প্রতিনিধি, মিঠাপুকুর, (রংপুর)

'শেখের বেটি গরিবের প্রধানমন্ত্রী জন্যই হামরা এত কিছু পাঁওছি। ট্যাকা দিয়াও ভাতা পাওয়া যায় নাই, অ্যালা বাড়িত আসি বই দিয়া যাওছে। শেখ হাসিনা ম্যালাদিন বাঁচি থাকুক এই দোয়া করোচি।' রংপুরের মিঠাপুকুর উপজেলায় ভাতা উত্তোলনের পরিচিতি বই হাতে পেয়ে এভাবেই মনের ভাব প্রকাশ করেন অনেকেই।
ভাতা তোলার জন্য পরিচিতি বই হাতে না পাওয়ায় মোবাইলে টাকার বার্তা পেয়েও অনেক বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিই তুলতে পারেননি প্রাপ্য ভাতা। অবশেষে জটিলতা নিরসনে উপজেলার ১৭ ইউনিয়নেই পরিচিতি বই বিতরণ করা হয়েছে। এই উপজেলায় অনলাইনে আবেদন করে ১২ হাজার ৬৪৪ জন বয়স্ক, ৬ হাজার ৬৪ জন বিধবা ও ৬৭৮ জন প্রতিবন্ধী উপকারভোগী হিসেবে তালিকা ভুক্ত হয়েছেন।
বই পাওয়া কয়েকজন উপকার ভোগীর সঙ্গে সরাসরি এবং মুঠো ফোনে কথা বলে তাঁদের অনুভূতি বা মনের ভাব জানার চেষ্টা করা হয়। খোঁড়াগাছ ইউনিয়নের জারুল্যাপুর গ্রামের নজির হোসেন মণ্ডল বলেন, 'এই বয়সে ম্যালা সরকার দেইখনো কিন্তু শেখ হাসিনার সরকারের মতন কেউ আছিলো না। সরকার পাকা বাড়ি করি দেয় জীবনে এই প্রথম দেখোছি।'
রুপসী সর্দার পাড়া গ্রামের বিরেন্দ্র নাথ রায় বলেন, `অনেক গরিব মানুষ ফোনে ২ / ৩ বার আড়াই হাজার করে টাকা পেয়েছে। এটা আমার কাছে স্বপ্ন মনে হয়।'
একজন পুলিশ সদস্যের দ্বিতীয় স্ত্রী গোলেনুর বেগম। স্বামী মারা যাওয়ার পর শ্বশুরবাড়ি থেকে কোনো সহায়তা না পেয়ে ইট কুড়িয়ে খোয়া বেঁচে তিন সন্তানকে নিয়ে সংসার চালাচ্ছেন। তাঁর একটি ছোট্ট চা বিস্কুটের দোকান আছে। করোনার কারণে পুঁজি শেষ হওয়ায় সেটি এখন বন্ধ। ভাতা বাবদ ৬ হাজার টাকা উঠিয়ে দোকানটি চালু করবেন বলে জানান তিনি।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার জানান, তাঁর ইউনিয়নে ২ হাজার ৮৪ জন ভাতা পাবেন। অসহায় বয়স্ক ও বিধবাদের জন্য খুব উপকারে আসবে। মিঠা পুকুর উপজেলাকে শতভাগ ভাতার আওতায় নেওয়ায় তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা বলেন, `আমি নিজে কয়েকটি ইউনিয়নের গ্রামে গিয়ে পরিচিতি বই উপকার ভোগীদের হাতে তুলে দেওয়ার সময় জানতে চেয়েছিলাম কাউকে টাকা দিতে হয়েছে কি'না। কিন্তু উপকার ভোগীরা কাউকে টাকা দেয়নি বলে জানিয়েছেন এবং আমার সামনেই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেছেন।'

'শেখের বেটি গরিবের প্রধানমন্ত্রী জন্যই হামরা এত কিছু পাঁওছি। ট্যাকা দিয়াও ভাতা পাওয়া যায় নাই, অ্যালা বাড়িত আসি বই দিয়া যাওছে। শেখ হাসিনা ম্যালাদিন বাঁচি থাকুক এই দোয়া করোচি।' রংপুরের মিঠাপুকুর উপজেলায় ভাতা উত্তোলনের পরিচিতি বই হাতে পেয়ে এভাবেই মনের ভাব প্রকাশ করেন অনেকেই।
ভাতা তোলার জন্য পরিচিতি বই হাতে না পাওয়ায় মোবাইলে টাকার বার্তা পেয়েও অনেক বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিই তুলতে পারেননি প্রাপ্য ভাতা। অবশেষে জটিলতা নিরসনে উপজেলার ১৭ ইউনিয়নেই পরিচিতি বই বিতরণ করা হয়েছে। এই উপজেলায় অনলাইনে আবেদন করে ১২ হাজার ৬৪৪ জন বয়স্ক, ৬ হাজার ৬৪ জন বিধবা ও ৬৭৮ জন প্রতিবন্ধী উপকারভোগী হিসেবে তালিকা ভুক্ত হয়েছেন।
বই পাওয়া কয়েকজন উপকার ভোগীর সঙ্গে সরাসরি এবং মুঠো ফোনে কথা বলে তাঁদের অনুভূতি বা মনের ভাব জানার চেষ্টা করা হয়। খোঁড়াগাছ ইউনিয়নের জারুল্যাপুর গ্রামের নজির হোসেন মণ্ডল বলেন, 'এই বয়সে ম্যালা সরকার দেইখনো কিন্তু শেখ হাসিনার সরকারের মতন কেউ আছিলো না। সরকার পাকা বাড়ি করি দেয় জীবনে এই প্রথম দেখোছি।'
রুপসী সর্দার পাড়া গ্রামের বিরেন্দ্র নাথ রায় বলেন, `অনেক গরিব মানুষ ফোনে ২ / ৩ বার আড়াই হাজার করে টাকা পেয়েছে। এটা আমার কাছে স্বপ্ন মনে হয়।'
একজন পুলিশ সদস্যের দ্বিতীয় স্ত্রী গোলেনুর বেগম। স্বামী মারা যাওয়ার পর শ্বশুরবাড়ি থেকে কোনো সহায়তা না পেয়ে ইট কুড়িয়ে খোয়া বেঁচে তিন সন্তানকে নিয়ে সংসার চালাচ্ছেন। তাঁর একটি ছোট্ট চা বিস্কুটের দোকান আছে। করোনার কারণে পুঁজি শেষ হওয়ায় সেটি এখন বন্ধ। ভাতা বাবদ ৬ হাজার টাকা উঠিয়ে দোকানটি চালু করবেন বলে জানান তিনি।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার জানান, তাঁর ইউনিয়নে ২ হাজার ৮৪ জন ভাতা পাবেন। অসহায় বয়স্ক ও বিধবাদের জন্য খুব উপকারে আসবে। মিঠা পুকুর উপজেলাকে শতভাগ ভাতার আওতায় নেওয়ায় তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা বলেন, `আমি নিজে কয়েকটি ইউনিয়নের গ্রামে গিয়ে পরিচিতি বই উপকার ভোগীদের হাতে তুলে দেওয়ার সময় জানতে চেয়েছিলাম কাউকে টাকা দিতে হয়েছে কি'না। কিন্তু উপকার ভোগীরা কাউকে টাকা দেয়নি বলে জানিয়েছেন এবং আমার সামনেই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেছেন।'

বিগত ২০২৫ সালে রাজধানীতে ৪০৯টি সড়ক দুর্ঘটনায় ২১৯ জন নিহত এবং ৫১১ জন আহত হয়েছেন। এসব দুর্ঘটনার বড় অংশ ঘটেছে রাত ও সকালে। আর দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে যাত্রাবাড়ী, ডেমরা, মোহাম্মদপুর, কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দর সড়ককে। ২০২৫ সালে রাজধানীতে সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে এসব...
৩ মিনিট আগে
১ মাস ২০ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানি শুরু হয়েছে। আমদানির অনুমতি পাওয়ার তিন দিনের মাথায় আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ভারত থেকে চাল নিয়ে দুটি ট্রাক বন্দরে প্রবেশ করে। বন্দরের ৩২ জন আমদানিকারক এখন পর্যন্ত ১৫ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছেন।
৫ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয়কে দিয়ে চিকিৎসা করানোসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পাবনা-সিরাজগঞ্জের সমন্বিত জেলা কার্যালয়ের তিন সদস্যের একটি দল উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য
২৪ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গতকাল তারেক রহমান একটা কার্ড দেখাচ্ছেন কড়াইল বস্তির ওই প্রোগ্রামে। দেখিয়ে বলছেন, এটা দিয়ে এই হবে, এই হবে, যেটা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
২৯ মিনিট আগে