে উপচে পড়া ভিড়। কয়েক জন বাঁশের তৈরি ৮-১০ ফুট উচ্চতার মই নিয়ে ছোটাছুটি করছেন। কেউ মই বেয়ে ট্রেনের ছাদ থেকে নামছেন, কেউ আবার উঠছেন। 

গতকাল মঙ্গলবার রাত ৯টায় এমন চিত্রের দেখা মেলে দিনাজপুরের ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে। 

ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনটি ফুলবাড়ী স্টেশনের ১ নম্বর প্ল্যাটফরমে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মই নিয়ে ছোটাছুটি করতে দেখা যায় কয়েকজন নারী-পুরুষকে। কেউ ট্রেনের ছাদ থেকে নামতে এবং উঠতে চাইলে তাঁদের ডাকছেন। সঙ্গে সঙ্গে মই নিয়ে ছুটে এসে ট্রেনের ছাদে লাগিয়ে দিচ্ছেন, এরপর যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ১০ টাকা করে ভাড়া আদায় করছেন। 

জানতে চাইলে জহুরুল ইসলাম, রিনা বেগমসহ কয়েকজন জানান, এখন ঈদের সময় অনেক যাত্রী ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ছাদে উঠে যাত্রা করছেন। কেউ নামতে বা উঠতে চাইলে ট্রেনে মই লাগিয়ে দিচ্ছেন। এতে যাত্রীদের সুবিধা হচ্ছে, বিনিময়ে তাঁরাও কিছু টাকা পাচ্ছেন। ঈদের আগে-পড়ে সাত দিন এভাবে মই দিয়ে মানুষকে ওঠানামা করান বলে জানান তাঁরা। 

ঝুঁকি নিয়ে কেন ট্রেনের ছাদে এলেন এমন প্রশ্নের জবাবে মই বেয়ে নামা যাত্রীরা জানান, পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি। ট্রেনের ভেতরে জায়গা নেই, কিন্তু যেতে তো হবেই, তাই এ ব্যবস্থা। 

মই বেয়ে ছাদে ওঠানামার জন্য ভাড়া দিতে হয় ১০ টাকাফুলবাড়ী রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার টুটুল চন্দ্র সরকার বলেন, ‘ফুলবাড়ী স্টেশন হয়ে প্রতিদিন এই রুটে ১১টি আন্তনগর ট্রেন চলাচল করে, এর মধ্যে এখানে দুটি ট্রেনের স্টপেজ নেই। ঈদের সময় অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা করেন। ট্রেনের ছাদে জার্নি করা বেআইনি, তবু অনেকে না মেনে ঝুঁকি নিয়ে এভাবে যাত্রা করেন। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, আমাদের স্টেশনে জিআরপি নেই বলে বিষয়টি নিয়ে কিছুই করার থাকে না। তবে যেসব জংশন স্টেশনে জিআরপি রয়েছে, সেখানে ব্যবস্থা নেওয়া হয়। এ জন্য সবাইর সচেতন হওয়া প্রয়োজন।’ 
 
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, ট্রেনের ছাদে যাত্রা করা বেআইনি, এতে মারাত্মক ঝুঁকিও রয়েছে। রেলওয়ে হেডকোয়ার্টার থেকে সিনিয়র অথরিটিরা প্রথম দিকে বিষয়টি তদারক করেছেন। কিন্তু তা মানছে না যাত্রীরা। তবে বর্তমানে ঈদের কথা বিবেচনা করে তাদের বিরক্ত করতে মানা করেছেন। আপাতত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ারও কোনো নির্দেশনা নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত