লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে অবৈধ পরিচালিত ইটভাটাগুলোর কার্যক্রম থামছেই না। সম্প্রতি হাইকোর্টের নির্দেশ পেয়ে প্রশাসনের অভিযানে গুঁড়িয়ে দেওয়া ছয়টি ভাটা আবার চালু করা হয়েছে। এগুলো মেরামত করে ইট তৈরি করছেন শ্রমিকেরা।
ছয়টি ভাটা হলো কালীগঞ্জ উপজেলার দলগ্রামের এমজেএ-২ ব্রিকস, বিবিএমসি ব্রিকস, হাতীবান্ধার বড়খাতার টিএমএন ব্রিকস, আদিতমারীর পশ্চিম ভেলাবাড়ির সান-টু ব্রিকস, পূর্ব দৌলজোরের ওয়ান স্টার ব্রিকস ও সাপ্টিবাড়ির এলএমবি ব্রিকস। সরেজমিনে দেখা গেছে, ভাটাগুলোর চিমনির সামান্য অংশে ভাঙার চিহ্ন থাকলেও তা সংস্কার করা হয়েছে।
জেলা প্রশাসনের তালিকা মতে, লালমনিরহাটের ৫৫টি ইটভাটার মধ্যে ৩২টির বৈধ কোনো কাগজপত্র না থাকায় কালোতালিকাভুক্ত করা হয়। এর মধ্যে কিছু বন্ধ থাকলেও অধিকাংশই চলছে আদালতে রিট ও স্থানীয় প্রশাসনকে হাত করে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় হাইকোর্টে সশরীরে হাজির হতে হয়েছিল জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারকে। তিনি আদালতকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কালোতালিকাভুক্ত সব ইটভাটা উচ্ছেদের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে চলতি মাসের ১২ তারিখের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান চালিয়ে ছবিসহ প্রতিবেদন জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন দপ্তরে পাঠান। কিন্তু ইতিমধ্যে ছয়টি ভাটা আবার চালু করা হয়েছে।
১২ মার্চ কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের এমজেএ-২ ভাটাটি গুঁড়িয়ে দেয় প্রশাসন। একই দিন পাশের বিবিএমসি ভাটায় অভিযান চালানো হয়। এমজেএ-২ ভাটার এক কর্মচারী নাম প্রকাশ না করে জানান, তাঁদের এখানে একই উঠানে দুটি ভাটা। একটির চিমনির সামান্য ভেঙেছিল ম্যাজিস্ট্রেটের বুলডোজার ও কিছু ইট ভিজিয়ে দিয়েছিল। পরে কর্মচারীরা চিমনিটি সংস্কার করেন।
বিবিএমসি ভাটাও অভিযানের পরদিন থেকে চালু রয়েছে। এ নিয়ে কথা হলে এর মালিক আতাউর রহমান বলেন, ‘৬ মার্চ হাইকোর্টে রিট করেছি। রিটের কাগজ দেখালেও ম্যাজিস্ট্রেট তা গ্রহণ না করে ভাটার চিমনি ভেঙেছিলেন, যা সংস্কার করে আবার চালু করেছি। সবাই রিটের কাগজ দিয়ে চালাচ্ছে, তাই আমিও চালু করেছি।’

সান-টু ব্রিকস ভাটার পাশের কৃষক রবিউল ইসলাম বলেন, ‘ম্যাজিস্ট্রেট যে বুলডোজার নিয়ে এসেছিলেন এর চালককে তিন হাজার টাকা ঘুষ দেওয়ায় বেশি ভাঙেনি। ম্যাজিস্ট্রেট যাওয়ার পরই ভাটা চালু করেছে।’
এ বিষয়ে কথা হলে জেলা প্রশাসক রকিব হায়দার বলেন, ‘অবৈধ সব ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে। এরপরও যদি কেউ চালু করে এর তালিকা বা নাম দিলে আমরা দ্রুত আবার বন্ধ করে দেব।’ তবে অবৈধ কোনো ভাটা চালু নেই বলে দাবি করেন তিনি।

লালমনিরহাটে অবৈধ পরিচালিত ইটভাটাগুলোর কার্যক্রম থামছেই না। সম্প্রতি হাইকোর্টের নির্দেশ পেয়ে প্রশাসনের অভিযানে গুঁড়িয়ে দেওয়া ছয়টি ভাটা আবার চালু করা হয়েছে। এগুলো মেরামত করে ইট তৈরি করছেন শ্রমিকেরা।
ছয়টি ভাটা হলো কালীগঞ্জ উপজেলার দলগ্রামের এমজেএ-২ ব্রিকস, বিবিএমসি ব্রিকস, হাতীবান্ধার বড়খাতার টিএমএন ব্রিকস, আদিতমারীর পশ্চিম ভেলাবাড়ির সান-টু ব্রিকস, পূর্ব দৌলজোরের ওয়ান স্টার ব্রিকস ও সাপ্টিবাড়ির এলএমবি ব্রিকস। সরেজমিনে দেখা গেছে, ভাটাগুলোর চিমনির সামান্য অংশে ভাঙার চিহ্ন থাকলেও তা সংস্কার করা হয়েছে।
জেলা প্রশাসনের তালিকা মতে, লালমনিরহাটের ৫৫টি ইটভাটার মধ্যে ৩২টির বৈধ কোনো কাগজপত্র না থাকায় কালোতালিকাভুক্ত করা হয়। এর মধ্যে কিছু বন্ধ থাকলেও অধিকাংশই চলছে আদালতে রিট ও স্থানীয় প্রশাসনকে হাত করে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় হাইকোর্টে সশরীরে হাজির হতে হয়েছিল জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারকে। তিনি আদালতকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কালোতালিকাভুক্ত সব ইটভাটা উচ্ছেদের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে চলতি মাসের ১২ তারিখের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান চালিয়ে ছবিসহ প্রতিবেদন জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন দপ্তরে পাঠান। কিন্তু ইতিমধ্যে ছয়টি ভাটা আবার চালু করা হয়েছে।
১২ মার্চ কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের এমজেএ-২ ভাটাটি গুঁড়িয়ে দেয় প্রশাসন। একই দিন পাশের বিবিএমসি ভাটায় অভিযান চালানো হয়। এমজেএ-২ ভাটার এক কর্মচারী নাম প্রকাশ না করে জানান, তাঁদের এখানে একই উঠানে দুটি ভাটা। একটির চিমনির সামান্য ভেঙেছিল ম্যাজিস্ট্রেটের বুলডোজার ও কিছু ইট ভিজিয়ে দিয়েছিল। পরে কর্মচারীরা চিমনিটি সংস্কার করেন।
বিবিএমসি ভাটাও অভিযানের পরদিন থেকে চালু রয়েছে। এ নিয়ে কথা হলে এর মালিক আতাউর রহমান বলেন, ‘৬ মার্চ হাইকোর্টে রিট করেছি। রিটের কাগজ দেখালেও ম্যাজিস্ট্রেট তা গ্রহণ না করে ভাটার চিমনি ভেঙেছিলেন, যা সংস্কার করে আবার চালু করেছি। সবাই রিটের কাগজ দিয়ে চালাচ্ছে, তাই আমিও চালু করেছি।’

সান-টু ব্রিকস ভাটার পাশের কৃষক রবিউল ইসলাম বলেন, ‘ম্যাজিস্ট্রেট যে বুলডোজার নিয়ে এসেছিলেন এর চালককে তিন হাজার টাকা ঘুষ দেওয়ায় বেশি ভাঙেনি। ম্যাজিস্ট্রেট যাওয়ার পরই ভাটা চালু করেছে।’
এ বিষয়ে কথা হলে জেলা প্রশাসক রকিব হায়দার বলেন, ‘অবৈধ সব ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে। এরপরও যদি কেউ চালু করে এর তালিকা বা নাম দিলে আমরা দ্রুত আবার বন্ধ করে দেব।’ তবে অবৈধ কোনো ভাটা চালু নেই বলে দাবি করেন তিনি।

এক দিনের ব্যবধানে ২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা কমে নওগাঁ মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় এই জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি বছর এখন পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
২৪ মিনিট আগে
বগুড়ায় ট্রাফিক পুলিশের ওপর মারমুখী আচরণ এবং অকথ্য গালিগালাজ করায় বিএনপি নেতা নাজিউর রহমান নাজিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সহযুববিষয়ক সম্পাদক। শুক্রবার (২ জানুয়ারি) রাতে তাঁকে দলের প্রাথমিক পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৭ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৭ ঘণ্টা আগে