Ajker Patrika

সংবাদ প্রকাশের পর বেরোবিতে চান্স পাওয়া শিক্ষার্থীকে ইউএনও’এর সহায়তা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
সংবাদ প্রকাশের পর বেরোবিতে চান্স পাওয়া শিক্ষার্থীকে ইউএনও’এর সহায়তা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মেধা তালিকায় স্থান পেয়েও অর্থের অভাবে ভর্তি অনিশ্চিত হয়ে পড়া শিক্ষার্থীকে আর্থিক সহায়তা করেছেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। আজ ইউএনও বিপুল কুমারের ওই শিক্ষার্থীর পরিবারকে ডেকে এনে ভর্তির জন্য অর্থ প্রদান করেন। 

এর আগে গত ৫ জানুয়ারি দৈনিক আজকের পত্রিকায় ‘অর্থের অভাবে ভর্তি অনিশ্চিত বিউটির’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়ে ইউএনও এর নজরে আসলে তিনি এই এ পদক্ষেপ নেন। 

খোঁজ নিয়ে জানা যায়, ওই শিক্ষার্থীর বাবা সেলুনে কাজ করেন। সামান্য আয়ের সংসার তাঁদের। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি তৃতীয়। জুম্মাহাট গার্লস স্কুল থেকে ২০১৭ সালে বিজ্ঞান বিভাগ থেকে ৪ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ২০১৯ সালে উমানন্দ স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ৪ দশমিক ৬৭ উত্তীর্ণ হন। এরপর ২০২১ সালে ভর্তি পরীক্ষা দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১৮২ মেধা তালিকায় স্থান পান। কিন্তু পারিবারিক অসচ্ছলতার কারণে ভর্তি হতে পারছিলেন না। 

ওই শিক্ষার্থী বলেন, ‘ইউএনও স্যার আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আর্থিকভাবে সহায়তা করায় আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ 

এ বিষয়ে ইউএনও বিপুল কুমার বলেন, এই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আর্থিকভাবে সহায়তা করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধানের সঙ্গে কথা বলেছি, ভর্তিসহ অন্যান্য বিষয়ে তারা যেন সহযোগিতা করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত