গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নের আলদাতপুর ছয়আনি এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের বসতবাড়িতে হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পাশের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে ভুক্তভোগী এক পরিবার বাদী হয়ে অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনের বিরুদ্ধে হামলা-ভাঙচুরের অভিযোগে মামলা করে।
পুলিশ গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি। তবে গোয়েন্দা সূত্রে জানা গেছে, মো. ইয়াছিন আলী (২৫), স্বাধীন মিয়া (২৮), আশরাফুল ইসলাম (২৮), এস এম আতিকুর রহমান খান ও সাদ্দাম হোসেন সেলিম (২২) নামের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা ঘটনাস্থলের পাশেই কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের বাসিন্দা। ঘটনার দিন ওই এলাকা থেকে এসে একদল লোক ধর্ম অবমাননার অভিযোগ তুলে হামলা চালায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যৌথ বাহিনী অভিযানে রাতভর তল্লাশি চালিয়ে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে ঘটনাস্থানের আশপাশের এলাকার থেকে তাঁদের গ্রেপ্তার করে।
গঙ্গাচড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার মামলায় যৌথ বাহিনীর অভিযানে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কতজন গ্রেপ্তার হয়েছেন, তা আমার জানা নেই। এ বিষয়ে ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) স্যার ভালো বলতে পারবেন।’
এ বিষয়ে ওসি আল এমরানের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি সাড়া দেননি।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, ‘গঙ্গাচড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার ঘটনায় গতকাল রাতে মামলা হওয়ার পর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নের আলদাতপুর ছয়আনি এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের বসতবাড়িতে হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পাশের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে ভুক্তভোগী এক পরিবার বাদী হয়ে অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনের বিরুদ্ধে হামলা-ভাঙচুরের অভিযোগে মামলা করে।
পুলিশ গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি। তবে গোয়েন্দা সূত্রে জানা গেছে, মো. ইয়াছিন আলী (২৫), স্বাধীন মিয়া (২৮), আশরাফুল ইসলাম (২৮), এস এম আতিকুর রহমান খান ও সাদ্দাম হোসেন সেলিম (২২) নামের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা ঘটনাস্থলের পাশেই কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের বাসিন্দা। ঘটনার দিন ওই এলাকা থেকে এসে একদল লোক ধর্ম অবমাননার অভিযোগ তুলে হামলা চালায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যৌথ বাহিনী অভিযানে রাতভর তল্লাশি চালিয়ে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে ঘটনাস্থানের আশপাশের এলাকার থেকে তাঁদের গ্রেপ্তার করে।
গঙ্গাচড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার মামলায় যৌথ বাহিনীর অভিযানে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কতজন গ্রেপ্তার হয়েছেন, তা আমার জানা নেই। এ বিষয়ে ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) স্যার ভালো বলতে পারবেন।’
এ বিষয়ে ওসি আল এমরানের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি সাড়া দেননি।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, ‘গঙ্গাচড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার ঘটনায় গতকাল রাতে মামলা হওয়ার পর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর একটি টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে চারজন সেনাসদস্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ওই ট্রাকটি আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের বেলেঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে
রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে একটি প্রাডো গাড়িসহ অপহরণ এবং এক বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে আহত করে তাঁর আগ্নেয়াস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার পর উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
উঠান বৈঠক করতে গিয়ে বাধা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের চন্দনাইশে গেজেটধারী জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির কার্যকরী নির্বাহী সদস্য হাসনাত আবদুল্লাহ এবং মঈন উদ্দীন মাহিনের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে আহতদের স্বজন...
১ ঘণ্টা আগে