সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য টাকা পেতে দেরি হওয়ায় নীলফামারীর সৈয়দপুরে রিশাদ আলম রিফাত (১৭) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আজ শনিবার বেলা তিনটার দিকে শহরের মুন্সিপাড়া এলাকার নিজ বাড়িতে এ ঘটায় সে। নিহত রিশাদ ওই এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী বলছেন, মৃত রিশাদ কিছুটা রাগী স্বভাবের। গত কয়েক দিন আগে সে পরিবারের কাউকে না জানিয়ে প্রেম করে বিয়ে করেছে। এ নিয়ে পরিবার ও তার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কলহ চলছিল। এদিকে রিশাদ এবারে এসএসসি পাস করে স্থানীয় এক শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পায়। ঘটনার দিন সে তার বাবার কাছ থেকে ভর্তির টাকা চায়। টাকা পেতে দেরি হওয়ায় রিশাদ তার নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ফেলেন পরিবারের লোকজন। এ সময় তাকে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে থাকতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠান। রমেকের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটিনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় পরিবারের সদস্য ও পৌর ওয়ার্ড কাউন্সিলরের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’

একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য টাকা পেতে দেরি হওয়ায় নীলফামারীর সৈয়দপুরে রিশাদ আলম রিফাত (১৭) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আজ শনিবার বেলা তিনটার দিকে শহরের মুন্সিপাড়া এলাকার নিজ বাড়িতে এ ঘটায় সে। নিহত রিশাদ ওই এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী বলছেন, মৃত রিশাদ কিছুটা রাগী স্বভাবের। গত কয়েক দিন আগে সে পরিবারের কাউকে না জানিয়ে প্রেম করে বিয়ে করেছে। এ নিয়ে পরিবার ও তার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কলহ চলছিল। এদিকে রিশাদ এবারে এসএসসি পাস করে স্থানীয় এক শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পায়। ঘটনার দিন সে তার বাবার কাছ থেকে ভর্তির টাকা চায়। টাকা পেতে দেরি হওয়ায় রিশাদ তার নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ফেলেন পরিবারের লোকজন। এ সময় তাকে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে থাকতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠান। রমেকের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটিনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় পরিবারের সদস্য ও পৌর ওয়ার্ড কাউন্সিলরের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৪ ঘণ্টা আগে