বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ জন কর্মচারীকে বদলি করা হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. সামিউল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে তাঁদের বদলির আদেশ দেওয়া হয়।
বদলির বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) পরিচালক ডা. শরীফুল হাসান।
বদলি হওয়া এই কর্মচারীরা হলেন সিরাজুল ইসলাম, বিউটি আক্তার, দুলাল বসুনিয়া, জানুরাম সরকার, নুরুজ্জামান, রইস উদ্দিন, রহমত আলী, হাসিনা বেগম, মহিত আল রশিদ উদয়, আল আমিন ইসলাম, হামিদুল ইসলাম, মোর্শেদ হাবিব, আবুল হাসান, শাহজাদা মিয়া, আব্দুল আলিম, আবু জাফর। তাঁদের সবাইকে ঢাকাসহ দেশের পশ্চিম ও দক্ষিণ অঞ্চলে বদলি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, বদলি হওয়া কর্মচারীদের বিরুদ্ধে রোগী ও স্বজনদের কাছ থেকে চাঁদা নেওয়াসহ নানাভাবে হয়রানির অভিযোগ রয়েছে। ওই মেডিকেল কলেজের অর্থোসার্জারি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট চিকিৎসক এ বি এম রাশেদুল আমীরও ভোগান্তির শিকার হন। তাঁর মা হৃদ্রোগে আক্রান্ত হলে গত ১৭ সেপ্টেম্বর ওই মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে যান তাঁর স্বজনেরা। এ সময়ে স্বজনদের কাছ থেকে বকশিশের নামে চাঁদা নেওয়ার অভিযোগ পাওয়া যায়।
অভিযোগ উঠেছে, চিকিৎসকের মা পরিচয় দিয়েও রেহাই পাননি। এরপর চিকিৎসক এ বি এম রাশেদুল আমীর সেখানে উপস্থিত হলে তাঁর কাছ থেকেও চাঁদা দাবি করা হয়। মাকে নিয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে এসে হয়রানির শিকার এই চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে ১৮ সেপ্টেম্বর একটি লিখিত অভিযোগ দেন। এরপর চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত দুই কর্মচারী মাসুদ ও ঝর্ণা বেগমকে বরখাস্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে রোগী ও স্বজনদের হয়রানিসহ হাসপাতাল দালালমুক্ত করার দাবি তুলেছেন খোদ হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। এ ঘটনার পরই ১৬ জন কর্মচারীকে একযোগে বদলি করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে রমেক হাসপাতালের পরিচালক ডা. শরীফুল হাসান বলেন, ‘এগুলো নিয়মিত বদলি।’

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ জন কর্মচারীকে বদলি করা হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. সামিউল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে তাঁদের বদলির আদেশ দেওয়া হয়।
বদলির বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) পরিচালক ডা. শরীফুল হাসান।
বদলি হওয়া এই কর্মচারীরা হলেন সিরাজুল ইসলাম, বিউটি আক্তার, দুলাল বসুনিয়া, জানুরাম সরকার, নুরুজ্জামান, রইস উদ্দিন, রহমত আলী, হাসিনা বেগম, মহিত আল রশিদ উদয়, আল আমিন ইসলাম, হামিদুল ইসলাম, মোর্শেদ হাবিব, আবুল হাসান, শাহজাদা মিয়া, আব্দুল আলিম, আবু জাফর। তাঁদের সবাইকে ঢাকাসহ দেশের পশ্চিম ও দক্ষিণ অঞ্চলে বদলি করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, বদলি হওয়া কর্মচারীদের বিরুদ্ধে রোগী ও স্বজনদের কাছ থেকে চাঁদা নেওয়াসহ নানাভাবে হয়রানির অভিযোগ রয়েছে। ওই মেডিকেল কলেজের অর্থোসার্জারি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট চিকিৎসক এ বি এম রাশেদুল আমীরও ভোগান্তির শিকার হন। তাঁর মা হৃদ্রোগে আক্রান্ত হলে গত ১৭ সেপ্টেম্বর ওই মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে যান তাঁর স্বজনেরা। এ সময়ে স্বজনদের কাছ থেকে বকশিশের নামে চাঁদা নেওয়ার অভিযোগ পাওয়া যায়।
অভিযোগ উঠেছে, চিকিৎসকের মা পরিচয় দিয়েও রেহাই পাননি। এরপর চিকিৎসক এ বি এম রাশেদুল আমীর সেখানে উপস্থিত হলে তাঁর কাছ থেকেও চাঁদা দাবি করা হয়। মাকে নিয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে এসে হয়রানির শিকার এই চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে ১৮ সেপ্টেম্বর একটি লিখিত অভিযোগ দেন। এরপর চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত দুই কর্মচারী মাসুদ ও ঝর্ণা বেগমকে বরখাস্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে রোগী ও স্বজনদের হয়রানিসহ হাসপাতাল দালালমুক্ত করার দাবি তুলেছেন খোদ হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। এ ঘটনার পরই ১৬ জন কর্মচারীকে একযোগে বদলি করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে রমেক হাসপাতালের পরিচালক ডা. শরীফুল হাসান বলেন, ‘এগুলো নিয়মিত বদলি।’

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
৩ ঘণ্টা আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
৩ ঘণ্টা আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
৩ ঘণ্টা আগে